Ajker Patrika

আপনারা ভালো হতে চাইলে সহযোগিতা থাকবে, আ.লীগের উদ্দেশে জামায়াত নেতা তাহের

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ২০: ১৩
আপনারা ভালো হতে চাইলে সহযোগিতা থাকবে, আ.লীগের উদ্দেশে জামায়াত নেতা তাহের
পৌর জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। ছবি: আজকের পত্রিকা

আওয়ামী লীগের নেতা-কর্মীরা যদি ভালো হয়ে যেতে চান, তাহলে সকল সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

আজ শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসা মাঠে পৌর জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

ডা. মো. তাহের বলেন, ‘আপনার যদি ভালো হয়ে যেতে যান, তাহলে আমাদের সকল সহযোগিতা থাকবে। আর যদি আবারও স্বৈরাচারী কায়দায় মেতে ওঠার চেষ্টা করেন, সেই পরিণাম ভালো হবে না।’

জামায়াতের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। স্বৈরাচারের দোসরেরা এখনো ওত পেতে রয়েছে।’

জামায়াত কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় উল্লেখ করে কেন্দ্রীয় নায়েবে আমির বলেন, ‘রাষ্ট্রে শোষণ, বঞ্চনা ও প্রতিহিংসা থাকবে না। সংবিধানের আলোকে সকলকে সেই অধিকার প্রদান করা হবে। ১৯৪৭ সালে ব্রিটিশদের হাত থেকে পাকিস্তানকে স্বাধীন করা হয়েছে। সেই স্বাধীনতা টিকল না। ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে অগণিত মানুষের তাজা রক্ত ও মা-বোনের ইজ্জতের বিনিময়ে পেয়েছি লাল-সবুজের পতাকা। এ স্বাধীনতাও আমরা প্রাণভরে ভোগ করতে পারিনি। শুরু হলো শোষণ ও লুটপাট। স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছর পর আরেকটি যুদ্ধের মধ্য দিয়ে আমরা ৫ আগস্ট পেয়েছি। এই ৫ আগস্ট ধরে রাখতে হলে কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। দূর করতে হবে সকল বৈষম্য, লুটপাট ও প্রতিহিংসা। এতে যদি আমরা ব্যর্থ হই, তাহলে ৫ আগস্টের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে।’

ডা. তাহের শেখ হাসিনার উদ্দেশে বলেন, ‘তিনি এখন ভারতে রয়েছেন। তবে কোন জায়গায় রয়েছেন, সেটি বলেন না। ইতিমধ্যে তিনি দেশের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু করেছেন। সেখানে বসে বসে, দেশের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন। আপনি (শেখ হাসিনা) যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হোন, তাহলে গোপনে যেভাবে দেশ ত্যাগ করেছেন, আবারও দেশে এসে আদালতে আত্মসমর্পণ করুন। আদালত আপনার ন্যায়-অন্যায়ের সকল বিচার করবে।’

পৌর জামায়াতের আমির মুহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, সেক্রেটারি বেলাল হোসাইন, শহীদ সাহাবউদ্দিন পাটোয়ারীর বাবা মাওলানা জয়নাল আবেদীন পাটোয়ারী, ছাত্রশিবিরের কুমিল্লা জেলা পূর্বের সভাপতি নাজমুল হাসান, পৌর জামায়াতের সাবেক আমির জয়নাল আবেদীন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ওপেল প্রমুখ।

সম্মেলনে গত ১৮ বছর বিভিন্ন মামলায় কারামুক্ত নেতা-কর্মীদের সংবর্ধনা দেওয়া হয়। ময়নামতি সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন শেষে সম্মেলনের সমাপ্তি ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবের কবর জিয়ারত করে গোপালগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রচার শুরু

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত