নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বেক্সিমকো গ্রুপ অব কোম্পানি নিজস্ব ব্যবস্থাপনায় চলবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার এই বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এ রায় দেন।
রায়ে বলা হয়, বাংলাদেশ ব্যাংক, অন্যান্য তফসিলি ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান বেক্সিমকোর ঋণ ডিপার্টমেন্টে (বিতরণ) অনিয়ম করেছে। বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে ঋণ বিতরণে যত অনিয়ম আছে তা খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য।
বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মুনীরুজ্জামান। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল। এ ছাড়া রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ আর সোবহান।
রায়ের পর বাংলাদেশ ব্যাংকের আইনজীবী মুনিরুজ্জামান বলেন, বেক্সিমকো গ্রুপের ১৮৯টি কোম্পানি পাওয়া গেছে। এর মধ্যে ১৬৯টি হচ্ছে পাবলিক-প্রাইভেট কোম্পানি। এগুলোর সবকটির মধ্যে বাংলাদেশ ব্যাংক রিসিভার নিয়োগ দিয়েছিল। তবে বেক্সিমকো আপিল বিভাগে গেলে আপিল বিভাগ রিসিভারের কার্যক্রম স্থগিত করে হাইকোর্টকে রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেন। হাইকোর্ট শুনানি রুল নিষ্পত্তি করে ৯টি নির্দেশনা দেন।
আইনজীবী মুনিরুজ্জামান বলেন, আদালত রায়ে বলেছেন, বাংলাদেশ ব্যাংক, অন্যান্য তফসিলি ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান বেক্সিমকোর ঋণ ডিপার্টমেন্টে (বিতরণ) অনিয়ম করেছে। বেক্সিমকো এবং এর গ্রুপ অব কোম্পানির কাছে ৫৩ হাজার কোটি টাকা খেলাপি আছে। রিসিভার এবং বাংলাদেশ ব্যাংক এ পর্যন্ত যেসব কাজ করেছেন তা বৈধ। বর্তমান প্রেক্ষাপটে এখন আর রিসিভারের প্রয়োজন নেই। বেক্সিমকো নিজেরাই তাদের কোম্পানি পরিচালনা করবে। তবে দেশের প্রচলিত আইন, বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার নিয়ম যথাযথ বাস্তবায়ন করতে বলেছেন।
মুনিরুজ্জামান আরও বলেন, রায়ে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে ঋণ বিতরণে যত অনিয়ম আছে তা যেন খতিয়ে দেখে এবং অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
গত ২৫ বছরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডসহ ওই গ্রুপের অন্য সব ব্যবসার ক্ষেত্রে পরিশোধের পর ঋণ মওকুফসহ কয়েকটি বিষয়ে জানতে চেয়ে রিট করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মাসুদ আর সোবহান। ওই রিটের পরিপ্রেক্ষিতে গত বছরের ৫ সেপ্টেম্বর রুলসহ আদেশ দেন হাইকোর্ট। এতে বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি সংযুক্ত করতে ও গ্রুপটির কোম্পানিগুলোর ব্যবস্থাপনায় ছয় মাসের জন্য রিসিভার নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংকের প্রতি নির্দেশ দেওয়া হয়।
এদিকে রিসিভার নিয়োগের আদেশ স্থগিত চেয়ে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আবেদন করা হয় আপিল বিভাগে। আপিল বিভাগ শুধু বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্ষেত্রে রিসিভারের বিষয়টি স্থগিত করেন। পাশাপাশি হাইকোর্টে এ-সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেন। বুধবার রুল নিষ্পত্তি করে রায় দেন হাইকোর্ট।
বেক্সিমকো গ্রুপ অব কোম্পানি নিজস্ব ব্যবস্থাপনায় চলবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার এই বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এ রায় দেন।
রায়ে বলা হয়, বাংলাদেশ ব্যাংক, অন্যান্য তফসিলি ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান বেক্সিমকোর ঋণ ডিপার্টমেন্টে (বিতরণ) অনিয়ম করেছে। বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে ঋণ বিতরণে যত অনিয়ম আছে তা খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য।
বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মুনীরুজ্জামান। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল। এ ছাড়া রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ আর সোবহান।
রায়ের পর বাংলাদেশ ব্যাংকের আইনজীবী মুনিরুজ্জামান বলেন, বেক্সিমকো গ্রুপের ১৮৯টি কোম্পানি পাওয়া গেছে। এর মধ্যে ১৬৯টি হচ্ছে পাবলিক-প্রাইভেট কোম্পানি। এগুলোর সবকটির মধ্যে বাংলাদেশ ব্যাংক রিসিভার নিয়োগ দিয়েছিল। তবে বেক্সিমকো আপিল বিভাগে গেলে আপিল বিভাগ রিসিভারের কার্যক্রম স্থগিত করে হাইকোর্টকে রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেন। হাইকোর্ট শুনানি রুল নিষ্পত্তি করে ৯টি নির্দেশনা দেন।
আইনজীবী মুনিরুজ্জামান বলেন, আদালত রায়ে বলেছেন, বাংলাদেশ ব্যাংক, অন্যান্য তফসিলি ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান বেক্সিমকোর ঋণ ডিপার্টমেন্টে (বিতরণ) অনিয়ম করেছে। বেক্সিমকো এবং এর গ্রুপ অব কোম্পানির কাছে ৫৩ হাজার কোটি টাকা খেলাপি আছে। রিসিভার এবং বাংলাদেশ ব্যাংক এ পর্যন্ত যেসব কাজ করেছেন তা বৈধ। বর্তমান প্রেক্ষাপটে এখন আর রিসিভারের প্রয়োজন নেই। বেক্সিমকো নিজেরাই তাদের কোম্পানি পরিচালনা করবে। তবে দেশের প্রচলিত আইন, বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার নিয়ম যথাযথ বাস্তবায়ন করতে বলেছেন।
মুনিরুজ্জামান আরও বলেন, রায়ে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে ঋণ বিতরণে যত অনিয়ম আছে তা যেন খতিয়ে দেখে এবং অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
গত ২৫ বছরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডসহ ওই গ্রুপের অন্য সব ব্যবসার ক্ষেত্রে পরিশোধের পর ঋণ মওকুফসহ কয়েকটি বিষয়ে জানতে চেয়ে রিট করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মাসুদ আর সোবহান। ওই রিটের পরিপ্রেক্ষিতে গত বছরের ৫ সেপ্টেম্বর রুলসহ আদেশ দেন হাইকোর্ট। এতে বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি সংযুক্ত করতে ও গ্রুপটির কোম্পানিগুলোর ব্যবস্থাপনায় ছয় মাসের জন্য রিসিভার নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংকের প্রতি নির্দেশ দেওয়া হয়।
এদিকে রিসিভার নিয়োগের আদেশ স্থগিত চেয়ে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আবেদন করা হয় আপিল বিভাগে। আপিল বিভাগ শুধু বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্ষেত্রে রিসিভারের বিষয়টি স্থগিত করেন। পাশাপাশি হাইকোর্টে এ-সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেন। বুধবার রুল নিষ্পত্তি করে রায় দেন হাইকোর্ট।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক চিফ হুইপ ও মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৭১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ২৩২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
২ ঘণ্টা আগেতাপপ্রবাহের কারণে দেশের নিম্ন আদালতে আইনজীবী-বিচারকদের কালো কোট ও গাউন পরিধানের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। প্রধান বিচারপতির নির্দেশে আজ সোমবার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
২ ঘণ্টা আগেরোহিঙ্গা শরণার্থী ও তাদের নিয়ে কাজ করা সংশ্লিষ্ট গোষ্ঠীর জন্য প্রায় ১০০ কোটি ডলারের জরুরি সহায়তা চেয়েছে জাতিসংঘ। আজ সোমবার প্রকাশিত জাতিসংঘের ২০২৫-২৬ সালের যৌথ কর্মপরিকল্পনায় (জেআরপি) এ সহায়তার কথা উল্লেখ করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এ পরিকল্পনা বাস্তবায়নে ১০০টির বেশি সংস্থা
৩ ঘণ্টা আগেজুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন সেনাপ্রধান। গতকাল রোববার জুলাই অভ্যুত্থানে আহত ছাত্রছাত্রীদের সম্মানে ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে ইফতার ও নৈশভোজের অনুষ্ঠানে আবু সাঈদের বাবার হাতে তিনি এই আর্থিক সহায়তা দেন। এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আহত
৩ ঘণ্টা আগে