নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বর্তমান সরকারের ভূমিকাকে মুক্তিযুদ্ধকালের ‘শান্তি কমিটি’র আচরণের সঙ্গে তুলনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, তারা (সরকার) এখন শান্তি সমাবেশ করছে এবং আচরণ অনেকটা শান্তি কমিটির মতোই।
গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আজ শুক্রবার বিকেলে ১২ দলীয় জোট ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন। বৈঠকে চলমান আন্দোলন নিয়ে আলোচনা হয়েছে বলে জানান এই বিএনপি নেতা।
আন্দোলনের কর্মসূচি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণভাবেই গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যেতে চায়। সরকার পাকিস্তান আমলের শান্তি কমিটির মতো আচরণ করছে। এভাবে চলতে থাকলে কখন কী হবে বলা মুশকিল।’
বৈঠক প্রসঙ্গে নজরুল ইসলাম খান জানান, চলমান আন্দোলনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কর্মসূচি কেমন হবে তা নিয়েও আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘যে বিশ্বাস নিয়ে আমরা যুগপৎ আন্দোলন শুরু করেছি, সেই বিশ্বাসেই অটুট আছি। সেই বিশ্বাস নিয়ে আমরা আগামীতে আন্দোলন চালিয়ে যাব।’
বৈঠকে নজরুল ইসলাম খান ছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু প্রমুখ অংশ নেন। ১২ দলীয় জোট নেতাদের মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, এনডিপির চেয়ারম্যান ক্বারী মো. আবু তাহের, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদসহ আরও অনেকে অংশ নেন।

বর্তমান সরকারের ভূমিকাকে মুক্তিযুদ্ধকালের ‘শান্তি কমিটি’র আচরণের সঙ্গে তুলনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, তারা (সরকার) এখন শান্তি সমাবেশ করছে এবং আচরণ অনেকটা শান্তি কমিটির মতোই।
গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আজ শুক্রবার বিকেলে ১২ দলীয় জোট ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন। বৈঠকে চলমান আন্দোলন নিয়ে আলোচনা হয়েছে বলে জানান এই বিএনপি নেতা।
আন্দোলনের কর্মসূচি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণভাবেই গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যেতে চায়। সরকার পাকিস্তান আমলের শান্তি কমিটির মতো আচরণ করছে। এভাবে চলতে থাকলে কখন কী হবে বলা মুশকিল।’
বৈঠক প্রসঙ্গে নজরুল ইসলাম খান জানান, চলমান আন্দোলনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কর্মসূচি কেমন হবে তা নিয়েও আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘যে বিশ্বাস নিয়ে আমরা যুগপৎ আন্দোলন শুরু করেছি, সেই বিশ্বাসেই অটুট আছি। সেই বিশ্বাস নিয়ে আমরা আগামীতে আন্দোলন চালিয়ে যাব।’
বৈঠকে নজরুল ইসলাম খান ছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু প্রমুখ অংশ নেন। ১২ দলীয় জোট নেতাদের মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, এনডিপির চেয়ারম্যান ক্বারী মো. আবু তাহের, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদসহ আরও অনেকে অংশ নেন।

বিএনপি সংস্কারের পক্ষে ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি। সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা ‘হ্যাঁ’ ভোট দেব।
১৭ মিনিট আগে
একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ কর
১৯ মিনিট আগে
জাতীয় পার্টি (জাপা), কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল এবং জাতীয় পার্টির একাধিক অংশের নেতৃত্বে গঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দিয়েছে ‘জুলাই ঐক্য’ নামের একটি সংগঠন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন
২১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক দলগুলোর নাম ও প্রতীকের বিন্যাস করা হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
৩২ মিনিট আগে