
বেতনভাতা বৃদ্ধি, বকেয়া ভাতা পরিশোধসহ ৪ দাবিতে পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কর্মসূচি আগামী ৩০ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। আজ সোমবার রাতে পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসক সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মো. নুর নবী এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সারা দেশে স্থানীয়ভাবে কর্মসূচি পালিত হলেও কেন্দ্রীয়ভাবে কর্মসূচি স্থগিত করা হয়েছে। আগামী শনিবারের মধ্যে আমাদের দাবি মেনে না নিলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ডা. মো. নুর নবী বলেন, ‘আমরা গত শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সঙ্গে দেখা করে দাবি জানাই। তিনি ইতিবাচক সাড়া দিয়েছেন। আমরা তার প্রতি আস্থা রাখতে চাই। এ ছাড়া দেশে ভুটানের রাজা এসেছেন। এই সময়ে এ ধরনের কর্মসূচি অন্য দেশের কাছে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে। সার্বিক বিবেচনায় আমরা কর্মসূচি স্থগিত করেছি।’
এদিকে রাজধানীতে কর্মসূচি স্থগিত হলেও বরিশালে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকেরা। আজ সোমবার বেলা সাড়ে ১২টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে কর্মসূচিতে নামেন আন্দোলনরত। তাদের দাবিগুলো হলো-পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের মাসিক ভাতা ৫০ হাজার করা এবং ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা করা। এফসিপিএস, রেসিডেন্ট, নন-রেসিডেন্ট চিকিৎসকদের বকেয়া ভাতা পরিশোধ করা, বিএসএমএমইউয়ের অধীন ১২ প্রাইভেট প্রতিষ্ঠানের রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট চিকিৎসকদের ভাতা পুনরায় চালু করা এবং চিকিৎসক সুরক্ষা আইন সংসদে পাস ও বাস্তবায়ন করা। একই দাবিতে ময়মনসিংহ মেডিকেলেও কর্মবিরতি পালন করছেন পোস্ট গ্র্যাজুয়েট ও ইন্টার্ন চিকিৎসকেরা।
এ সময় পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডা. নুসরাত সুলতানা বলেন, ‘আমাদের কিছু দাবিদাওয়া আগে থেকেই ছিল সেগুলো পূরণের জন্য রাস্তায় দাঁড়িয়েছি। আমরা বাধ্য হয়েই দাঁড়িয়েছি। সংশ্লিষ্ট সবার সঙ্গেই আমরা কথা বলেছিলাম। কিন্তু আমরা দেখলাম ন্যূনতম দাবিগুলো পূরণ হচ্ছে না, তখন রাস্তায় নামতে বাধ্য হয়েছি।’
এদিকে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে হাসপাতালের স্বাভাবিক সেবা কার্যক্রমে ব্যাহত হয়েছে। ময়মনসিংহ মেডিকেলের জরুরি বিভাগে বারান্দায় চিকিৎসাধীন আছিয়া খাতুন বলেন, ‘চিকিৎসকেরা দেখতে আসছেন না। শুনছি তাদের নাকি আন্দোলন চলছে। সে কারণে আমরা ঠিকমতো সেবা পাচ্ছি না।’
বরিশাল, ময়মনসিংহের মতো হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ ও ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সোমবার বেলা সাড়ে ১২টায় জেলা সদর হাসপাতালের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় হবিগঞ্জ ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মোশাহিদ চৌধুরী বলেন-আমরা আড়াই মাস পেরিয়ে গেলেও এখনো ভাতা পাইনি। অবিলম্বে ইন্টার্নদের বকেয়া ভাতা পরিশোধ এবং বেতন ৩০ হাজার টাকায় উন্নীত করা এখন সময়ের দাবি।
(প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন বরিশাল, ময়মনসিংহ ও হবিগঞ্জ প্রতিনিধি।)

আজ বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। সেই সঙ্গে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।
২২ মিনিট আগে
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও নাগরিক সমাজের বিশিষ্ট কর্মী এম হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা মরহুমের দীর্ঘ কর্মময় জীবনে রাষ্ট্র ও জনগণের কল্যাণে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের কথা গভীর...
৩ ঘণ্টা আগে
সরকারি কর্মচারীদের বেতন সর্বোচ্চ ১৪৩ শতাংশ বাড়ানোর প্রস্তাব রেখে নতুন বেতনকাঠামো সুপারিশ করেছে নবম জাতীয় বেতন কমিশন। কমিশন আগের মতোই সরকারি কর্মচারীদের জন্য ২০টি বেতন গ্রেড রেখেছে। সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে...
১২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী চূড়ান্ত হওয়ার দীর্ঘ প্রক্রিয়ার পর গতকাল বুধবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা পেয়ে গেলেন নির্বাচনী প্রতীক। আর এর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে প্রার্থীদের প্রচারের লড়াই। ভোট চেয়ে প্রচার চালানো যাবে বুধবার মধ্যরাত থেকে শুরু করে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে...
১৩ ঘণ্টা আগে