নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘পি কে হালদার বাংলাদেশে ওয়ান্টেড ব্যক্তিত্ব। আমরা ইন্টারপোলের মাধ্যমে তাঁকে অনেক দিন ধরেই চাইছি। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আমাদের এখনো অফিশিয়ালি কিছু আসেনাই। আমাদের যা কাজ আমরা আইনগতভাবে করব।’
আজ রোববার বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন: ইতিহাসের পুনর্নির্মাণ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৭৫-এর ভয়ংকর দিনটিকে বাংলাদেশের কেউই কখনো ভুলবে না। এটার উদ্দেশ্য ছিল বাংলাদেশকে পাকিস্তান করা যায় কি না। বিদেশে গেলে এখন আমরা বলতে পারি, বঙ্গবন্ধু হত্যার বিচার করতে পেরেছি। বঙ্গবন্ধু যে কাজগুলো করে যেতে পারেননি, সেগুলোই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করেছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি থেকে ফুল বক্সে পরিণত হয়েছে। আমরা সম্ভাবনাময় বাংলাদেশে পরিণত হয়েছি।’
আলোচনাসভায় সভাপতির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর এটা আর বাংলাদেশ ছিল না, এটা পূর্ব পাকিস্তান হয়ে গিয়েছিল। শেখ হাসিনা আসলে পূর্ব পাকিস্তানে প্রত্যাবর্তন করেছেন। পরে তিনি বাংলাদেশকে পুনর্নির্মাণ করেছেন। ’৭৫-এ আমরা বাংলাদেশকে হারিয়ে ফেলেছিলাম।’
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, ‘পাকিস্তান ও আফগানিস্তান সাম্প্রদায়িকতা বনে গেছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সেই জায়গা থেকে মুক্ত করে তুলেছেন। বাংলাদেশ এখনো মুক্তবুদ্ধির জয়গান গাইছে। মৌলবাদী রাষ্ট্র হয়ে যাওয়ার পর তিনি তা বাঁচালেন। শেখ হাসিনা এই দেশকে সুন্দরভাবে পুনর্গঠন করেছেন।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালুদ্দিন আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন কঠিনতম পরিস্থিতিতে হাল ধরেছেন, তখন তাঁর বয়স ছিল মাত্র ৩৪ বছর। দুই সন্তানের এই বাঙালি মা আওয়ামী লীগের মতো একটি দলকে নেতৃত্ব দিয়ে এ পর্যন্ত নিয়ে এসেছেন। এ নিয়ে মোটাদাগে তাঁর বড় অর্জনগুলো নিয়ে আমাদের চিন্তা করা দরকার।’
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল মান্নান। এ সময় অন্যদের মধ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ্ আজম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মনোয়ার হোসেন চৌধুরী, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু প্রমুখ বক্তব্য রাখেন।
পি কে হালদার সম্পর্কিত আরও খবর:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘পি কে হালদার বাংলাদেশে ওয়ান্টেড ব্যক্তিত্ব। আমরা ইন্টারপোলের মাধ্যমে তাঁকে অনেক দিন ধরেই চাইছি। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আমাদের এখনো অফিশিয়ালি কিছু আসেনাই। আমাদের যা কাজ আমরা আইনগতভাবে করব।’
আজ রোববার বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন: ইতিহাসের পুনর্নির্মাণ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৭৫-এর ভয়ংকর দিনটিকে বাংলাদেশের কেউই কখনো ভুলবে না। এটার উদ্দেশ্য ছিল বাংলাদেশকে পাকিস্তান করা যায় কি না। বিদেশে গেলে এখন আমরা বলতে পারি, বঙ্গবন্ধু হত্যার বিচার করতে পেরেছি। বঙ্গবন্ধু যে কাজগুলো করে যেতে পারেননি, সেগুলোই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করেছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি থেকে ফুল বক্সে পরিণত হয়েছে। আমরা সম্ভাবনাময় বাংলাদেশে পরিণত হয়েছি।’
আলোচনাসভায় সভাপতির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর এটা আর বাংলাদেশ ছিল না, এটা পূর্ব পাকিস্তান হয়ে গিয়েছিল। শেখ হাসিনা আসলে পূর্ব পাকিস্তানে প্রত্যাবর্তন করেছেন। পরে তিনি বাংলাদেশকে পুনর্নির্মাণ করেছেন। ’৭৫-এ আমরা বাংলাদেশকে হারিয়ে ফেলেছিলাম।’
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, ‘পাকিস্তান ও আফগানিস্তান সাম্প্রদায়িকতা বনে গেছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সেই জায়গা থেকে মুক্ত করে তুলেছেন। বাংলাদেশ এখনো মুক্তবুদ্ধির জয়গান গাইছে। মৌলবাদী রাষ্ট্র হয়ে যাওয়ার পর তিনি তা বাঁচালেন। শেখ হাসিনা এই দেশকে সুন্দরভাবে পুনর্গঠন করেছেন।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালুদ্দিন আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন কঠিনতম পরিস্থিতিতে হাল ধরেছেন, তখন তাঁর বয়স ছিল মাত্র ৩৪ বছর। দুই সন্তানের এই বাঙালি মা আওয়ামী লীগের মতো একটি দলকে নেতৃত্ব দিয়ে এ পর্যন্ত নিয়ে এসেছেন। এ নিয়ে মোটাদাগে তাঁর বড় অর্জনগুলো নিয়ে আমাদের চিন্তা করা দরকার।’
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল মান্নান। এ সময় অন্যদের মধ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ্ আজম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মনোয়ার হোসেন চৌধুরী, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু প্রমুখ বক্তব্য রাখেন।
পি কে হালদার সম্পর্কিত আরও খবর:

আদিলুর রহমান খান বলেন, এত দিন যে অন্যায় হয়েছে, সেই অন্যায় আর হতে দেওয়া হবে না। গণ-অভ্যুত্থানের সরকারের উদ্যোগে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। সেই সনদের বিষয়ে সবার সম্মতি নিতে আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘যাঁরা বাংলাদেশকে বদলাতে চান, বাংলাদেশকে সমৃদ্ধিশালী করতে চান...
১৩ মিনিট আগে
গণভোট নিয়ে সমালোচনার বিষয়ে শফিকুল আলম বলেন, ‘যাঁরা গণভোট নিয়ে সমালোচনা করছেন, তাঁদের জানার পরিধি কম। কারণ, পৃথিবীর যে সমস্ত দেশে গণভোট হয়েছে, সেখানে সরকার গণভোটে হ্যাঁ অথবা না-এর পক্ষ নিয়ে থাকে। যেহেতু এই সরকার সংস্কারের পক্ষে, তাই হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে।
২৩ মিনিট আগে
হিজরি সালের রজব মাসের ২৬ তারিখ রাতে আল্লাহর প্রিয় হাবিব নবী ও রসুল হজরত মুহাম্মদ (সা.) আল্লাহ রব্বুল আলামিনের দিদার লাভ করেছিলেন। মহান আল্লাহর মেহমান হিসেবে আরশে আজিমে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে তিনি দুনিয়াতে ফিরে এসেছিলেন।
৩ ঘণ্টা আগে
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান গত শুক্রবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি (রাজনৈতিক বিষয়ক) অ্যালিসন হুকার এবং সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক...
৫ ঘণ্টা আগে