
রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে কৃষক লীগের সমাবেশে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা আড়াইটার দিকে সংঘর্ষে জড়ায় বাড্ডা থানা কৃষক লীগ ও আদাবর থানা কৃষক লীগ। কৃষক লীগের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উপস্থিত থাকার কথা রয়েছে।
এর আগে দুপুর ১২টার পর থেকে দেশের বিভিন্ন জেলা থেকে কৃষক লীগের নেতা-কর্মীরা আসতে শুরু করেন। একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। উভয় পক্ষ লাঠি নিয়ে মারামারিতে জড়ায়।
নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাড্ডা থানা কৃষক লীগের সভাপতি রকি শিকদার ও সাধারণ সম্পাদক জনি মালুমের নেতা-কর্মীদের সঙ্গে আদাবার থানা কৃষক লীগের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় উভয় পক্ষকে শান্ত থাকার জন্য বলা হলেও তারা মারামারিতে জড়িয়ে পড়ে।
বাড্ডা থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক জনি মালুমের এক কর্মী দাবি করেন, তাঁদের এক সহকর্মীর সঙ্গে আদাবর থানা কৃষক লীগের এক কর্মীর পায়ে পা লাগে। এ সময় আদাবর থানার নেতা-কর্মীরা চড়াও হন। এর কয়েক মিনিট পরে কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র দুই পক্ষককে দুই দিকে নিয়ে যান। সমীর চন্দ্র স্টেজে ওঠার পর দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এক পক্ষ আরেক পক্ষের ওপর বাঁশ দিয়ে আঘাত করে। এমন পরিস্থিতিতে কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র নিচে এসে দুপক্ষকে শান্ত করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে ২২ জানুয়ারি। সেদিন থেকেই প্রধান দলগুলোর প্রার্থী তথা নেতারা প্রতিপক্ষকে কথার যুদ্ধে ঘায়েল করতে ব্যস্ত হয়ে ওঠেন। তবে নির্বাচনী প্রচারণা একটি সপ্তাহ পেরোতেই মাঠের রাজনীতির কৌশলগত রূপান্তর চোখে পড়ছে।
২ ঘণ্টা আগে
তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে। তাঁদের হাতে কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে। অন্তত এক ফসলের বীজ ও কীটনাশক বিনা মূল্যে দেওয়া হবে। এ ছাড়া ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে নারীদের অর্থনৈতিক সক্ষমতা ও অধিকার নিশ্চিত করা হবে।
৫ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ধানের শীষের সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার রাত ৯টার দিকে রংপুর কালেক্টরেট মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রংপুর বিভাগীয় সমাবেশে তিনি এই আহ্বান জানান।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল শনিবার (৩১ জানুয়ারি) টাঙ্গাইল সফরে আসছেন। তাঁর আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
৮ ঘণ্টা আগে