নিজস্ব প্রতিবেদক ঢাকা

যুক্তরাজ্যে বসবাসরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফিরিয়ে আনতে শিগগিরই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) সইয়ের উদ্যোগ নেবে সরকার।
আজ বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক দায়িত্ব নেওয়ার পর প্রথমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন। ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেক দিনের। সেটা স্মরণ করেই তিনি এখানে এসেছেন।’
আলোচনার বিষয়ে মন্ত্রী বলেন, ‘অবৈধ কিছু অভিবাসী ব্রিটেনে রয়েছেন। ইউরোপের সঙ্গে বাংলাদেশের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) হয়েছে। যাঁরা অবৈধভাবে সেখানে বসবাস করেন, তাঁদের কীভাবে ফিরিয়ে দেবেন, সে জন্যই একটি এসওপি সই হয়েছিল। তাঁরা ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসবেন। যে কারণে তাঁদের সঙ্গেও একটি এসওপি করার কথা বলেছেন। খুব শিগগিরই এই এসওপিতে সই করা হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ব্রিটেন বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করতে চায়। তারা দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন খাতে প্রশিক্ষণ দিতে চাচ্ছে।’
মন্ত্রী বলেন, ‘হাইকমিশনারকে বলা হয়েছে, ব্রিটেন বাংলাদেশের সব ধরনের সহযোগিতা করতে চায়। তাঁরা দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন খাতে প্রশিক্ষণ দিতে চাচ্ছেন। তাঁকে বলা হয়েছে, বাংলাদেশের পুলিশ অফিসারেরা আগেও আপনাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছে। সেটা অব্যাহত রাখতে চাচ্ছি। জিআইজেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান কারাগার নিয়ে কাজ করছে। এটা অব্যাহত রাখতে চাচ্ছে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরসের (এসওপি) মাধ্যমে দেশে ফিরিয়ে আনা যাবে কি না—এ প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের চেষ্টা করবই। তাঁরা কতখানি করবেন, সেটা তাঁরা জানেন।’

যুক্তরাজ্যে বসবাসরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফিরিয়ে আনতে শিগগিরই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) সইয়ের উদ্যোগ নেবে সরকার।
আজ বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক দায়িত্ব নেওয়ার পর প্রথমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন। ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেক দিনের। সেটা স্মরণ করেই তিনি এখানে এসেছেন।’
আলোচনার বিষয়ে মন্ত্রী বলেন, ‘অবৈধ কিছু অভিবাসী ব্রিটেনে রয়েছেন। ইউরোপের সঙ্গে বাংলাদেশের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) হয়েছে। যাঁরা অবৈধভাবে সেখানে বসবাস করেন, তাঁদের কীভাবে ফিরিয়ে দেবেন, সে জন্যই একটি এসওপি সই হয়েছিল। তাঁরা ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসবেন। যে কারণে তাঁদের সঙ্গেও একটি এসওপি করার কথা বলেছেন। খুব শিগগিরই এই এসওপিতে সই করা হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ব্রিটেন বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করতে চায়। তারা দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন খাতে প্রশিক্ষণ দিতে চাচ্ছে।’
মন্ত্রী বলেন, ‘হাইকমিশনারকে বলা হয়েছে, ব্রিটেন বাংলাদেশের সব ধরনের সহযোগিতা করতে চায়। তাঁরা দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন খাতে প্রশিক্ষণ দিতে চাচ্ছেন। তাঁকে বলা হয়েছে, বাংলাদেশের পুলিশ অফিসারেরা আগেও আপনাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছে। সেটা অব্যাহত রাখতে চাচ্ছি। জিআইজেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান কারাগার নিয়ে কাজ করছে। এটা অব্যাহত রাখতে চাচ্ছে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরসের (এসওপি) মাধ্যমে দেশে ফিরিয়ে আনা যাবে কি না—এ প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের চেষ্টা করবই। তাঁরা কতখানি করবেন, সেটা তাঁরা জানেন।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা ৭২৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। বাছাইয়ের শেষ দিন গতকাল রোববার রাতে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।
৬ ঘণ্টা আগে
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বলপূর্বক গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে গুমসংক্রান্ত তদন্ত কমিশন। কমিশন বলেছে, প্রাপ্ত উপাত্তে প্রমাণিত, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপরাধ। এসব ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহ
৭ ঘণ্টা আগে
আসন্ন গণভোটের বিষয়বস্তু জনগণের কাছে পরিষ্কার করতে এবং জনসচেতনতা বাড়াতে বড় ধরনের প্রচার কার্যক্রম হাতে নিয়েছে সরকার। দেশের প্রতিটি বিভাগে বড় আকারের কর্মশালার মাধ্যমে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের প্রশিক্ষণ দিয়ে তৃণমূল পর্যায়ে ভোটারদের কাছে গণভোটের বার্তা পৌঁছে দেওয়া হবে।
৯ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশন রোববার (৪ জানুয়ারি) তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে—মূলত রাজনৈতিক কারণেই দেশে জোরপূর্বক গুমের ঘটনা ঘটেছে।
৯ ঘণ্টা আগে