শিপুল ইসলাম, রংপুর

একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় পার্টির নেতা মশিউর রহমান রাঙ্গা বলেছেন, তিনি শুনেছেন, ভিসা নিষেধাজ্ঞার তালিকায় তাঁর নাম রয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা–সমালোচনা এবং ট্রল হচ্ছে। তবে আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ভিসা নিষেধাজ্ঞার মধ্যে তিনি নেই। কেউ হয়তো বদমায়েশি করে এসব খবর রটিয়েছে।
মশিউর রহমান রাঙ্গা জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও বিরোধী দলের চিফ হুইপ। একটি পত্রিকায় দেওয়া ওই সাক্ষাৎকারের বিষয়ে সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে মোবাইল ফোনে তাঁর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ভিসা নিষেধাজ্ঞার আমি কোনো চিঠিপত্র পাইনি। আমি যতো দূর জানি, ভিসা নিষেধাজ্ঞার মধ্যে আমি নেই। কেউ হয়তো এটা বদমাশি করে ছাপায় দিছে ফেসবুকে।’
যদি ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়েন— এমন সম্ভাবনার বিষয়ে মশিউর রহমান রাঙ্গা আজকের পত্রিকাকে বলেন, ‘এটা তাদের (যুক্তরাষ্ট্র) রাষ্ট্রীয় নীতির ব্যাপার। যদি এটা তাদের রাষ্ট্র থেকে হয়ে থাকে তাতে কারও কিছু করার নাই। আমেরিকায় আমার ছেলে নেই, মেয়ে নেই যে যেতেই হবে। আমরা ডলার নিয়ে যাই ওখানে খরচ করতে। ডলার নিয়ে আসি না। আমেরিকা ভিসা না দিবে, প্যারিসে যাব, ইন্ডিয়া যাব, ইন্ডিয়া না দিলে বাংলাদেশে থাকব, গ্রামে দেখতে যাব।’
আমেরিকার পাঁচ বছরের ভিসা এখনো লাগা আছে— জানিয়ে রাঙ্গা বলেন, ‘আমার এখনো আমেরিকান ভিসা পাঁচ বছরের লাগানো আছে। সেটাও তাঁরা ক্যানসেল করে নাই। ক্যানসেল করলে তো চিঠি দিবে আমাকে, তাও দেয়নি। টাকা দিয়ে ভিসা করছি, মাংনা তো আর দেয়নি! সেটা তো এখনো আছে, বাতিল করেনি। টেলিফোনেও তো বলেনি যে যেতে পারবেন না, যাওয়া হবে না। এগুলো ফাজলামো।’
জাতীয় পার্টির পার্টির এ নেতা আরও বলেন, ‘ভিসা নিষেধাজ্ঞা দিলেই কী আর না দিলেই কী। তাতে আমার কী যায় আসে! ওখানে আমার বিজনেস বা ফ্যাক্টরি আছে— তাও তো না। আর এমন না যে আমার চরিত্র ভালো না সে জন্য দিছে। আমি শিওর আমাকে ভিসা নিষেধাজ্ঞা দেয়নি।’
সোমবার একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে মশিউর রহমান রাঙ্গা বলেছেন, ‘শুনেছি আমাকেও ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। বিষয়টি নিয়ে আমি অখুশি না। আমার আমেরিকার দশ বছরের ভিসা আছে। গত পাঁচ বছরেও আমেরিকা যাইনি। আমার এখন যাওয়ার কোনো ইচ্ছাও নেই, সুযোগও নাই। সামনে নির্বাচন।’

একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় পার্টির নেতা মশিউর রহমান রাঙ্গা বলেছেন, তিনি শুনেছেন, ভিসা নিষেধাজ্ঞার তালিকায় তাঁর নাম রয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা–সমালোচনা এবং ট্রল হচ্ছে। তবে আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ভিসা নিষেধাজ্ঞার মধ্যে তিনি নেই। কেউ হয়তো বদমায়েশি করে এসব খবর রটিয়েছে।
মশিউর রহমান রাঙ্গা জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও বিরোধী দলের চিফ হুইপ। একটি পত্রিকায় দেওয়া ওই সাক্ষাৎকারের বিষয়ে সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে মোবাইল ফোনে তাঁর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ভিসা নিষেধাজ্ঞার আমি কোনো চিঠিপত্র পাইনি। আমি যতো দূর জানি, ভিসা নিষেধাজ্ঞার মধ্যে আমি নেই। কেউ হয়তো এটা বদমাশি করে ছাপায় দিছে ফেসবুকে।’
যদি ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়েন— এমন সম্ভাবনার বিষয়ে মশিউর রহমান রাঙ্গা আজকের পত্রিকাকে বলেন, ‘এটা তাদের (যুক্তরাষ্ট্র) রাষ্ট্রীয় নীতির ব্যাপার। যদি এটা তাদের রাষ্ট্র থেকে হয়ে থাকে তাতে কারও কিছু করার নাই। আমেরিকায় আমার ছেলে নেই, মেয়ে নেই যে যেতেই হবে। আমরা ডলার নিয়ে যাই ওখানে খরচ করতে। ডলার নিয়ে আসি না। আমেরিকা ভিসা না দিবে, প্যারিসে যাব, ইন্ডিয়া যাব, ইন্ডিয়া না দিলে বাংলাদেশে থাকব, গ্রামে দেখতে যাব।’
আমেরিকার পাঁচ বছরের ভিসা এখনো লাগা আছে— জানিয়ে রাঙ্গা বলেন, ‘আমার এখনো আমেরিকান ভিসা পাঁচ বছরের লাগানো আছে। সেটাও তাঁরা ক্যানসেল করে নাই। ক্যানসেল করলে তো চিঠি দিবে আমাকে, তাও দেয়নি। টাকা দিয়ে ভিসা করছি, মাংনা তো আর দেয়নি! সেটা তো এখনো আছে, বাতিল করেনি। টেলিফোনেও তো বলেনি যে যেতে পারবেন না, যাওয়া হবে না। এগুলো ফাজলামো।’
জাতীয় পার্টির পার্টির এ নেতা আরও বলেন, ‘ভিসা নিষেধাজ্ঞা দিলেই কী আর না দিলেই কী। তাতে আমার কী যায় আসে! ওখানে আমার বিজনেস বা ফ্যাক্টরি আছে— তাও তো না। আর এমন না যে আমার চরিত্র ভালো না সে জন্য দিছে। আমি শিওর আমাকে ভিসা নিষেধাজ্ঞা দেয়নি।’
সোমবার একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে মশিউর রহমান রাঙ্গা বলেছেন, ‘শুনেছি আমাকেও ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। বিষয়টি নিয়ে আমি অখুশি না। আমার আমেরিকার দশ বছরের ভিসা আছে। গত পাঁচ বছরেও আমেরিকা যাইনি। আমার এখন যাওয়ার কোনো ইচ্ছাও নেই, সুযোগও নাই। সামনে নির্বাচন।’

রাজনীতিবিদেরা যদি জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়, তবে দেশের গণতান্ত্রিক উত্তরণ কখনোই সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম আয়োজিত ‘জাতীয় নির্বাচন ২০২৬ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক সংলাপে এ কথা বলেন তিনি।
১ ঘণ্টা আগে
কমিটিতে সিনিয়র সহসভাপতি নেওয়াজ খান বাপ্পিসহ ২৮ জন সহসভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামসহ ২৫ জন যুগ্ম সাধারণ সম্পাদক, সহসভাপতি পদমর্যাদায় দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী ত্বোহা, প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনির, অর্থ সম্পাদক পদে রয়েছেন তারেক আজাদ।
৫ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-তাহিরপুর-ধর্মপাশা-মধ্যনগর) ও ২ (দিরাই-শাল্লা) আসনে দুজন করে প্রার্থী দিয়েছে বিএনপি। এ বিষয়ে কেন্দ্র থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত করে স্পষ্ট কিছু বলা হয়নি। আর এতেই নেতা-কর্মী, সমর্থক, ভোটারেরা পড়েছেন দ্বিধাদ্বন্দ্ব ও বিভ্রান্তিতে। অনেকে বিএনপির...
১৫ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদত্যাগী কয়েকজন নেতা এবং জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় কয়েকজন ছাত্রনেতার সমন্বয়ে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এই প্ল্যাটফর্মের নাম হবে জনযাত্রা (পিপলস মার্চ)। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ১৬ জানুয়ারি (শুক্রবার) বিকেলে আনুষ্ঠানিকভাবে...
১৬ ঘণ্টা আগে