নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মব সৃষ্টি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে হেনস্তার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. হানিফকে জামিন দেওয়া হয়েছে।
এ মামলায় আত্মসমর্পণ করা প্রধান আসামি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা মোজাম্মেল হক ঢালী ও উত্তরা পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. কাইয়ুমকেও জামিন দেওয়া হয়।
আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ এই তিন আসামিকে জামিন দেন বলে নিশ্চিত করেছেন আদালতের উত্তরা পশ্চিম থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা আতিকুর রহমান।
মামলা সূত্রে জানা গেছে, গত রোববার সাবেক সিইসি নূরুল হুদার উত্তরার বাসায় ঢুকে একদল লোক তাঁকে বাইরে বের করে আনেন। এরপর তাঁকে জুতার মালা পরানো হয়, জুতা দিয়ে আঘাত করা হয় এবং ডিম নিক্ষেপ করা হয়।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।
গতকাল মঙ্গলবার উত্তরা পশ্চিম থানা-পুলিশের পরিদর্শক (এসআই) সজীব হাসান বাদী হয়ে এ ঘটনায় মামলা করেন।
মামলায় ছয়জনের নাম উল্লেখ করে আসামি করা হয়। তাঁরা হলেন ঢাকা মহানগর উত্তর সেচ্ছাসেবক দলের নেতা মোজাম্মেল হক ঢালী, ঢাকা মহানগর উত্তর সেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ, উত্তরা পশ্চিম থানা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. হানিফ, উত্তরা পূর্ব থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. কাইয়ুম, তুরাগ থানা সেচ্ছাসেবক দলের সভাপতি দুলাল ও উত্তরা পশ্চিম থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সেলিম।
এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়।
গত সোমবার রাতে মো. হানিফকে সেনাবাহিনী আটক করে উত্তরা পশ্চিম থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। তাঁকে পরদিন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর নির্দেশ দেন আদালত। তাঁর জামিনের আবেদন শুনানির জন্য আজ দিন ধার্য ছিল।
মামলার আসামি মোজাম্মেল হক ঢালী ও মো. কাইয়ুম আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি শেষে আদালত তিনজনকে জামিন দেন।

মব সৃষ্টি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে হেনস্তার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. হানিফকে জামিন দেওয়া হয়েছে।
এ মামলায় আত্মসমর্পণ করা প্রধান আসামি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা মোজাম্মেল হক ঢালী ও উত্তরা পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. কাইয়ুমকেও জামিন দেওয়া হয়।
আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ এই তিন আসামিকে জামিন দেন বলে নিশ্চিত করেছেন আদালতের উত্তরা পশ্চিম থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা আতিকুর রহমান।
মামলা সূত্রে জানা গেছে, গত রোববার সাবেক সিইসি নূরুল হুদার উত্তরার বাসায় ঢুকে একদল লোক তাঁকে বাইরে বের করে আনেন। এরপর তাঁকে জুতার মালা পরানো হয়, জুতা দিয়ে আঘাত করা হয় এবং ডিম নিক্ষেপ করা হয়।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।
গতকাল মঙ্গলবার উত্তরা পশ্চিম থানা-পুলিশের পরিদর্শক (এসআই) সজীব হাসান বাদী হয়ে এ ঘটনায় মামলা করেন।
মামলায় ছয়জনের নাম উল্লেখ করে আসামি করা হয়। তাঁরা হলেন ঢাকা মহানগর উত্তর সেচ্ছাসেবক দলের নেতা মোজাম্মেল হক ঢালী, ঢাকা মহানগর উত্তর সেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ, উত্তরা পশ্চিম থানা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. হানিফ, উত্তরা পূর্ব থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. কাইয়ুম, তুরাগ থানা সেচ্ছাসেবক দলের সভাপতি দুলাল ও উত্তরা পশ্চিম থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সেলিম।
এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়।
গত সোমবার রাতে মো. হানিফকে সেনাবাহিনী আটক করে উত্তরা পশ্চিম থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। তাঁকে পরদিন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর নির্দেশ দেন আদালত। তাঁর জামিনের আবেদন শুনানির জন্য আজ দিন ধার্য ছিল।
মামলার আসামি মোজাম্মেল হক ঢালী ও মো. কাইয়ুম আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি শেষে আদালত তিনজনকে জামিন দেন।

রাষ্ট্রীয়ভাবে তামাকমুক্ত ভবিষ্যতের পক্ষে অবস্থান নেওয়া হলেও নামমাত্র বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির যুক্তিতে দেশে তামাকজাতীয় পণ্য ‘নিকোটিন পাউচ’ উৎপাদনের ছাড়পত্র দেওয়া হয়েছে। এর কারখানার অনুমোদন দেওয়া হলে তা প্রচলিত আইন ও সরকারের ঘোষিত নীতির সঙ্গে সাংঘর্ষিক হবে বলে আগে থেকেই সতর্ক করে...
৬ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। বুধবার (১৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
৭ ঘণ্টা আগে
ঋণখেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত। সেইসঙ্গে দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন চেম্বার আদালত।
৮ ঘণ্টা আগে
ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা রক্ষায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে বর্তমানে আলোচনা...
৮ ঘণ্টা আগে