নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানী ঢাকায় অনেক উন্নয়ন হলেও লক্কড়ঝক্কড় বাস চলাচল বন্ধ হয়নি। এ জন্য ১২ বছর মন্ত্রীর পদে থেকে কথা শুনতে হয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বাসমালিকদের তিরস্কার করেন। তিনি বলেন, ‘আপনাদের কি লজ্জা করে না? দেশ এত এগিয়ে গেল, আর গাড়ি গরিব গরিব চেহারা।’
আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সম্মেলনকক্ষে ঈদযাত্রা নিয়ে আলোচনাসভায় ওবায়দুল কাদের বলেন, ‘কাল (গতকাল বুধবার) এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প উদ্বোধন করতে গেলাম। সেখানে আমাকে জিজ্ঞেস করল, এত বছর মন্ত্রী আছেন, গাড়িগুলোর এই অবস্থা! এই গাড়িগুলো চলে চোখের সামনে। কেন এই বাস বন্ধ করা যায়নি?’
এ সময় সেতুমন্ত্রী সভায় উপস্থিত পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের উদ্দেশে বলেন, ‘এটি সত্যিই লজ্জার বিষয়। আপনাদের কি লজ্জা করে না? আমাদের দেশ এত এগিয়ে গেল, আর আমাদের গাড়ি গরিব গরিব চেহারা। শুধু ঈদের আগে লোকদেখানোর জন্য গাড়ি রং করবেন না। বিষয়টি ভালোভাবে দেখতে হবে। গাড়িগুলো সাফসুতরো করে ফিটনেস নিয়ে বের করবেন।’
ওবায়দুল কাদের বলেন, ‘আমি দীর্ঘদিন এই সেক্টরে মন্ত্রী। প্রতিবছর এমন সভা হয়। তবে সভায় যেসব সিদ্ধান্ত নেওয়া হয়, তা ঠিকভাবে পালিত হচ্ছে কি না, তা আর পরে মূল্যায়ন করা হয় না। এটা মূল্যায়ন করা দরকার।’ এ সময় তিনি আরও বলেন, ‘আমাদের হাইওয়ে পুলিশের সক্ষমতা বাড়াতে হবে। অনেকটা এমন যে ‘ঢাল নাই, তলোয়ার নাই—নিধি রাম সর্দার’। সেই সঙ্গে বিআরটিএরও সক্ষমতা বাড়াতে হবে।’
ঢাকার যানজট প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ফেনী থেকে হানিফ ফ্লাইওভারে আসতে যত সময় লাগে, তার চেয়ে বেশি সময় লাগে ফ্লাইওভার থেকে ঢাকায় ঢুকতে। এখন মাঝে মাঝে এমন অবস্থা হয় যে, দুই ঘণ্টা লাগে।’ এ সময় তিনি ঈদের আগেই যাত্রাবাড়ীর যানজট, উত্তরবঙ্গের মহাসড়কের কাজ, গাজীপুরের বিভিন্ন মহাসড়ক, বঙ্গবন্ধু সেতুর পূর্ব ও পশ্চিম পাশের যানজট, এলেঙ্গার যানজট নিরসনে দৃষ্টি দেওয়ার নির্দেশ দেন।
আওয়ামী লীগ ও পরিবহন মালিক-শ্রমিক নেতা শাজাহান খান বলেন, ‘হানিফ ফ্লাইওভারে প্রচণ্ড যানজট হয় টোলপ্লাজার কারণে।’ এ সময় তিনি প্রস্তাব করেন, ঈদের আগে ও পরে কিছুদিন এখানে টোল বন্ধ রাখা উচিত। এটার ভর্তুকি সরকার দেবে। এতে হানিফ ফ্লাইওভারে যানজট কম থাকবে বলেও মত প্রকাশ করেন তিনি। চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, ‘চাঁদা বৈধ, কিন্তু চাঁদাবাজি অবৈধ। এটা বন্ধ করা দরকার।’
সড়ক দুর্ঘটনার বিষয়ে শাজাহান খান বলেন, ‘এখন বেশির ভাগ দুর্ঘটনা ঘটে মোটরসাইকেলের কারণে। সব সময় দুর্ঘটনা হলে বেপরোয়া বাসচালকের দায় দেওয়া হয়। কিন্তু গবেষণায় দেখা গেছে, সব সময় বাসচালকের দোষ থাকে না। এই বিষয়গুলো দেখতে হবে।’

রাজধানী ঢাকায় অনেক উন্নয়ন হলেও লক্কড়ঝক্কড় বাস চলাচল বন্ধ হয়নি। এ জন্য ১২ বছর মন্ত্রীর পদে থেকে কথা শুনতে হয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বাসমালিকদের তিরস্কার করেন। তিনি বলেন, ‘আপনাদের কি লজ্জা করে না? দেশ এত এগিয়ে গেল, আর গাড়ি গরিব গরিব চেহারা।’
আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সম্মেলনকক্ষে ঈদযাত্রা নিয়ে আলোচনাসভায় ওবায়দুল কাদের বলেন, ‘কাল (গতকাল বুধবার) এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প উদ্বোধন করতে গেলাম। সেখানে আমাকে জিজ্ঞেস করল, এত বছর মন্ত্রী আছেন, গাড়িগুলোর এই অবস্থা! এই গাড়িগুলো চলে চোখের সামনে। কেন এই বাস বন্ধ করা যায়নি?’
এ সময় সেতুমন্ত্রী সভায় উপস্থিত পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের উদ্দেশে বলেন, ‘এটি সত্যিই লজ্জার বিষয়। আপনাদের কি লজ্জা করে না? আমাদের দেশ এত এগিয়ে গেল, আর আমাদের গাড়ি গরিব গরিব চেহারা। শুধু ঈদের আগে লোকদেখানোর জন্য গাড়ি রং করবেন না। বিষয়টি ভালোভাবে দেখতে হবে। গাড়িগুলো সাফসুতরো করে ফিটনেস নিয়ে বের করবেন।’
ওবায়দুল কাদের বলেন, ‘আমি দীর্ঘদিন এই সেক্টরে মন্ত্রী। প্রতিবছর এমন সভা হয়। তবে সভায় যেসব সিদ্ধান্ত নেওয়া হয়, তা ঠিকভাবে পালিত হচ্ছে কি না, তা আর পরে মূল্যায়ন করা হয় না। এটা মূল্যায়ন করা দরকার।’ এ সময় তিনি আরও বলেন, ‘আমাদের হাইওয়ে পুলিশের সক্ষমতা বাড়াতে হবে। অনেকটা এমন যে ‘ঢাল নাই, তলোয়ার নাই—নিধি রাম সর্দার’। সেই সঙ্গে বিআরটিএরও সক্ষমতা বাড়াতে হবে।’
ঢাকার যানজট প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ফেনী থেকে হানিফ ফ্লাইওভারে আসতে যত সময় লাগে, তার চেয়ে বেশি সময় লাগে ফ্লাইওভার থেকে ঢাকায় ঢুকতে। এখন মাঝে মাঝে এমন অবস্থা হয় যে, দুই ঘণ্টা লাগে।’ এ সময় তিনি ঈদের আগেই যাত্রাবাড়ীর যানজট, উত্তরবঙ্গের মহাসড়কের কাজ, গাজীপুরের বিভিন্ন মহাসড়ক, বঙ্গবন্ধু সেতুর পূর্ব ও পশ্চিম পাশের যানজট, এলেঙ্গার যানজট নিরসনে দৃষ্টি দেওয়ার নির্দেশ দেন।
আওয়ামী লীগ ও পরিবহন মালিক-শ্রমিক নেতা শাজাহান খান বলেন, ‘হানিফ ফ্লাইওভারে প্রচণ্ড যানজট হয় টোলপ্লাজার কারণে।’ এ সময় তিনি প্রস্তাব করেন, ঈদের আগে ও পরে কিছুদিন এখানে টোল বন্ধ রাখা উচিত। এটার ভর্তুকি সরকার দেবে। এতে হানিফ ফ্লাইওভারে যানজট কম থাকবে বলেও মত প্রকাশ করেন তিনি। চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, ‘চাঁদা বৈধ, কিন্তু চাঁদাবাজি অবৈধ। এটা বন্ধ করা দরকার।’
সড়ক দুর্ঘটনার বিষয়ে শাজাহান খান বলেন, ‘এখন বেশির ভাগ দুর্ঘটনা ঘটে মোটরসাইকেলের কারণে। সব সময় দুর্ঘটনা হলে বেপরোয়া বাসচালকের দায় দেওয়া হয়। কিন্তু গবেষণায় দেখা গেছে, সব সময় বাসচালকের দোষ থাকে না। এই বিষয়গুলো দেখতে হবে।’

সাধারণ মানুষের কাছে কার্যত অজানা থাকলেও সড়ক দুর্ঘটনায় হতাহত হলে সড়ক পরিবহন আইনে ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে। আইনে দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের জন্য ৫ লাখ টাকা এবং আহত ব্যক্তির জন্য ৩ লাখ টাকা দেওয়ার বিধান রয়েছে।
৫ ঘণ্টা আগে
‘বিটিআরসির এনইআইআর সিস্টেমে আমার এনআইডির বিপরীতে ৫২টা ফোন নিবন্ধিত দেখাচ্ছে। এতগুলো ফোন কীভাবে আমার নামে নিবন্ধিত হয়! আমার ও পরিবারের সদস্যদের ধরলে মোট ৫-৭টা হতে পারে। তাই বলে ৫২টা?
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৪টি আসনে ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তাঁদের মধ্যে জামায়াতের এইচ এম হামিদুর রহমান আযাদ ও নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার মতো নেতারাও রয়েছেন।
৬ ঘণ্টা আগে
এনইআইআর চালুর পরে ‘ক্লোন ফোন’ নিয়ে ভয়াবহ তথ্য বেরিয়ে এসেছে। শুধু একটি আইএমইআই নম্বরেই পাওয়া গেছে ৩ কোটি ৯১ লাখ ২২ হাজার ৫৩৪টি স্মার্টফোন।আজ শুক্রবার এক ফেসবুক স্ট্যাটাসে অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ফয়েজ আহমদ তৈয়্যব এ তথ্য জানিয়েছেন।
১০ ঘণ্টা আগে