নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম মজনুর স্বাক্ষর করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অদ্য ৯ সেপ্টেম্বর ২০২১, রোজ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ঢাকা মহানগর দক্ষিণের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত ৭৫টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।’
ওয়ার্ড কমিটি বিলুপ্তির বিষয়ে সংগঠনের আহ্বায়ক আবদুস সালাম আজকের পত্রিকাকে বলেন, নতুনভাবে ওয়ার্ড কমিটি করার জন্য পুরনো কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ওয়ার্ড কমিটি করার পর থানা কমিটি করা হবে। এরপর মহানগর কমিটি করা হবে। যত তাড়াতাড়ি সম্ভব কমিটিগুলো করার কাজ শেষ করা হবে বলে জানান তিনি।
এদিকে ওয়ার্ড ও থানা কমিটি করতে এরই মধ্যে মহানগর দক্ষিণকে আটটি অঞ্চলে ভাগ করা হয়েছে। প্রতিটি অঞ্চলে পাঁচ সদস্যের একটি দল নেতৃত্ব বাছাই ও গঠনের জন্য কাজ করবে। দলে নেতৃত্ব দেবেন একজন যুগ্ম আহ্বায়ক। সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সংগঠনের নেতাদের ভার্চ্যুয়াল বৈঠক হয়। ওই বৈঠক থেকে তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কমিটি গঠনের কাজ চলছে বলে জানান মহানগরের নেতারা।
সংগঠন সূত্রে জানা গেছে, মুগদা, শাজাহানপুর ও পল্টন থানা এলাকায় নবীউল্লাহ নবী, শাহবাগ, রমনা, নিউমার্কেট এলাকায় ইউনুস মৃধা, মতিঝিল, সবুজবাগ ও খিলগাঁওয়ে আবদুস সাত্তার, ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ এলাকায় মোশারফ হোসেন খোকন, লালবাগ, চকবাজার, কামরাঙ্গীরচর এলাকায় তানভীর আহমেদ রবীন, সূত্রাপুর, গেন্ডারিয়া, কোতোয়ালি এলাকায় আ ন ম সাইফুল ইসলাম, ওয়ারী ও বংশাল এলাকায় হারুন উর রশিদ হারুন এবং ডেমরা, শ্যামপুর, কদমতলী এলাকায় লিটন মাহমুদ নেতৃত্ব বাছাই ও গঠনের দলে নেতৃত্ব দেবেন। দলগুলোর সমন্বয় করবেন সংগঠনের আহ্বায়ক আবদুস সালাম ও সদস্য সচিব রফিকুল আলম মজনু।
এর আগে গত ২ আগস্ট ঢাকা মহানগরে (উত্তর ও দক্ষিণ) নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে বিএনপি। এরই মধ্যে এই কমিটি নিয়ে বিএনপির মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম মজনুর স্বাক্ষর করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অদ্য ৯ সেপ্টেম্বর ২০২১, রোজ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ঢাকা মহানগর দক্ষিণের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত ৭৫টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।’
ওয়ার্ড কমিটি বিলুপ্তির বিষয়ে সংগঠনের আহ্বায়ক আবদুস সালাম আজকের পত্রিকাকে বলেন, নতুনভাবে ওয়ার্ড কমিটি করার জন্য পুরনো কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ওয়ার্ড কমিটি করার পর থানা কমিটি করা হবে। এরপর মহানগর কমিটি করা হবে। যত তাড়াতাড়ি সম্ভব কমিটিগুলো করার কাজ শেষ করা হবে বলে জানান তিনি।
এদিকে ওয়ার্ড ও থানা কমিটি করতে এরই মধ্যে মহানগর দক্ষিণকে আটটি অঞ্চলে ভাগ করা হয়েছে। প্রতিটি অঞ্চলে পাঁচ সদস্যের একটি দল নেতৃত্ব বাছাই ও গঠনের জন্য কাজ করবে। দলে নেতৃত্ব দেবেন একজন যুগ্ম আহ্বায়ক। সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সংগঠনের নেতাদের ভার্চ্যুয়াল বৈঠক হয়। ওই বৈঠক থেকে তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কমিটি গঠনের কাজ চলছে বলে জানান মহানগরের নেতারা।
সংগঠন সূত্রে জানা গেছে, মুগদা, শাজাহানপুর ও পল্টন থানা এলাকায় নবীউল্লাহ নবী, শাহবাগ, রমনা, নিউমার্কেট এলাকায় ইউনুস মৃধা, মতিঝিল, সবুজবাগ ও খিলগাঁওয়ে আবদুস সাত্তার, ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ এলাকায় মোশারফ হোসেন খোকন, লালবাগ, চকবাজার, কামরাঙ্গীরচর এলাকায় তানভীর আহমেদ রবীন, সূত্রাপুর, গেন্ডারিয়া, কোতোয়ালি এলাকায় আ ন ম সাইফুল ইসলাম, ওয়ারী ও বংশাল এলাকায় হারুন উর রশিদ হারুন এবং ডেমরা, শ্যামপুর, কদমতলী এলাকায় লিটন মাহমুদ নেতৃত্ব বাছাই ও গঠনের দলে নেতৃত্ব দেবেন। দলগুলোর সমন্বয় করবেন সংগঠনের আহ্বায়ক আবদুস সালাম ও সদস্য সচিব রফিকুল আলম মজনু।
এর আগে গত ২ আগস্ট ঢাকা মহানগরে (উত্তর ও দক্ষিণ) নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে বিএনপি। এরই মধ্যে এই কমিটি নিয়ে বিএনপির মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে।

সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতে ইসলামীর হামিদুর রহমান আযাদ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া তাসনিম জারাসহ ৫১ জন। গতকাল শনিবার প্রথম দিন ৭০টি আবেদনের শুনানিতে ৫২টি মঞ্জুর করেছে নির্বাচন
২ ঘণ্টা আগে
নামের আগে ‘মাননীয়’ বলতে বারণ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার বনানীর হোটেল শেরাটনে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই অনুরোধ করেন। তারেক রহমান বলেন, ‘আমার নামের আগে “মাননীয়” বলবেন না।’
৪ ঘণ্টা আগে
বর্তমানে দেশে সুষ্ঠু নির্বাচন করার মতো লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। আজ শনিবার রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে এ কথা বলেন তিনি।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের স্থিতিশীলতা নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। আজ শনিবার (১০ জানুয়ারি) বিকেলে বিএনপির গুলশানের কার্যালয়ে দুজনের সাক্ষাৎ হয়।
৫ ঘণ্টা আগে