সম্পাদকীয়
বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম ‘মরণব্যাধি’ ক্যানসার নিয়ে গবেষণায় উঠে এসেছে ভয়াবহ তথ্য। সেই গবেষণার উপাত্ত থেকে জানা যায়, দেশে বছরে প্রতি লাখ মানুষের মধ্যে নতুন করে ক্যানসারে আক্রান্ত হচ্ছে ৫৩ জন। বর্তমানে ১ লাখ মানুষের মধ্যে ক্যানসার রোগী রয়েছে ১০৬ জন। আর দেশে মোট মৃত্যুর ১২ শতাংশের জন্য দায়ী প্রাণঘাতী এই কর্কট রোগ। ২ ফেব্রুয়ারি আজকের পত্রিকায় এ নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে গবেষণাটি পরিচালিত হচ্ছে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ২০২৩ সালের জুলাই মাস থেকে। শুধু দেশের একটি উপজেলার মাত্র ২ লাখ মানুষের তথ্য সংগ্রহ করে এই ভয়াবহ চিত্র পাওয়া গেছে। সারা দেশে গবেষণাটি করলে পরিস্থিতি কত ভয়াবহ হবে, তা অনুমান করা কঠিন নয়।
বাংলাদেশের মানুষের খাদ্যাভ্যাস, সচেতনতার অভাব, সঠিক সময়ে রোগ নির্ণয় করতে না পারা এবং সঠিকভাবে চিকিৎসা শুরু না করার কারণে ক্যানসার মারাত্মক আকার ধারণ করছে। এসবের চেয়ে দুঃখজনক ব্যাপার হলো, আমাদের দেশে এ রোগটির চিকিৎসাব্যবস্থার অপ্রতুলতা। সম্প্রতি প্রকাশিত এক তথ্যমতে, জাতীয় ক্যানসার ইনস্টিটিউটসহ দেশের ৯টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ক্যানসার চিকিৎসায় অতিপ্রয়োজনীয় রেডিওথেরাপির যন্ত্রের ৫০ শতাংশই বিকল। হাসপাতালগুলোতে গিয়ে রোগীরা ঠিকমতো রেডিওথেরাপি না পেয়ে ছুটছে বেসরকারি হাসপাতালে।
বেসরকারি হাসপাতালে একজন ক্যানসার রোগীর চিকিৎসা বাবদ ব্যয় বছরে ৬ থেকে ১০ লাখ টাকা, যা সরকারি হাসপাতালের তুলনায় ৮ থেকে ১০ গুণ। এই ব্যয় মেটাতে গিয়ে নিঃস্ব হচ্ছে অনেক পরিবার। এ তথ্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, ক্যানসার চিকিৎসার সংকটের চিত্র। পাশাপাশি রোগীর তুলনায় বেডের সংখ্যা কম হওয়ায় সরকারি হাসপাতালগুলোতে সিট পেতে দালালের মাধ্যমে মোটা অঙ্কের আর্থিক লেনদেনের অভিযোগ আছে। বিশেষ করে, গ্রামের নিরক্ষর বা অর্ধশিক্ষিত মানুষেরা ‘সিস্টেমের’ জাঁতাকলে পড়ে অনেক সময় সঠিক জায়গায় চিকিৎসার জন্য পৌঁছাতে পারে না। এ জন্য সরকারিভাবে মানুষকে সচেতন করা দরকার, যেন আক্রান্ত যে কেউ সহজে আসল জায়গায় গিয়ে চিকিৎসা নিতে পারে।
সব চিকিৎসাব্যবস্থা রাজধানীকেন্দ্রিক হওয়ায় দূরের জেলার মানুষেরা বেশি অর্থ ব্যয়ের ভয়ে ঢাকায় আসতে পারে না। তাই ক্যানসার চিকিৎসার জন্য প্রতি জেলায় সম্ভব না হলেও বিভাগীয় পর্যায়ে বিশেষায়িত ক্যানসার হাসপাতাল নির্মাণ করা দরকার।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশনা অনুযায়ী, প্রতি ১০ লাখ মানুষের জন্য একটি ক্যানসার চিকিৎসাকেন্দ্র প্রয়োজন। এই হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রায় ২০০ চিকিৎসাকেন্দ্র প্রয়োজন। বর্তমানে সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় ৩০টি ক্যানসার চিকিৎসাকেন্দ্র রয়েছে।
সঠিক সময়ে ক্যানসার নির্ণয় করা এবং সময়মতো চিকিৎসা শুরু করা গেলে রোগটি নিরাময় করা সম্ভব। কিন্তু তার আগে দেশে আধুনিক চিকিৎসাব্যবস্থা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে জরুরি ক্যানসার নিয়ে সচেতনতা বৃদ্ধি করা।
বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম ‘মরণব্যাধি’ ক্যানসার নিয়ে গবেষণায় উঠে এসেছে ভয়াবহ তথ্য। সেই গবেষণার উপাত্ত থেকে জানা যায়, দেশে বছরে প্রতি লাখ মানুষের মধ্যে নতুন করে ক্যানসারে আক্রান্ত হচ্ছে ৫৩ জন। বর্তমানে ১ লাখ মানুষের মধ্যে ক্যানসার রোগী রয়েছে ১০৬ জন। আর দেশে মোট মৃত্যুর ১২ শতাংশের জন্য দায়ী প্রাণঘাতী এই কর্কট রোগ। ২ ফেব্রুয়ারি আজকের পত্রিকায় এ নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে গবেষণাটি পরিচালিত হচ্ছে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ২০২৩ সালের জুলাই মাস থেকে। শুধু দেশের একটি উপজেলার মাত্র ২ লাখ মানুষের তথ্য সংগ্রহ করে এই ভয়াবহ চিত্র পাওয়া গেছে। সারা দেশে গবেষণাটি করলে পরিস্থিতি কত ভয়াবহ হবে, তা অনুমান করা কঠিন নয়।
বাংলাদেশের মানুষের খাদ্যাভ্যাস, সচেতনতার অভাব, সঠিক সময়ে রোগ নির্ণয় করতে না পারা এবং সঠিকভাবে চিকিৎসা শুরু না করার কারণে ক্যানসার মারাত্মক আকার ধারণ করছে। এসবের চেয়ে দুঃখজনক ব্যাপার হলো, আমাদের দেশে এ রোগটির চিকিৎসাব্যবস্থার অপ্রতুলতা। সম্প্রতি প্রকাশিত এক তথ্যমতে, জাতীয় ক্যানসার ইনস্টিটিউটসহ দেশের ৯টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ক্যানসার চিকিৎসায় অতিপ্রয়োজনীয় রেডিওথেরাপির যন্ত্রের ৫০ শতাংশই বিকল। হাসপাতালগুলোতে গিয়ে রোগীরা ঠিকমতো রেডিওথেরাপি না পেয়ে ছুটছে বেসরকারি হাসপাতালে।
বেসরকারি হাসপাতালে একজন ক্যানসার রোগীর চিকিৎসা বাবদ ব্যয় বছরে ৬ থেকে ১০ লাখ টাকা, যা সরকারি হাসপাতালের তুলনায় ৮ থেকে ১০ গুণ। এই ব্যয় মেটাতে গিয়ে নিঃস্ব হচ্ছে অনেক পরিবার। এ তথ্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, ক্যানসার চিকিৎসার সংকটের চিত্র। পাশাপাশি রোগীর তুলনায় বেডের সংখ্যা কম হওয়ায় সরকারি হাসপাতালগুলোতে সিট পেতে দালালের মাধ্যমে মোটা অঙ্কের আর্থিক লেনদেনের অভিযোগ আছে। বিশেষ করে, গ্রামের নিরক্ষর বা অর্ধশিক্ষিত মানুষেরা ‘সিস্টেমের’ জাঁতাকলে পড়ে অনেক সময় সঠিক জায়গায় চিকিৎসার জন্য পৌঁছাতে পারে না। এ জন্য সরকারিভাবে মানুষকে সচেতন করা দরকার, যেন আক্রান্ত যে কেউ সহজে আসল জায়গায় গিয়ে চিকিৎসা নিতে পারে।
সব চিকিৎসাব্যবস্থা রাজধানীকেন্দ্রিক হওয়ায় দূরের জেলার মানুষেরা বেশি অর্থ ব্যয়ের ভয়ে ঢাকায় আসতে পারে না। তাই ক্যানসার চিকিৎসার জন্য প্রতি জেলায় সম্ভব না হলেও বিভাগীয় পর্যায়ে বিশেষায়িত ক্যানসার হাসপাতাল নির্মাণ করা দরকার।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশনা অনুযায়ী, প্রতি ১০ লাখ মানুষের জন্য একটি ক্যানসার চিকিৎসাকেন্দ্র প্রয়োজন। এই হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রায় ২০০ চিকিৎসাকেন্দ্র প্রয়োজন। বর্তমানে সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় ৩০টি ক্যানসার চিকিৎসাকেন্দ্র রয়েছে।
সঠিক সময়ে ক্যানসার নির্ণয় করা এবং সময়মতো চিকিৎসা শুরু করা গেলে রোগটি নিরাময় করা সম্ভব। কিন্তু তার আগে দেশে আধুনিক চিকিৎসাব্যবস্থা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে জরুরি ক্যানসার নিয়ে সচেতনতা বৃদ্ধি করা।
ভাষা নিয়ে কিছু বলতে গেলে সে সময়ের সমাজ নিয়েও কথা বলতে হয়। কীভাবে বাংলা ভাষা জাতি-ধর্মনির্বিশেষে সকলের ভাষা হয়ে উঠল, কীভাবে রাষ্ট্র ভাষা আন্দোলনে দেশের জনগণ বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য প্রস্তুত হলো, তার পটভূমি জানা দরকার।
৪ ঘণ্টা আগেআটচল্লিশ থেকে বায়ান্ন এবং বায়ান্নর একুশে ফেব্রুয়ারি এক মুখ্য গণতান্ত্রিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। স্লোগানগুলো ছিল কখনো গানের ভাষায়, কখনো রাজপথের রুদ্র বাক্যে—‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’ অথবা ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’। কৃষক লাঙল চালাতে চালাতে থমকে দাঁড়ায়, ‘কী ব্যাপার, মুখের ভাষা কাইড়া...
২১ ঘণ্টা আগে‘সাড়ে ১৭ কোটি মানুষের বাংলাদেশে কর্মক্ষম জনগোষ্ঠীর প্রায় ৬৩ লাখই বেকার। আর এই বেকারদের মধ্যে ৮৭ শতাংশই শিক্ষিত বেকার। এই ৮৭ শতাংশের মধ্য থেকে ২১ শতাংশ আবার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়েও কোনো কাজের সঙ্গে যুক্ত নয়।
২১ ঘণ্টা আগেময়মনসিংহ মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা নিয়ে যে ‘স্নেহের’ আদান-প্রদান হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। ফুলের শুভেচ্ছা দেওয়া থেকে শুরু করে ছাত্রদল ও শিবির কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা দেশের ক্যাম্পাস রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করল! যদিও কেউ আহত হননি...
২১ ঘণ্টা আগে