নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য ও ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার কার্যক্রম চলছে। এবার কুয়েত, কাতার ও মালয়েশিয়ায়ও এই কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) মো. আব্দুল মমিন সরকার আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
আব্দুল মমিন বলেন, কুয়েত, কাতার ও মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের এনআইডি দেওয়া কার্যক্রম শুরু করার জন্য ২০ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত একটি কারিগরি দল অবস্থান করবেন। এ ছাড়া ২৯ মার্চ থেকে ৪ এপ্রিল এই কার্যক্রম দেখার জন্য যাবে ইসির একটি প্রশাসনিক দল।
জানা যায়, এই কার্যক্রম চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত সৌদি আরবে গত বুধবার পর্যন্ত ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন ৭১৭ জন। এদের মধ্যে বায়োমেট্রিক সম্পন্ন হয়েছে ৫৪ জনের। যুক্তরাজ্যে আবেদন করেছেন ২ হাজার ৭২১ জন। বায়োমেট্রিক সম্পন্ন হয়েছে ১ হাজার ২৪৭ জনের। ইতালিতে আবেদন করেছেন ২ হাজার ৯৭০ জন। বায়োমেট্রিক সম্পন্ন হয়েছে ১ হাজার ৫৮৫ জনের। সংযুক্ত আরব আমিরাতে আবেদন করেছেন ১২ হাজার ১৩১ জন। বায়োমেট্রিক সম্পন্ন করেছেন ৯ হাজার ২৩০ জন।
এর আগে ২০১৯ সালের ৫ নভেম্বর কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন কমিশন মালয়েশিয়ায় অনলাইন নিবন্ধনের কার্যক্রম শুরু করে। কিন্তু এরপর করোনা মহামারির কারণে সেই উদ্যোগ খুব বেশি দূর আগাতে পারেনি। পরে বর্তমান কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন বর্তমান কমিশন এ কাজে গতি আনে।
প্রবাসী বাংলাদেশিরা বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে চান। অধিকাংশ ক্ষেত্রে এনআইডি না থাকায় অনেকে হুন্ডির মাধ্যমে দেশে অবৈধ উপায়ে অর্থ পাঠাতেন। এখন এনআইডি পেলে হুন্ডির পথ রোধ হবে, বৈধ পথে রেমিট্যান্স আসবে। এতে দেশের রিজার্ভ বাড়াতেও ভূমিকা রাখবে। পাশাপাশি এ সেবা মোবাইল ব্যাংকিংসহ নাগরিকদের নানা ধরনের কাজেও লাগবে বলে মনে করেন ইসি কর্মকর্তারা।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য ও ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার কার্যক্রম চলছে। এবার কুয়েত, কাতার ও মালয়েশিয়ায়ও এই কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) মো. আব্দুল মমিন সরকার আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
আব্দুল মমিন বলেন, কুয়েত, কাতার ও মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের এনআইডি দেওয়া কার্যক্রম শুরু করার জন্য ২০ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত একটি কারিগরি দল অবস্থান করবেন। এ ছাড়া ২৯ মার্চ থেকে ৪ এপ্রিল এই কার্যক্রম দেখার জন্য যাবে ইসির একটি প্রশাসনিক দল।
জানা যায়, এই কার্যক্রম চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত সৌদি আরবে গত বুধবার পর্যন্ত ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন ৭১৭ জন। এদের মধ্যে বায়োমেট্রিক সম্পন্ন হয়েছে ৫৪ জনের। যুক্তরাজ্যে আবেদন করেছেন ২ হাজার ৭২১ জন। বায়োমেট্রিক সম্পন্ন হয়েছে ১ হাজার ২৪৭ জনের। ইতালিতে আবেদন করেছেন ২ হাজার ৯৭০ জন। বায়োমেট্রিক সম্পন্ন হয়েছে ১ হাজার ৫৮৫ জনের। সংযুক্ত আরব আমিরাতে আবেদন করেছেন ১২ হাজার ১৩১ জন। বায়োমেট্রিক সম্পন্ন করেছেন ৯ হাজার ২৩০ জন।
এর আগে ২০১৯ সালের ৫ নভেম্বর কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন কমিশন মালয়েশিয়ায় অনলাইন নিবন্ধনের কার্যক্রম শুরু করে। কিন্তু এরপর করোনা মহামারির কারণে সেই উদ্যোগ খুব বেশি দূর আগাতে পারেনি। পরে বর্তমান কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন বর্তমান কমিশন এ কাজে গতি আনে।
প্রবাসী বাংলাদেশিরা বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে চান। অধিকাংশ ক্ষেত্রে এনআইডি না থাকায় অনেকে হুন্ডির মাধ্যমে দেশে অবৈধ উপায়ে অর্থ পাঠাতেন। এখন এনআইডি পেলে হুন্ডির পথ রোধ হবে, বৈধ পথে রেমিট্যান্স আসবে। এতে দেশের রিজার্ভ বাড়াতেও ভূমিকা রাখবে। পাশাপাশি এ সেবা মোবাইল ব্যাংকিংসহ নাগরিকদের নানা ধরনের কাজেও লাগবে বলে মনে করেন ইসি কর্মকর্তারা।

ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে বি১ ও বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি ২০২৬) থেকে বাংলাদেশের নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। তবে এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে শিক্ষার্থীদের জন্য এই বন্ড প্রযোজ্য নয়।
১৩ ঘণ্টা আগে
গণভবনে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে জাদুঘরের চিত্রগুলো ঘুরে দেখেন তিনি।
১৪ ঘণ্টা আগে
আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে এ বছরও বাংলাদেশকে বাদ দিয়েছেন আয়োজকেরা। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানীর এই বইমেলায় পরপর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্যাভিলিয়ন থাকছে না। তবে সেখানকার কোনো স্টলে বাংলাদেশের বই বিক্রিতে বাধা নেই। যুক্তরাষ্ট্রও এবারের বইমেলায় থাকবে না।
১৪ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগে মাঠে প্রচারণা চালানোয় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চারটি দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
১৫ ঘণ্টা আগে