নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জ্বালানি তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া কমানোর দাবিতে শাহবাগ, পল্টনসহ দেশের বিভিন্ন স্থানে অর্ধদিবস হরতাল পালনে পুলিশ ও সরকারদলীয় সংগঠন বাধা প্রদান করছে বলে অভিযোগ করেছে বাম গণতান্ত্রিক জোট। আজ বৃহস্পতিবার সকালে শাহবাগ মোড় অবরোধ করতে গেলে হরতালকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়। তবে এসব বাধার মুখেই চলছে বাম গণতান্ত্রিক জোট ও ৯ সংগঠনের আধা বেলা হরতাল।
হরতালের বিষয়ে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছি। জোর করে আমরা কোনো যানবাহন আটকাচ্ছি না। মালিকেরা জোর করে শ্রমিকদের গাড়ি চালাতে বাধ্য করছে, কিন্তু এই হরতালে যারা বাস চালাচ্ছেন, সেই শ্রমিক ও শ্রমজীবী মানুষও তাঁদের নৈতিক সমর্থন জানাচ্ছেন হরতালে। তবু দেশের বিভিন্ন স্থানে হরতাল পালনে বাম জোটের নেতা-কর্মীদের বাঁধা দেওয়া হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’
ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল সাত্তার বলেন, ‘গতকাল থেকেই সরকার ন্যায্য দাবিতে ডাকা আধাবেলা হরতাল বানচাল করার চেষ্টা করছে। গতকাল রাতেই বাম জোটের চার কর্মীকে আটক করা হয়েছে। দেশের প্রায় ২২টি জেলায় হরতালের প্রচার-প্রচারণায় বাধা দিয়েছে। আজ সকাল থেকেও পুলিশ ও দলীয় সংগঠনের কর্মীরা বিভিন্ন স্থানে বাধা দিয়েছে। যতই বাধা আসুক, আমাদের ন্যায্য দাবিতে আন্দোলন চলবে।’
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে পল্টন মোড় থেকে প্রথম মিছিল বের করেন বাম জোটের নেতা-কর্মীরা। মিছিলটি পল্টন, জিরো পয়েন্ট, বিজয়নগর পানির ট্যাংক ঘুরে আবার পল্টন মোড়ে এসে অবস্থান নেয়। এ সময় পল্টন মোড় অবরোধ করেন জোটের নেতা-কর্মীরা। এতে যান চলাচল বাধাগ্রস্ত হয়। তবে বেলা ১১টা থেকে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়।
হরতালের কারণে সৃষ্ট ভোগান্তি প্রসঙ্গে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ মানুষ। সদরঘাটগামী ব্যবসায়ী আবদুল আলীম আজকের পত্রিকাকে বলেন, ‘তেলসহ সবকিছুর দাম বাড়ছেই। কমার কোনো লক্ষণ নেই। হরতালের কারণে কিছুটা ভোগান্তি হচ্ছে, তবে বৃহত্তর স্বার্থে এই ভোগান্তি মেনে নিচ্ছি। নৈতিকভাবে এই হরতালের প্রতি সবারই সমর্থন থাকা উচিত।’
হরতালের সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের পাশাপাশি পল্টনে অবস্থান নিয়েছে ৯ সংগঠন ও বাম গণতান্ত্রিক ঐক্যসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। গত ১৬ আগস্ট একই দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করে বামজোট। পুরানা পল্টন থেকে শুরু হওয়া মিছিলটি শাহবাগে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। পরে সেখানে এক সমাবেশ থেকে আজকের আধাবেলা হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়।

জ্বালানি তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া কমানোর দাবিতে শাহবাগ, পল্টনসহ দেশের বিভিন্ন স্থানে অর্ধদিবস হরতাল পালনে পুলিশ ও সরকারদলীয় সংগঠন বাধা প্রদান করছে বলে অভিযোগ করেছে বাম গণতান্ত্রিক জোট। আজ বৃহস্পতিবার সকালে শাহবাগ মোড় অবরোধ করতে গেলে হরতালকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়। তবে এসব বাধার মুখেই চলছে বাম গণতান্ত্রিক জোট ও ৯ সংগঠনের আধা বেলা হরতাল।
হরতালের বিষয়ে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছি। জোর করে আমরা কোনো যানবাহন আটকাচ্ছি না। মালিকেরা জোর করে শ্রমিকদের গাড়ি চালাতে বাধ্য করছে, কিন্তু এই হরতালে যারা বাস চালাচ্ছেন, সেই শ্রমিক ও শ্রমজীবী মানুষও তাঁদের নৈতিক সমর্থন জানাচ্ছেন হরতালে। তবু দেশের বিভিন্ন স্থানে হরতাল পালনে বাম জোটের নেতা-কর্মীদের বাঁধা দেওয়া হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’
ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল সাত্তার বলেন, ‘গতকাল থেকেই সরকার ন্যায্য দাবিতে ডাকা আধাবেলা হরতাল বানচাল করার চেষ্টা করছে। গতকাল রাতেই বাম জোটের চার কর্মীকে আটক করা হয়েছে। দেশের প্রায় ২২টি জেলায় হরতালের প্রচার-প্রচারণায় বাধা দিয়েছে। আজ সকাল থেকেও পুলিশ ও দলীয় সংগঠনের কর্মীরা বিভিন্ন স্থানে বাধা দিয়েছে। যতই বাধা আসুক, আমাদের ন্যায্য দাবিতে আন্দোলন চলবে।’
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে পল্টন মোড় থেকে প্রথম মিছিল বের করেন বাম জোটের নেতা-কর্মীরা। মিছিলটি পল্টন, জিরো পয়েন্ট, বিজয়নগর পানির ট্যাংক ঘুরে আবার পল্টন মোড়ে এসে অবস্থান নেয়। এ সময় পল্টন মোড় অবরোধ করেন জোটের নেতা-কর্মীরা। এতে যান চলাচল বাধাগ্রস্ত হয়। তবে বেলা ১১টা থেকে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়।
হরতালের কারণে সৃষ্ট ভোগান্তি প্রসঙ্গে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ মানুষ। সদরঘাটগামী ব্যবসায়ী আবদুল আলীম আজকের পত্রিকাকে বলেন, ‘তেলসহ সবকিছুর দাম বাড়ছেই। কমার কোনো লক্ষণ নেই। হরতালের কারণে কিছুটা ভোগান্তি হচ্ছে, তবে বৃহত্তর স্বার্থে এই ভোগান্তি মেনে নিচ্ছি। নৈতিকভাবে এই হরতালের প্রতি সবারই সমর্থন থাকা উচিত।’
হরতালের সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের পাশাপাশি পল্টনে অবস্থান নিয়েছে ৯ সংগঠন ও বাম গণতান্ত্রিক ঐক্যসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। গত ১৬ আগস্ট একই দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করে বামজোট। পুরানা পল্টন থেকে শুরু হওয়া মিছিলটি শাহবাগে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। পরে সেখানে এক সমাবেশ থেকে আজকের আধাবেলা হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়।

জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ জানান, আজ ১৪ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় আন্দোলনরত ১১ দল ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
২৭ মিনিট আগে
আসন্ন নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় রাজনৈতিক জোটের অন্দরে আসন সমঝোতা নিয়ে এক চরম নাটকীয়তা তৈরি হয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বে এই জোটে শরিকদের মধ্যে আসন বণ্টন নিয়ে সৃষ্ট জটিলতা গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত কাটেনি। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে জামায়াতের রশি
৫ ঘণ্টা আগে
একটি বাসায় কয়েকজন ব্যক্তি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন—এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। পোস্টাল ব্যালটের খামে ঠিকানা লেখা রয়েছে বাহরাইনের। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা দাবি করেছে বিএনপি।
১৬ ঘণ্টা আগে
বিএনপি সংস্কারের পক্ষে ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি। সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা ‘হ্যাঁ’ ভোট দেব।
১৭ ঘণ্টা আগে