শিপুল ইসলাম, রংপুর

একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় পার্টির নেতা মশিউর রহমান রাঙ্গা বলেছেন, তিনি শুনেছেন, ভিসা নিষেধাজ্ঞার তালিকায় তাঁর নাম রয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা–সমালোচনা এবং ট্রল হচ্ছে। তবে আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ভিসা নিষেধাজ্ঞার মধ্যে তিনি নেই। কেউ হয়তো বদমায়েশি করে এসব খবর রটিয়েছে।
মশিউর রহমান রাঙ্গা জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও বিরোধী দলের চিফ হুইপ। একটি পত্রিকায় দেওয়া ওই সাক্ষাৎকারের বিষয়ে সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে মোবাইল ফোনে তাঁর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ভিসা নিষেধাজ্ঞার আমি কোনো চিঠিপত্র পাইনি। আমি যতো দূর জানি, ভিসা নিষেধাজ্ঞার মধ্যে আমি নেই। কেউ হয়তো এটা বদমাশি করে ছাপায় দিছে ফেসবুকে।’
যদি ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়েন— এমন সম্ভাবনার বিষয়ে মশিউর রহমান রাঙ্গা আজকের পত্রিকাকে বলেন, ‘এটা তাদের (যুক্তরাষ্ট্র) রাষ্ট্রীয় নীতির ব্যাপার। যদি এটা তাদের রাষ্ট্র থেকে হয়ে থাকে তাতে কারও কিছু করার নাই। আমেরিকায় আমার ছেলে নেই, মেয়ে নেই যে যেতেই হবে। আমরা ডলার নিয়ে যাই ওখানে খরচ করতে। ডলার নিয়ে আসি না। আমেরিকা ভিসা না দিবে, প্যারিসে যাব, ইন্ডিয়া যাব, ইন্ডিয়া না দিলে বাংলাদেশে থাকব, গ্রামে দেখতে যাব।’
আমেরিকার পাঁচ বছরের ভিসা এখনো লাগা আছে— জানিয়ে রাঙ্গা বলেন, ‘আমার এখনো আমেরিকান ভিসা পাঁচ বছরের লাগানো আছে। সেটাও তাঁরা ক্যানসেল করে নাই। ক্যানসেল করলে তো চিঠি দিবে আমাকে, তাও দেয়নি। টাকা দিয়ে ভিসা করছি, মাংনা তো আর দেয়নি! সেটা তো এখনো আছে, বাতিল করেনি। টেলিফোনেও তো বলেনি যে যেতে পারবেন না, যাওয়া হবে না। এগুলো ফাজলামো।’
জাতীয় পার্টির পার্টির এ নেতা আরও বলেন, ‘ভিসা নিষেধাজ্ঞা দিলেই কী আর না দিলেই কী। তাতে আমার কী যায় আসে! ওখানে আমার বিজনেস বা ফ্যাক্টরি আছে— তাও তো না। আর এমন না যে আমার চরিত্র ভালো না সে জন্য দিছে। আমি শিওর আমাকে ভিসা নিষেধাজ্ঞা দেয়নি।’
সোমবার একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে মশিউর রহমান রাঙ্গা বলেছেন, ‘শুনেছি আমাকেও ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। বিষয়টি নিয়ে আমি অখুশি না। আমার আমেরিকার দশ বছরের ভিসা আছে। গত পাঁচ বছরেও আমেরিকা যাইনি। আমার এখন যাওয়ার কোনো ইচ্ছাও নেই, সুযোগও নাই। সামনে নির্বাচন।’

একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় পার্টির নেতা মশিউর রহমান রাঙ্গা বলেছেন, তিনি শুনেছেন, ভিসা নিষেধাজ্ঞার তালিকায় তাঁর নাম রয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা–সমালোচনা এবং ট্রল হচ্ছে। তবে আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ভিসা নিষেধাজ্ঞার মধ্যে তিনি নেই। কেউ হয়তো বদমায়েশি করে এসব খবর রটিয়েছে।
মশিউর রহমান রাঙ্গা জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও বিরোধী দলের চিফ হুইপ। একটি পত্রিকায় দেওয়া ওই সাক্ষাৎকারের বিষয়ে সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে মোবাইল ফোনে তাঁর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ভিসা নিষেধাজ্ঞার আমি কোনো চিঠিপত্র পাইনি। আমি যতো দূর জানি, ভিসা নিষেধাজ্ঞার মধ্যে আমি নেই। কেউ হয়তো এটা বদমাশি করে ছাপায় দিছে ফেসবুকে।’
যদি ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়েন— এমন সম্ভাবনার বিষয়ে মশিউর রহমান রাঙ্গা আজকের পত্রিকাকে বলেন, ‘এটা তাদের (যুক্তরাষ্ট্র) রাষ্ট্রীয় নীতির ব্যাপার। যদি এটা তাদের রাষ্ট্র থেকে হয়ে থাকে তাতে কারও কিছু করার নাই। আমেরিকায় আমার ছেলে নেই, মেয়ে নেই যে যেতেই হবে। আমরা ডলার নিয়ে যাই ওখানে খরচ করতে। ডলার নিয়ে আসি না। আমেরিকা ভিসা না দিবে, প্যারিসে যাব, ইন্ডিয়া যাব, ইন্ডিয়া না দিলে বাংলাদেশে থাকব, গ্রামে দেখতে যাব।’
আমেরিকার পাঁচ বছরের ভিসা এখনো লাগা আছে— জানিয়ে রাঙ্গা বলেন, ‘আমার এখনো আমেরিকান ভিসা পাঁচ বছরের লাগানো আছে। সেটাও তাঁরা ক্যানসেল করে নাই। ক্যানসেল করলে তো চিঠি দিবে আমাকে, তাও দেয়নি। টাকা দিয়ে ভিসা করছি, মাংনা তো আর দেয়নি! সেটা তো এখনো আছে, বাতিল করেনি। টেলিফোনেও তো বলেনি যে যেতে পারবেন না, যাওয়া হবে না। এগুলো ফাজলামো।’
জাতীয় পার্টির পার্টির এ নেতা আরও বলেন, ‘ভিসা নিষেধাজ্ঞা দিলেই কী আর না দিলেই কী। তাতে আমার কী যায় আসে! ওখানে আমার বিজনেস বা ফ্যাক্টরি আছে— তাও তো না। আর এমন না যে আমার চরিত্র ভালো না সে জন্য দিছে। আমি শিওর আমাকে ভিসা নিষেধাজ্ঞা দেয়নি।’
সোমবার একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে মশিউর রহমান রাঙ্গা বলেছেন, ‘শুনেছি আমাকেও ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। বিষয়টি নিয়ে আমি অখুশি না। আমার আমেরিকার দশ বছরের ভিসা আছে। গত পাঁচ বছরেও আমেরিকা যাইনি। আমার এখন যাওয়ার কোনো ইচ্ছাও নেই, সুযোগও নাই। সামনে নির্বাচন।’

খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘নববর্ষে আমাদের উচ্চারণ হোক ধ্বংস নয়, প্রতিশোধ নয়, আসুন, ভালোবাসা, পরমতসহিষ্ণুতা, শান্তি ও সৌহার্দ্যের সমাজ গড়ে তুলি।’
১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। দলের সকল পদ থেকে অব্যাহতি চেয়ে আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বিরাক্কোডি।
৩ ঘণ্টা আগে
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করার কথা জানিয়েছেন। তিনি দাবি করেছেন, ভারতের ওই কূটনীতিক তাঁকে বৈঠকটি গোপন রাখতে বলেছেন। এ জন্য এটি গোপন রাখা হয়েছে। এ ছাড়া জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে ঐক্য সরকার গঠনের কথা
৪ ঘণ্টা আগে