সম্পাদকীয়

বাংলাদেশের পোশাকশিল্পের অন্যতম কেন্দ্র হলো গাজীপুর। কিন্তু এই শিল্পনগরীতে দেখা দিয়েছে একদিকে শ্রমিক অসন্তোষ, অন্যদিকে বন্ধ হয়ে গেছে অসংখ্য পোশাক কারখানা। ফলে শ্রমিকদের মধ্যে বিরাজ করছে চরম হাহাকার। মূলত গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে এখানে কারখানা বন্ধের হিড়িক পড়েছে। এ নিয়ে আজকের পত্রিকায় ২৬ জানুয়ারি একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
আমাদের মনে থাকার কথা, গত বছর ৫ আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ চলছে। আন্দোলন শুরুর দিকে কেউ কেউ বলেছেন, পতিত আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় এই শ্রমিক বিক্ষোভ চলছে। কিন্তু সেই ঘটনার সত্যতা পেতে আমাদের পাঁচ মাস অপেক্ষা করতে হলো। এখন জানা গেল, সেখানে শ্রমিক অসন্তোষের আসল কারণ। গত সাড়ে পাঁচ মাসে এখানকার ১ হাজার ১৫৪টি পোশাক কারখানার মধ্যে স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে ৪১টি এবং অস্থায়ীভাবে বন্ধ রয়েছে ১০টি। এতে বেকার হয়ে পড়েছেন অর্ধলক্ষাধিক শ্রমিক। পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন এসব বন্ধ কারখানার শ্রমিকেরা। এ ছাড়া আগামী মে মাস থেকে বন্ধ হয়ে যাবে কেয়া গ্রুপের আরও ৬টি কারখানা। এত অল্প সময়ে অসংখ্য কারখানা বন্ধ হয়ে যাওয়ার মূল কারণ হলো, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে খেলাপি ঋণ আদায়ে বাড়তি চাপ দেওয়ার ফলে খেলাপি কারখানাগুলো নিজেদের গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে। অপর দিকে বিগত সরকারের ঘনিষ্ঠ অনেক মালিক নিজেদের বাঁচাতে আত্মগোপনে চলে যান। এতে করে কারখানাগুলো বন্ধ হয়ে পড়ে। হঠাৎ করে কারখানা বন্ধ করার কারণে বকেয়া বেতনের দাবিতে এবং কাজ ফিরে পেতে আন্দোলন করছেন কর্মহীন শ্রমিকেরা। একই সঙ্গে কিছু কারখানার শ্রমিকেরা বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করছেন। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এ সমস্যা সমাধানে কোনো জোরালো পদক্ষেপ দেখা যায়নি। এ কারণে সেখানে শ্রমিক অসন্তোষ কমার চেয়ে ক্রমে বেড়েই চলছে।
জুলাই আন্দোলনে ছাত্র-জনতার পাশাপাশি শ্রমিকদের অংশগ্রহণ ছিল। এই আন্দোলনে অনেক শ্রমিকও শহীদ হয়েছেন। তাঁরাও আশা করেছিলেন, পরিস্থিতি পরিবর্তনের পর তাঁদের জীবনে বঞ্চনার অবসান ঘটবে। কিন্তু ক্ষমতার পরিবর্তনের পর শ্রমিকদের বঞ্চনা আরও বেড়ে গেছে।
কারখানা বন্ধের কারণে দেশের দুই দিকে ক্ষতি হবে। একদিকে যেমন পোশাকশিল্প থেকে রেমিট্যান্স আসা কমে যাবে, অন্যদিকে বেকার সমস্যা বৃদ্ধি পাবে। এতে দেশের উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে অর্থনৈতিক অবস্থা আরও খারাপের দিকে যাবে। তাই এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে সরকারকেই।
এখনই সরকারের প্রধান দায়িত্ব হয়ে পড়েছে অবিলম্বে বন্ধ কারখানাগুলো চালু করা, যাতে বেকার শ্রমিকেরা কাজ ফিরে পান। আর যেসব কারখানা চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেখানকার শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। অন্যথায় বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত শ্রমিক অসন্তোষ যেকোনো সময় মারাত্মক রূপ নিতে পারে।

বাংলাদেশের পোশাকশিল্পের অন্যতম কেন্দ্র হলো গাজীপুর। কিন্তু এই শিল্পনগরীতে দেখা দিয়েছে একদিকে শ্রমিক অসন্তোষ, অন্যদিকে বন্ধ হয়ে গেছে অসংখ্য পোশাক কারখানা। ফলে শ্রমিকদের মধ্যে বিরাজ করছে চরম হাহাকার। মূলত গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে এখানে কারখানা বন্ধের হিড়িক পড়েছে। এ নিয়ে আজকের পত্রিকায় ২৬ জানুয়ারি একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
আমাদের মনে থাকার কথা, গত বছর ৫ আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ চলছে। আন্দোলন শুরুর দিকে কেউ কেউ বলেছেন, পতিত আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় এই শ্রমিক বিক্ষোভ চলছে। কিন্তু সেই ঘটনার সত্যতা পেতে আমাদের পাঁচ মাস অপেক্ষা করতে হলো। এখন জানা গেল, সেখানে শ্রমিক অসন্তোষের আসল কারণ। গত সাড়ে পাঁচ মাসে এখানকার ১ হাজার ১৫৪টি পোশাক কারখানার মধ্যে স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে ৪১টি এবং অস্থায়ীভাবে বন্ধ রয়েছে ১০টি। এতে বেকার হয়ে পড়েছেন অর্ধলক্ষাধিক শ্রমিক। পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন এসব বন্ধ কারখানার শ্রমিকেরা। এ ছাড়া আগামী মে মাস থেকে বন্ধ হয়ে যাবে কেয়া গ্রুপের আরও ৬টি কারখানা। এত অল্প সময়ে অসংখ্য কারখানা বন্ধ হয়ে যাওয়ার মূল কারণ হলো, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে খেলাপি ঋণ আদায়ে বাড়তি চাপ দেওয়ার ফলে খেলাপি কারখানাগুলো নিজেদের গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে। অপর দিকে বিগত সরকারের ঘনিষ্ঠ অনেক মালিক নিজেদের বাঁচাতে আত্মগোপনে চলে যান। এতে করে কারখানাগুলো বন্ধ হয়ে পড়ে। হঠাৎ করে কারখানা বন্ধ করার কারণে বকেয়া বেতনের দাবিতে এবং কাজ ফিরে পেতে আন্দোলন করছেন কর্মহীন শ্রমিকেরা। একই সঙ্গে কিছু কারখানার শ্রমিকেরা বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করছেন। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এ সমস্যা সমাধানে কোনো জোরালো পদক্ষেপ দেখা যায়নি। এ কারণে সেখানে শ্রমিক অসন্তোষ কমার চেয়ে ক্রমে বেড়েই চলছে।
জুলাই আন্দোলনে ছাত্র-জনতার পাশাপাশি শ্রমিকদের অংশগ্রহণ ছিল। এই আন্দোলনে অনেক শ্রমিকও শহীদ হয়েছেন। তাঁরাও আশা করেছিলেন, পরিস্থিতি পরিবর্তনের পর তাঁদের জীবনে বঞ্চনার অবসান ঘটবে। কিন্তু ক্ষমতার পরিবর্তনের পর শ্রমিকদের বঞ্চনা আরও বেড়ে গেছে।
কারখানা বন্ধের কারণে দেশের দুই দিকে ক্ষতি হবে। একদিকে যেমন পোশাকশিল্প থেকে রেমিট্যান্স আসা কমে যাবে, অন্যদিকে বেকার সমস্যা বৃদ্ধি পাবে। এতে দেশের উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে অর্থনৈতিক অবস্থা আরও খারাপের দিকে যাবে। তাই এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে সরকারকেই।
এখনই সরকারের প্রধান দায়িত্ব হয়ে পড়েছে অবিলম্বে বন্ধ কারখানাগুলো চালু করা, যাতে বেকার শ্রমিকেরা কাজ ফিরে পান। আর যেসব কারখানা চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেখানকার শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। অন্যথায় বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত শ্রমিক অসন্তোষ যেকোনো সময় মারাত্মক রূপ নিতে পারে।

অধ্যাপক ইমতিয়াজ আহমেদ আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক। বর্তমানে তিনি ‘অলটারনেটিভস’ সংগঠনের নির্বাহী পরিচালক।
১২ ঘণ্টা আগে
উত্তর আমেরিকার শীতকালটা বেশ অদ্ভুত। ২০২৫ সালের ডিসেম্বরের ১০ তারিখে পেনসিলভানিয়ার পিটসবার্গে এসে দেখলাম, সব ঝকঝকে পরিষ্কার, রোদ ঝলমল দিন, রাস্তার কোলে সরু ফিতার মতো স্বল্প কিছু তুষার স্তূপ জড়ো হয়ে রয়েছে, ছোট ছোট সাদা সাদা তুষারের পাতলা টুকরো রয়েছে পাহাড়ের উপত্যকাজুড়ে, নিষ্পত্র বৃক্ষময় বনের ভেতর।
১৩ ঘণ্টা আগে
দেশে বর্তমানে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত আছে। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কাজেই রয়েছে ১০ লাখের বেশি শিশু। এ রকম একটি তথ্য হাজির করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. সানোয়ার জাহান ভূঁইয়া বলেছেন, ২০৩০ সালের মধ্যেই সরকার শিশুশ্রম দূর করতে চায়।
১৩ ঘণ্টা আগে
প্রায় দুই সপ্তাহ ধরে তরল পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের তীব্র সংকট দেশের জ্বালানি নিরাপত্তাহীনতার একটি সংকেত মাত্র। যদিও সব ক্ষেত্রেই জ্বালানির ঘাটতি দীর্ঘকালের। সাধারণভাবে কখনো কম কখনো বেশি ঘাটতি নিয়েই দেশ চলেছে। এবারের মতো সংকটময় পরিস্থিতির উদ্ভব কালেভদ্রেই হয়ে থাকে।
২ দিন আগে