Ajker Patrika

সংক্রমণ শূন্যের কোঠায় নামাতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ মার্চ ২০২২, ১৫: ৫৪
সংক্রমণ শূন্যের কোঠায় নামাতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

দেশে চলমান অতিমারি করোনার দাপট এখন নিয়ন্ত্রণের কাছাকাছি। টিকাদান ও স্বাস্থ্যবিধি পালন করে এটাকে শূন্যের কোঠায় নামানোর কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘করোনা পরিস্থিতি এখন অনেকটা স্বস্তিদায়ক অবস্থায়। গতকাল বৃহস্পতিবার শনাক্তের হার ১ শতাংশে ছিল; মৃত্যুও ছিল তিনজনে। এটিকে শূন্যের কোঠায় নামাতে চাই। এ জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে।’ 

আজ শুক্রবার রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্রে নার্সিং পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী। এবারের পরীক্ষায় ৪ হাজার ৭৯ জন নার্সিং শিক্ষার্থী অংশ নিয়েছেন। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে করোনা নিয়ন্ত্রণে আছে। টিকাদান কর্মসূচি ভালোভাবে বাস্তবায়ন করতে পারায় এটি সম্ভব হয়েছে। এরই মধ্যে ২২ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে সাড়ে ১২ কোটি, দ্বিতীয় ডোজ সাড়ে ৮ কোটি। টিকাদানে বিশ্বের দুই শ দেশের মধ্যে বাংলাদেশ এখন অষ্টম।’ 

জাহিদ মালেক বলেন, প্রথম ও দ্বিতীয় ডোজের মতো বুস্টার ডোজেও এখন গুরুত্ব দেওয়া হচ্ছে। এ জন্য বিশেষ ক্যাম্পেইনও করা হবে। কয়েক দিনের মধ্যে এ কর্মসূচি শুরু হবে। 

দেশে টিকার কোনো অভাব নেই জানিয়ে তিনি বলেন, টিকা কিনতে সরকার ৪০ হাজার কোটি টাকা ব্যয় করেছে। 

প্রসঙ্গত, দুই বছর আগে ২০২০ সালের মার্চের দ্বিতীয় সপ্তাহে দেশে আঘাত হানে করোনাভাইরাস। এক বছরের মাথায় বিশ্বের অন্যান্য দেশের ন্যায় কয়েক দফায় বাংলাদেশেও ভয়াবহ রূপ নেয় ভাইরাসটি। এ পর্যন্ত ২৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ফলে গত বছরের শুরুতেই করোনা-প্রতিরোধী টিকাদান কর্মসূচি শুরু করে সরকার। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় দেশের ৮০ ভাগ জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার। 

টিকাদান কার্যক্রমের শুরুতেই টিকা সংকটে পড়লে বিকল্প ব্যবস্থা না রাখার খেসারত দিতে হয় কয়েক মাস। পরে চীন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও সংস্থার কাছে টিকা পেতে সর্বোচ্চ চেষ্টা চালায় সরকার। কোথাও প্রতিশ্রুতি পেলেও টিকা পাওয়া যেমন হয়নি, উল্টোদিকে চীন, আমেরিকাসহ অনেক দেশই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় সংকট কাটাতে সক্ষম হয় বাংলাদেশ। 

নিয়মিত টিকাদানের পাশাপাশি তিন দফায় বিশেষ ক্যাম্পেইন করেছে সরকার। ফলে টিকাদানে আগ্রহও বেড়েছে সাধারণ মানুষের। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবের কবর জিয়ারত করে গোপালগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রচার শুরু

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত