বিরস

ক. নির্বাচনে দাঁড়িয়ে প্রার্থীরা সাধারণত ভোটারদের কাছে গালভরা সব প্রতিশ্রুতি দিয়ে থাকেন। এগুলো আসলে ভোটারদের মন ভুলিয়ে ভোট আদায়ের কৌশল ছাড়া কিছু নয়। যিনি প্রতিশ্রুতি দেন, তিনি যেমন জানেন এগুলো কোনো দিন বাস্তবায়ন করা হবে না, ভোটাররাও বিষয়টি বোঝেন না তা নয়। তবু ভোটের আগে প্রতিশ্রুতির বান বয়ে যায়।
একবার এক ভোটভিক্ষুক তাঁর নির্বাচনী প্রচার সভায় উপস্থিত জনতার উদ্দেশে বক্তৃতা দিতে উঠে তিনি ভোটে জিতলে কী কী করবেন, তার একটি দীর্ঘ ফিরিস্তি দিয়ে শেষে বললেন,
‘আমি আপনাদের এলাকায় একটি ব্রিজ (সেতু) নির্মাণ করে দেব।’ বিপুল করতালির মধ্যেই একজন দাঁড়িয়ে চিৎকার করে বললেন, আমাদের এখানে তো কোনো নদী নেই—
একটুও বিব্রত না হয়ে ভোটভিখারি বললেন, ঠিক আছে, আমি এখানে একটি নদীও বানিয়ে দেব।
খ. জিয়াউর রহমানের শাসনামলে ৫৩ সদস্যবিশিষ্ট দূতপুল গঠন করা হয়েছিল। কারণ হিসেবে বলা হয়েছিল, এই পুলের সদস্যরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সাহায্য বিষয়ে আলোচনার জন্য বিদেশ সফর করবেন। প্রশ্ন উঠেছিল, বিদেশে আমাদের দূতাবাস, রাষ্ট্রদূত ও অন্যান্য কর্মকর্তা থাকা সত্ত্বেও এই দূতপুল কেন?
সরকারের একজন সমালোচক জবাব দিয়েছিলেন এভাবে: যারা সারা সপ্তাহ ধরে ভিক্ষা করে তাদের সঙ্গে প্রতি শুক্রবার এসে যোগ দেয় কিছু নতুন ফকির। এরা সপ্তাহের ছয় দিন অন্য কাজকর্ম করে। কিন্তু শুক্রবার এরা বিশেষভাবে ভিক্ষা করতে বের হয়।
শুক্রবার মানুষ জুমার নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়ে মসজিদে আসা-যাওয়ার পথে বাড়তি ছোয়াবের আশায় একটু বেশি দান-খয়রাত করে থাকে। আমাদের এই স্পেশাল দূতেরা বিশেষ বিশেষ সময়ে সাহায্যের জন্য বিদেশ যাবেন, অর্থাৎ এঁরা হচ্ছেন শুক্রবারের ফকির।
এখন অবশ্য বিদেশে গিয়ে হাত পেতে সাহায্য আনার জন্য আর শুক্রবারের বিশেষ ফকিরের দরকার হয় না।
গ. সংসদ ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে গেটের কাছে সার্বক্ষণিক পাহারা থাকে। বেশ কয়েক বছর আগে, যখন দেশে সংসদীয় গণতন্ত্র ছিল না, সে সময় একদিন সংসদ অধিবেশন চলাকালে এক লোক সংসদ-সীমার গেটের সামনে ভাঙাচোরা একটা সাইকেলে তালা মেরে রেখে ভেতরে যাচ্ছিলেন।
তা দেখে এক নিরাপত্তাকর্মী হুংকার দিয়ে ছুটে আসেন। সংসদ ভবনের নিরাপত্তাকর্মী বলে কথা! অত্যন্ত গম্ভীর একটা ভাব নিয়ে ধমকের সুরে সাইকেলওয়ালা লোকটিকে বলল, ‘ওই ব্যাটা, এখানে সাইকেল রাখছিস কী বুঝে? জানিস না, এ পথ দিয়ে মন্ত্রী-মিনিস্টাররা যান?’
সাইকেলওয়ালা লোকটি একগাল হেসে জবাব দিল, ‘আমার সাইকেল নিয়া কোনো টেনশন কইরেন না ভাইজান, সাইকেলে তালা মাইরা দিছি!’
ঘ. একজন মন্ত্রী তাঁর ছেলেকে ইংরেজি পড়াচ্ছিলেন। Assassination শব্দের বানান মুখস্থ করাচ্ছিলেন এইভাবে:একটা গাধা (Ass), তার পাশে আরেকটি গাধা (ass), দুই গাধার পাশে আমি (i) এবং আমার পাশে পুরো জাতি (nation)।
ঙ. একটি আন্তর্জাতিক কূটনৈতিক সম্মেলনে একদিন বিকেলে পরিস্থিতি একটু আনন্দদায়ক করার জন্য ব্রিটিশ ও রাশিয়ান দূত বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতায় রাজি হলেন। ঠিক হলো তাঁরা এক শ মিটার দৌড়াবেন। দুই পক্ষের কর্মচারীরা বাজি ধরল, কে জিতবে সে বিষয়ে। লন্ডনের দ্য টাইমস পত্রিকা ওই দৌড়ের খবর ছাপল: ব্রিটিশ ও রাশিয়ান দূতের মধ্যে একটি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ব্রিটিশ রাষ্ট্রদূত বিজয়ী হন। একই বিষয়ে মস্কোর ইজভেজস্তিয়া পত্রিকার রিপোর্ট: বিভিন্ন রাষ্ট্রদূতের মধ্যে একটি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় রাশিয়ান দূত দ্বিতীয় স্থান অধিকার করেন। ব্রিটিশ রাষ্ট্রদূত সর্বশেষ স্থানের আগের স্থানটি অধিকার করেন।

ক. নির্বাচনে দাঁড়িয়ে প্রার্থীরা সাধারণত ভোটারদের কাছে গালভরা সব প্রতিশ্রুতি দিয়ে থাকেন। এগুলো আসলে ভোটারদের মন ভুলিয়ে ভোট আদায়ের কৌশল ছাড়া কিছু নয়। যিনি প্রতিশ্রুতি দেন, তিনি যেমন জানেন এগুলো কোনো দিন বাস্তবায়ন করা হবে না, ভোটাররাও বিষয়টি বোঝেন না তা নয়। তবু ভোটের আগে প্রতিশ্রুতির বান বয়ে যায়।
একবার এক ভোটভিক্ষুক তাঁর নির্বাচনী প্রচার সভায় উপস্থিত জনতার উদ্দেশে বক্তৃতা দিতে উঠে তিনি ভোটে জিতলে কী কী করবেন, তার একটি দীর্ঘ ফিরিস্তি দিয়ে শেষে বললেন,
‘আমি আপনাদের এলাকায় একটি ব্রিজ (সেতু) নির্মাণ করে দেব।’ বিপুল করতালির মধ্যেই একজন দাঁড়িয়ে চিৎকার করে বললেন, আমাদের এখানে তো কোনো নদী নেই—
একটুও বিব্রত না হয়ে ভোটভিখারি বললেন, ঠিক আছে, আমি এখানে একটি নদীও বানিয়ে দেব।
খ. জিয়াউর রহমানের শাসনামলে ৫৩ সদস্যবিশিষ্ট দূতপুল গঠন করা হয়েছিল। কারণ হিসেবে বলা হয়েছিল, এই পুলের সদস্যরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সাহায্য বিষয়ে আলোচনার জন্য বিদেশ সফর করবেন। প্রশ্ন উঠেছিল, বিদেশে আমাদের দূতাবাস, রাষ্ট্রদূত ও অন্যান্য কর্মকর্তা থাকা সত্ত্বেও এই দূতপুল কেন?
সরকারের একজন সমালোচক জবাব দিয়েছিলেন এভাবে: যারা সারা সপ্তাহ ধরে ভিক্ষা করে তাদের সঙ্গে প্রতি শুক্রবার এসে যোগ দেয় কিছু নতুন ফকির। এরা সপ্তাহের ছয় দিন অন্য কাজকর্ম করে। কিন্তু শুক্রবার এরা বিশেষভাবে ভিক্ষা করতে বের হয়।
শুক্রবার মানুষ জুমার নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়ে মসজিদে আসা-যাওয়ার পথে বাড়তি ছোয়াবের আশায় একটু বেশি দান-খয়রাত করে থাকে। আমাদের এই স্পেশাল দূতেরা বিশেষ বিশেষ সময়ে সাহায্যের জন্য বিদেশ যাবেন, অর্থাৎ এঁরা হচ্ছেন শুক্রবারের ফকির।
এখন অবশ্য বিদেশে গিয়ে হাত পেতে সাহায্য আনার জন্য আর শুক্রবারের বিশেষ ফকিরের দরকার হয় না।
গ. সংসদ ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে গেটের কাছে সার্বক্ষণিক পাহারা থাকে। বেশ কয়েক বছর আগে, যখন দেশে সংসদীয় গণতন্ত্র ছিল না, সে সময় একদিন সংসদ অধিবেশন চলাকালে এক লোক সংসদ-সীমার গেটের সামনে ভাঙাচোরা একটা সাইকেলে তালা মেরে রেখে ভেতরে যাচ্ছিলেন।
তা দেখে এক নিরাপত্তাকর্মী হুংকার দিয়ে ছুটে আসেন। সংসদ ভবনের নিরাপত্তাকর্মী বলে কথা! অত্যন্ত গম্ভীর একটা ভাব নিয়ে ধমকের সুরে সাইকেলওয়ালা লোকটিকে বলল, ‘ওই ব্যাটা, এখানে সাইকেল রাখছিস কী বুঝে? জানিস না, এ পথ দিয়ে মন্ত্রী-মিনিস্টাররা যান?’
সাইকেলওয়ালা লোকটি একগাল হেসে জবাব দিল, ‘আমার সাইকেল নিয়া কোনো টেনশন কইরেন না ভাইজান, সাইকেলে তালা মাইরা দিছি!’
ঘ. একজন মন্ত্রী তাঁর ছেলেকে ইংরেজি পড়াচ্ছিলেন। Assassination শব্দের বানান মুখস্থ করাচ্ছিলেন এইভাবে:একটা গাধা (Ass), তার পাশে আরেকটি গাধা (ass), দুই গাধার পাশে আমি (i) এবং আমার পাশে পুরো জাতি (nation)।
ঙ. একটি আন্তর্জাতিক কূটনৈতিক সম্মেলনে একদিন বিকেলে পরিস্থিতি একটু আনন্দদায়ক করার জন্য ব্রিটিশ ও রাশিয়ান দূত বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতায় রাজি হলেন। ঠিক হলো তাঁরা এক শ মিটার দৌড়াবেন। দুই পক্ষের কর্মচারীরা বাজি ধরল, কে জিতবে সে বিষয়ে। লন্ডনের দ্য টাইমস পত্রিকা ওই দৌড়ের খবর ছাপল: ব্রিটিশ ও রাশিয়ান দূতের মধ্যে একটি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ব্রিটিশ রাষ্ট্রদূত বিজয়ী হন। একই বিষয়ে মস্কোর ইজভেজস্তিয়া পত্রিকার রিপোর্ট: বিভিন্ন রাষ্ট্রদূতের মধ্যে একটি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় রাশিয়ান দূত দ্বিতীয় স্থান অধিকার করেন। ব্রিটিশ রাষ্ট্রদূত সর্বশেষ স্থানের আগের স্থানটি অধিকার করেন।

রাজশাহীর নওহাটা কলেজ মোড়ের একটি রাস্তার কাজে চাঁদাবাজি করতে গিয়ে মার খেয়েছেন একজন বিএনপি নেতা। তিনি কার কাছে চাঁদা চাইতে গিয়েছিলেন? স্থানীয় যুবদল কর্মীর কাছে। যুবদল কর্মী কি নিজেই ঠিকাদারির কাজটা পেয়েছিলেন? না। তিনি পাননি। মূল ঠিকাদার রাস্তার কাজের অংশ মাটি কাটার কাজটি দিয়েছিলেন এই যুবদল কর্মীকে।
১ দিন আগে
মার্কিন বাহিনী চলতি সপ্তাহের শুরুতে পুরো বিশ্বকে চমকে দিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে সস্ত্রীক তাঁর দেশ থেকে তুলে নিয়ে গেছে। প্রথমে রাজধানী কারাকাস থেকে হেলিকপ্টারে করে তাঁদের নেওয়া হয় মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আইও জিমায়। তারপর সে জাহাজে করে মাদুরো দম্পতিকে নেওয়া হয়...
১ দিন আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এবং তাঁর স্ত্রীকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনাটি অবশ্যই বিতর্কিত ও ন্যক্কারজনক। কারণ, আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং বৈশ্বিক রাজনীতির কোনো নিয়মনীতির মধ্যে তা পড়ে না। তবে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট।
১ দিন আগে
গত বছর ব্যাপক সামরিক ও পররাষ্ট্রনীতিগত বিপর্যয়ের পর অর্থনৈতিক অবসাদ এবং রাষ্ট্রের ওপর জনগণের ব্যাপক আস্থাহানির কারণে সম্ভবত ইরানের ইতিহাসে সবচেয়ে কঠিন বছর হতে যাচ্ছে ২০২৬। জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে মানুষ রাস্তায় নেমে এসেছে। বিক্ষোভে প্রাণহানি জনগণের ক্ষোভ আরও বাড়িয়েছে।
১ দিন আগে