নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ উদ্যাপনকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই। আজ মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত পয়লা বৈশাখ ও চৈত্র সংক্রান্তি অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়সহ সারা দেশে ব্যাপকভাবে বা পরিসরে বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান হচ্ছে। এ জন্য আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা হয়েছে। রোজার সময় যেভাবে আইনশৃঙ্খলা চলেছে, এ সময়ও সেভাবে চলবে। কোনো ধরনের অঘটন যেন না ঘটে।
বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মোটাদাগে নববর্ষে যেসব স্থানে অনুষ্ঠান হবে, যেমন রমনার বটমূল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোভাযাত্রা, হাতিরঝিল ও রবীন্দ্রসরোবরের অনুষ্ঠানে ও ঢাকার ভেতরে। বিভিন্ন জেলায় যেসব অনুষ্ঠান হবে, সেসব স্থানের নিরাপত্তায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে ঢাকা মহানগর পুলিশ। এ ছাড়া দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে।
নববর্ষ উদ্যাপনকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা হুমকি আছে কি না—জানতে চাইলে উপদেষ্টা বলেন, কোনো ধরনের সিকিউরিটি থ্রেট (নিরাপত্তা হুমকি) নেই। এ বছর ব্যাপকভাবে বাংলা নববর্ষ উদ্যাপিত হবে। ফলে বিষয়টি সামনে রেখে এবার নিরাপত্তাও বাড়ানো হয়েছে। নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, তার জন্য যা করা প্রয়োজন, সেসব করা হচ্ছে।
এবার শোভাযাত্রায় আগে-পিছে নিরাপত্তার বাড়াবাড়ি থাকবে না—এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগে-পিছে কারা থাকবে না? বাংলাদেশিরাই তো থাকবে। পুলিশ তো সব বাংলাদেশের লোকই। আনন্দ শোভাযাত্রা যদি সবাই করতে পারে, আমাদের পুলিশ বাহিনী করতে পারবে না! তারাও যদি শোভাযাত্রার সঙ্গে যায়, অসুবিধা কী? বিষয়টি পুরো অর্গানাইজ করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। তারপরে কে থাকবে, সেটা তারা নির্ধারণ করবে।’
অন্তর্বর্তী সরকারের ৮ মাসে আইনশৃঙ্খলা নিয়ে আপনি কতটা সন্তুষ্ট—জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনারা যতটুকু সন্তুষ্ট, আমিও ততটুকু সন্তুষ্ট।’
বাটাসহ বিভিন্ন বিদেশি কোম্পানির শপে ভাঙচুর হয়েছে। নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এসব শপের সামনে নিরাপত্তা বাড়ানো হবে কি না, এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পুরো দেশের নিরাপত্তা দেওয়া। আপনাদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব, যেখানে ঘটনা ঘটেছে, সেখানেও নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। যেটা ঘটে গেছে এবং যারা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। এর সঙ্গে যারা জড়িত, ইতিমধ্যে ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে আমরা সচেষ্ট থাকব।’

পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ উদ্যাপনকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই। আজ মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত পয়লা বৈশাখ ও চৈত্র সংক্রান্তি অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়সহ সারা দেশে ব্যাপকভাবে বা পরিসরে বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান হচ্ছে। এ জন্য আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা হয়েছে। রোজার সময় যেভাবে আইনশৃঙ্খলা চলেছে, এ সময়ও সেভাবে চলবে। কোনো ধরনের অঘটন যেন না ঘটে।
বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মোটাদাগে নববর্ষে যেসব স্থানে অনুষ্ঠান হবে, যেমন রমনার বটমূল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোভাযাত্রা, হাতিরঝিল ও রবীন্দ্রসরোবরের অনুষ্ঠানে ও ঢাকার ভেতরে। বিভিন্ন জেলায় যেসব অনুষ্ঠান হবে, সেসব স্থানের নিরাপত্তায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে ঢাকা মহানগর পুলিশ। এ ছাড়া দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে।
নববর্ষ উদ্যাপনকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা হুমকি আছে কি না—জানতে চাইলে উপদেষ্টা বলেন, কোনো ধরনের সিকিউরিটি থ্রেট (নিরাপত্তা হুমকি) নেই। এ বছর ব্যাপকভাবে বাংলা নববর্ষ উদ্যাপিত হবে। ফলে বিষয়টি সামনে রেখে এবার নিরাপত্তাও বাড়ানো হয়েছে। নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, তার জন্য যা করা প্রয়োজন, সেসব করা হচ্ছে।
এবার শোভাযাত্রায় আগে-পিছে নিরাপত্তার বাড়াবাড়ি থাকবে না—এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগে-পিছে কারা থাকবে না? বাংলাদেশিরাই তো থাকবে। পুলিশ তো সব বাংলাদেশের লোকই। আনন্দ শোভাযাত্রা যদি সবাই করতে পারে, আমাদের পুলিশ বাহিনী করতে পারবে না! তারাও যদি শোভাযাত্রার সঙ্গে যায়, অসুবিধা কী? বিষয়টি পুরো অর্গানাইজ করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। তারপরে কে থাকবে, সেটা তারা নির্ধারণ করবে।’
অন্তর্বর্তী সরকারের ৮ মাসে আইনশৃঙ্খলা নিয়ে আপনি কতটা সন্তুষ্ট—জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনারা যতটুকু সন্তুষ্ট, আমিও ততটুকু সন্তুষ্ট।’
বাটাসহ বিভিন্ন বিদেশি কোম্পানির শপে ভাঙচুর হয়েছে। নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এসব শপের সামনে নিরাপত্তা বাড়ানো হবে কি না, এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পুরো দেশের নিরাপত্তা দেওয়া। আপনাদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব, যেখানে ঘটনা ঘটেছে, সেখানেও নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। যেটা ঘটে গেছে এবং যারা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। এর সঙ্গে যারা জড়িত, ইতিমধ্যে ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে আমরা সচেষ্ট থাকব।’

গণভোট নিয়ে সমালোচনার বিষয়ে শফিকুল আলম বলেন, ‘যাঁরা গণভোট নিয়ে সমালোচনা করছেন, তাঁদের জানার পরিধি কম। কারণ, পৃথিবীর যে সমস্ত দেশে গণভোট হয়েছে, সেখানে সরকার গণভোটে হ্যাঁ অথবা না-এর পক্ষ নিয়ে থাকে। যেহেতু এই সরকার সংস্কারের পক্ষে, তাই হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে।
৫ মিনিট আগে
হিজরি সালের রজব মাসের ২৬ তারিখ রাতে আল্লাহর প্রিয় হাবিব নবী ও রসুল হজরত মুহাম্মদ (সা.) আল্লাহ রব্বুল আলামিনের দিদার লাভ করেছিলেন। মহান আল্লাহর মেহমান হিসেবে আরশে আজিমে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে তিনি দুনিয়াতে ফিরে এসেছিলেন।
২ ঘণ্টা আগে
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান গত শুক্রবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি (রাজনৈতিক বিষয়ক) অ্যালিসন হুকার এবং সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক...
৫ ঘণ্টা আগে
বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পরিকল্পনায় গোয়েন্দা সংস্থার নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) প্রতিষ্ঠা করা হয়েছিল। বিরোধী রাজনৈতিক দল বিএনপি থেকে লোক এনে বিএনএম গঠনের চিন্তা করা হয়েছিল।
১২ ঘণ্টা আগে