Ajker Patrika

কাদেরের জাপায় যোগ দিলেন ছাত্রদলের সাবেক নেত্রী শেখ রুনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ মে ২০২৪, ১৮: ৪৬
কাদেরের জাপায় যোগ দিলেন ছাত্রদলের সাবেক নেত্রী শেখ রুনা

গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ছাত্রদল ও জাসাসের সাবেক নেত্রী শেখ রুনা। ছাত্রজীবনে খুলনা মহিলা কলেজ ছাত্রদলের এজিএস ছিলেন তিনি, পরে ইডেন কলেজে পড়াকালীন কলেজ ছাত্রদলের আহ্বায়ক ছিলেন। সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার ফলে বিশ্ববিদ্যালয় জীবন শেষে জাসাসের কেন্দ্রীয় কমিটির নাট্যবিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। 

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীর জাপা চেয়ারম্যানের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাপায় যোগ দেন তিনি। তবে গত জাতীয় নির্বাচনের আগে থেকে জাপার বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত ছিলেন এই প্রযোজক, নাট্য পরিচালক এবং অভিনেত্রী। তাঁকে জাপায় বরণ করে নেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। 

জাপায় যোগদানের বিষয়ে শেখ রুনা বলেন, ‘এরশাদ সাহেব এবং জাতীয় পার্টির প্রতি আমার একটা ভালোবাসার জায়গা ছিল। আমি অনেক আগে থেকেই এই দলে যুক্ত হতে চেয়েছিলাম কিন্তু কোনো মাধ্যম পাইনি।’ 

বিএনপি প্রসঙ্গে শেখ রুনা বলেন, ‘বিএনপি যা মুখে বলে তা করতে পারছে না। কোনো আন্দোলনই তারা দাঁড় করাতে পারেনি। বিএনপির কথা এবং কাজের সঙ্গে কোনো মিল নেই। তাদের নেতৃত্বের মধ্যেই কোনো মিল নেই। তারা নিজেরাই নিজেদের মধ্যে দ্বিধান্বিত। বিএনপির কেউ কারও কমান্ড মানে না।’ 

এর আগে মুজিবুল হক চুন্নু বলেন, স্বাধীনতার পর থেকে অনুষ্ঠিত ১২টি জাতীয় নির্বাচন নিয়েই প্রশ্ন উঠেছে। যারা হেরে গেছে তারাই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। বর্তমান ব্যবস্থায় শতভাগ নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয় বলে জানান তিনি। 

এ সময় তিনি সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি জানান। তিনি বলেন, আনুপাতিক হারে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া সম্ভব। ভোট হবে দলীয় প্রতীকে। যে দল যত ভাগ ভোট পাবে, তারা শতকরা তত ভাগ এমপি পাবে। এই ব্যবস্থায় কারচুপি করা যায় না তাই আওয়ামী লীগ ও বিএনপি আনুপাতিক হারে নির্বাচন চায় না।’ 

নির্বাচন কমিশনের প্রয়োজনীয় ক্ষমতা নেই উল্লেখ করে চুন্নু বলেন, ‘আইনে লেখা আছে নির্বাচনকালীন সময়ে নির্বাচনসংশ্লিষ্ট সকলে নির্বাচন কমিশনের কথা মানতে বাধ্য। কিন্তু নির্বাচন কমিশনের কথা না শুনলে কী হবে তা লেখা নেই। তাই নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিতে পারে না।’ 

শেখ রুনার সঙ্গে অর্ধশতাধিক বিভিন্ন পেশাজীবী নেতা জাপায় যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন মো. রুহুল আমিন, মো. নজরুল ইসলাম, মো. ইয়াসির আরাফাত, মো. তামিম বীন সিদ্দিক, মো. অসিন, মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাপা চেয়ারম্যানের উপদেষ্টা মো. খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান মো. জসীম উদ্দিন ভূঁইয়া, সম্পাদকমণ্ডলীর সদস্য হুমায়ুন খান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবের কবর জিয়ারত করে গোপালগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রচার শুরু

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত