Ajker Patrika

উন্নয়ন সহায়তা দিতে কাঠামো চুক্তি করবে দক্ষিণ কোরিয়া

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
উন্নয়ন সহায়তা দিতে কাঠামো চুক্তি করবে দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জেং-কুন বলেছেন, বাংলাদেশকে উন্নয়ন সহায়তা দিতে তাঁর দেশ একটি কাঠামো চুক্তি করবে। এর আওতায় আগামী ২০২৩ সাল থেকে চার বছরে ৩০০ কোটি ডলার সুলভ ঋণ দেওয়া হবে। 

আজ বুধবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

অন্য দেশের উন্নয়ন সহায়তা ঋণের সঙ্গে কোরিয়ার একই ধরনের ঋণের মৌলিক পার্থক্য আছে কিনা এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, ‘অবকাঠামো উন্নয়ন, উন্নত যন্ত্রপাতি সরবরাহ এবং জ্ঞানভিত্তিক উন্নয়ন ধারণা বাস্তবায়নে জোর দেয় কোরিয়া। এর আলোকে অবকাঠামো চুক্তির আওতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শিক্ষা, যোগাযোগ, জ্বালানি এবং পরিবেশ উন্নয়নে সহযোগিতা দেওয়া হবে।’

দুই দেশের বাণিজ্য ক্রমেই বাড়ছে জানিয়ে তিনি বলেন, ‘২০২১ সালে দ্বিপক্ষীয় বাণিজ্য ছিল ২৩০ কোটি ডলার। আগের বছরের তুলনায় গত বছর কোরিয়া থেকে রপ্তানি ৫৮ ভাগ এবং বাংলাদেশ থেকে রপ্তানি ৪০ ভাগ বেড়েছে।’

চলতি বছর বাংলাদেশ থেকে প্রায় চার হাজার কর্মী কোরিয়ায় যাবে উল্লেখ করে রাষ্ট্রদূত জানান, তাঁর দেশ দক্ষ কর্মী নেওয়া বাড়াবে। ডিকাব প্রেসিডেন্ট রেজাউল করিম লোটাস এবং সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, নিয়োগ ১৫ জেলায়

ফের তাপমাত্রা কমবে, কবে থেকে জানাল আবহাওয়া অধিদপ্তর

‘বাসররাতে মুখ ধোয়ার পর নববধূকে চেনা যাচ্ছে না’, কনে ফেরত, বর কারাগারে

সাবেক গভর্নর ড. আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত