নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেক্সিমকো গ্রুপ অব কোম্পানি নিজস্ব ব্যবস্থাপনায় চলবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার এই বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এ রায় দেন।
রায়ে বলা হয়, বাংলাদেশ ব্যাংক, অন্যান্য তফসিলি ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান বেক্সিমকোর ঋণ ডিপার্টমেন্টে (বিতরণ) অনিয়ম করেছে। বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে ঋণ বিতরণে যত অনিয়ম আছে তা খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য।
বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মুনীরুজ্জামান। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল। এ ছাড়া রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ আর সোবহান।
রায়ের পর বাংলাদেশ ব্যাংকের আইনজীবী মুনিরুজ্জামান বলেন, বেক্সিমকো গ্রুপের ১৮৯টি কোম্পানি পাওয়া গেছে। এর মধ্যে ১৬৯টি হচ্ছে পাবলিক-প্রাইভেট কোম্পানি। এগুলোর সবকটির মধ্যে বাংলাদেশ ব্যাংক রিসিভার নিয়োগ দিয়েছিল। তবে বেক্সিমকো আপিল বিভাগে গেলে আপিল বিভাগ রিসিভারের কার্যক্রম স্থগিত করে হাইকোর্টকে রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেন। হাইকোর্ট শুনানি রুল নিষ্পত্তি করে ৯টি নির্দেশনা দেন।
আইনজীবী মুনিরুজ্জামান বলেন, আদালত রায়ে বলেছেন, বাংলাদেশ ব্যাংক, অন্যান্য তফসিলি ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান বেক্সিমকোর ঋণ ডিপার্টমেন্টে (বিতরণ) অনিয়ম করেছে। বেক্সিমকো এবং এর গ্রুপ অব কোম্পানির কাছে ৫৩ হাজার কোটি টাকা খেলাপি আছে। রিসিভার এবং বাংলাদেশ ব্যাংক এ পর্যন্ত যেসব কাজ করেছেন তা বৈধ। বর্তমান প্রেক্ষাপটে এখন আর রিসিভারের প্রয়োজন নেই। বেক্সিমকো নিজেরাই তাদের কোম্পানি পরিচালনা করবে। তবে দেশের প্রচলিত আইন, বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার নিয়ম যথাযথ বাস্তবায়ন করতে বলেছেন।
মুনিরুজ্জামান আরও বলেন, রায়ে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে ঋণ বিতরণে যত অনিয়ম আছে তা যেন খতিয়ে দেখে এবং অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
গত ২৫ বছরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডসহ ওই গ্রুপের অন্য সব ব্যবসার ক্ষেত্রে পরিশোধের পর ঋণ মওকুফসহ কয়েকটি বিষয়ে জানতে চেয়ে রিট করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মাসুদ আর সোবহান। ওই রিটের পরিপ্রেক্ষিতে গত বছরের ৫ সেপ্টেম্বর রুলসহ আদেশ দেন হাইকোর্ট। এতে বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি সংযুক্ত করতে ও গ্রুপটির কোম্পানিগুলোর ব্যবস্থাপনায় ছয় মাসের জন্য রিসিভার নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংকের প্রতি নির্দেশ দেওয়া হয়।
এদিকে রিসিভার নিয়োগের আদেশ স্থগিত চেয়ে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আবেদন করা হয় আপিল বিভাগে। আপিল বিভাগ শুধু বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্ষেত্রে রিসিভারের বিষয়টি স্থগিত করেন। পাশাপাশি হাইকোর্টে এ-সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেন। বুধবার রুল নিষ্পত্তি করে রায় দেন হাইকোর্ট।

বেক্সিমকো গ্রুপ অব কোম্পানি নিজস্ব ব্যবস্থাপনায় চলবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার এই বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এ রায় দেন।
রায়ে বলা হয়, বাংলাদেশ ব্যাংক, অন্যান্য তফসিলি ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান বেক্সিমকোর ঋণ ডিপার্টমেন্টে (বিতরণ) অনিয়ম করেছে। বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে ঋণ বিতরণে যত অনিয়ম আছে তা খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য।
বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মুনীরুজ্জামান। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল। এ ছাড়া রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ আর সোবহান।
রায়ের পর বাংলাদেশ ব্যাংকের আইনজীবী মুনিরুজ্জামান বলেন, বেক্সিমকো গ্রুপের ১৮৯টি কোম্পানি পাওয়া গেছে। এর মধ্যে ১৬৯টি হচ্ছে পাবলিক-প্রাইভেট কোম্পানি। এগুলোর সবকটির মধ্যে বাংলাদেশ ব্যাংক রিসিভার নিয়োগ দিয়েছিল। তবে বেক্সিমকো আপিল বিভাগে গেলে আপিল বিভাগ রিসিভারের কার্যক্রম স্থগিত করে হাইকোর্টকে রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেন। হাইকোর্ট শুনানি রুল নিষ্পত্তি করে ৯টি নির্দেশনা দেন।
আইনজীবী মুনিরুজ্জামান বলেন, আদালত রায়ে বলেছেন, বাংলাদেশ ব্যাংক, অন্যান্য তফসিলি ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান বেক্সিমকোর ঋণ ডিপার্টমেন্টে (বিতরণ) অনিয়ম করেছে। বেক্সিমকো এবং এর গ্রুপ অব কোম্পানির কাছে ৫৩ হাজার কোটি টাকা খেলাপি আছে। রিসিভার এবং বাংলাদেশ ব্যাংক এ পর্যন্ত যেসব কাজ করেছেন তা বৈধ। বর্তমান প্রেক্ষাপটে এখন আর রিসিভারের প্রয়োজন নেই। বেক্সিমকো নিজেরাই তাদের কোম্পানি পরিচালনা করবে। তবে দেশের প্রচলিত আইন, বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার নিয়ম যথাযথ বাস্তবায়ন করতে বলেছেন।
মুনিরুজ্জামান আরও বলেন, রায়ে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে ঋণ বিতরণে যত অনিয়ম আছে তা যেন খতিয়ে দেখে এবং অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
গত ২৫ বছরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডসহ ওই গ্রুপের অন্য সব ব্যবসার ক্ষেত্রে পরিশোধের পর ঋণ মওকুফসহ কয়েকটি বিষয়ে জানতে চেয়ে রিট করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মাসুদ আর সোবহান। ওই রিটের পরিপ্রেক্ষিতে গত বছরের ৫ সেপ্টেম্বর রুলসহ আদেশ দেন হাইকোর্ট। এতে বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি সংযুক্ত করতে ও গ্রুপটির কোম্পানিগুলোর ব্যবস্থাপনায় ছয় মাসের জন্য রিসিভার নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংকের প্রতি নির্দেশ দেওয়া হয়।
এদিকে রিসিভার নিয়োগের আদেশ স্থগিত চেয়ে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আবেদন করা হয় আপিল বিভাগে। আপিল বিভাগ শুধু বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্ষেত্রে রিসিভারের বিষয়টি স্থগিত করেন। পাশাপাশি হাইকোর্টে এ-সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেন। বুধবার রুল নিষ্পত্তি করে রায় দেন হাইকোর্ট।

সস্ত্রীক বাংলাদেশে ফিরে আসতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকায় নবনিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় তিনি স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে ঢাকায় পৌঁছান।
২১ মিনিট আগে
২০১৪ সালে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন ছিল ‘সম্পূর্ণ সাজানো ও সুপরিকল্পিত’। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে এ বন্দোবস্ত করা হয়েছিল বলে জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ ও ২০২৪) তদন্ত কমিশনের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
১ ঘণ্টা আগে
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না হয়, সেই ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার পর এমন মন্তব্য করেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের
৩ ঘণ্টা আগে
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, অন্তর্বর্তী সরকারের জারি করা সাম্প্রতিক অধ্যাদেশগুলোতে তার প্রতিফলন নেই বলে অভিযোগ করেছে টিআইবি। দুর্নীতি–অনিয়মের বিরুদ্ধে নজরদারি করা আন্তর্জাতিক সংস্থাটির বাংলাদেশ শাখার পর্যবেক্ষণ হচ্ছে, সংস্কারের আলোকে একের পর এক
৩ ঘণ্টা আগে