Ajker Patrika

মহাকাল নাট্য সম্প্রদায়ের সম্মাননা পেল ৯ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মহাকাল নাট্য সম্প্রদায়ের সম্মাননা পেল ৯ প্রতিষ্ঠান

সংস্কৃতিচর্চা, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা ও প্রসারে ভূমিকা রাখায় নয়টি প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু ও স্বাধীনতা নাট্যোৎসবের অংশ হিসেবে সম্মাননা দিয়েছে মহাকাল নাট্য সম্প্রদায়। 

প্রতিষ্ঠানগুলো হলো, মুক্তিযুদ্ধ জাদুঘর, সিরাজগঞ্জ উত্তরণ মহিলা সংস্থা, থিয়েটার পত্রিকা, উদীচী শিল্পী গোষ্ঠী, ছায়ানট, বাংলাদেশ গ্রাম থিয়েটার, কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা, পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ থিয়েটার আর্কাইভস। 

আজ শুক্রবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্টদের হাতে সম্মাননা তুলে দেন। 

কে এম খালিদ বলেন, ‘দেশের সংস্কৃতির প্রতি যেসব মানুষ ও প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, দায়িত্বশীলতার জায়গা থেকে মহাকাল নাট্য সম্প্রদায় তাদের সম্মাননা জানিয়েছে। এটি অনেক বড় একটি বিষয়।’ 

সম্মাননা প্রাপ্তির অনুভূতি প্রকাশে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী বলেন, ‘আজ দেশের যে উন্নয়ন হচ্ছে, তার চালিকাশক্তি তরুণ প্রজন্ম, আমরা যাদের জন্য যুদ্ধ করেছি। পঞ্চাশ বছর পর এই প্রজন্মের কাছেই সম্মাননা অনেক বড় প্রাপ্তি। মুক্তিযুদ্ধের ইতিহাসসমৃদ্ধ মুক্তিযুদ্ধ জাদুঘরকে সম্মাননা জানানোয় আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।’ 

সংস্কৃতিকর্মীরা কিছু পাওয়ার আশায় কাজ করে না জানিয়ে ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসা বলেন, ‘কিন্তু দেশ বা কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে যখন স্বীকৃতি দেওয়া হয়, সেটা আক্ষরিক অর্থেই আনন্দের। সত্যিকার অর্থেই এই প্রাপ্তির মধ্য দিয়ে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল।’ 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং বাংলাদেশের সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে মহাকাল নাট্য সম্প্রদায়ের আয়োজনে ১১ দিনব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা নাট্যোৎসব। উৎসবজুড়ে মঞ্চায়িত হচ্ছে ঢাকা ও ঢাকার বাইরের ১৪টি নাট্যদলের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধবিষয়ক মঞ্চনাটক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে না যাওয়ার সিদ্ধান্ত যদি বদলাতে হয় তখন, বিসিবিকে তামিমের প্রশ্ন

ঋণখেলাপিতে আটকে যেতে পারেন কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল

তরুণ অফিসাররা র‍্যাব থেকে এমন চরিত্র নিয়ে ফিরত যেন পেশাদার খুনি: ইকবাল করিম ভূঁইয়া

আইসিসিকে নতুন করে চিঠিতে কী লিখেছে বিসিবি

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত