নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনাভাইরাসের কারণে প্রায় তিন বছর সংসদ সদস্যদের কাজ করতে না পারার কথা তুলে ধরে জাতীয় পার্টির সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ একাদশ জাতীয় সংসদের মেয়াদ আরও দুই বছর বাড়ানোর প্রস্তাব করেছেন।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে [পরিত্যক্ত বাড়ি (সম্পূরক বিধানবলি) বিল, ২০২৩] এর ওপর আলোচনায় অংশ নিয়ে জাপার আরেক সংসদ সদস্য রওশন আরা মান্নানের বক্তব্যের সূত্র ধরে তিনি এ প্রস্তাব করেন।
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে রওশন আরা মান্নান বলেন, ‘আমাদের দুই বছর এমনি নষ্ট হয়ে গেছে করোনাভাইরাসের কারণে। অনেক সময় নষ্ট হয়ে গেছে আমরা কাজ করতে পারি নাই।’
এ সময় পাশ থেকে কয়েকজন সংসদ সদস্যকে বলতে শোনা যায় দুই বছরের বেশি। পরে রওশন আরা মান্নান বলেন, ‘প্রায় তিন বছর।’ তিনি বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর যখন সবাই পরিচিতি পাচ্ছিলাম, মালাটালা নিয়ে এক বছর, কাজকর্ম ধরতে ধরতে এক বছর চলে গেল। পরের বছরই করোনা আরম্ভ হলো। তার পরের বছর করোনার কারণে ঘরে বসা। করোনা শেষে ধকল সামলাতে সামলাতে আরও এক বছর। তিন বছর আমরা কোনো কাজ করতে পারি নাই।’
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে রওশন আরা মান্নান বলেন, ‘আমরা যারা এখানে আছি তাদের এ সময়টা নষ্ট হয়ে গেছে, কাজকর্ম করতে পারি নাই। আমাদের কথাটা যেন মনে থাকে। প্রধানমন্ত্রীকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই।’
এ সময় রওশন আরা বলেন, ‘আবার আসতে পারি কি না, হয়তো দেখা হবে। তবে এত বড় জায়গায় আল্লাহর হুকুম ছাড়া এখানে কেউ আসতে পারে না। আবার আসব কি না জানি না। আজকে শেষ সংসদ।’
হাফিজ উদ্দিন আহম্মেদ বলেন, ‘আমাদের সংসদ সদস্য রওশন আরা মান্নান বললেন দুই-তিন বছর নষ্ট হয়ে গেছে। উনি পরোক্ষভাবে সংসদের মেয়াদ দুই বছর বাড়িয়ে দেওয়ার কথা বলতে চাচ্ছেন। আমি যেটা বুঝেছি। উনি পরোক্ষভাবে বলেছেন, আমি সোজা মানুষ তো তাই সোজাভাবে বললাম। একটু বিবেচনা করে দেখতে পারেন।’

করোনাভাইরাসের কারণে প্রায় তিন বছর সংসদ সদস্যদের কাজ করতে না পারার কথা তুলে ধরে জাতীয় পার্টির সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ একাদশ জাতীয় সংসদের মেয়াদ আরও দুই বছর বাড়ানোর প্রস্তাব করেছেন।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে [পরিত্যক্ত বাড়ি (সম্পূরক বিধানবলি) বিল, ২০২৩] এর ওপর আলোচনায় অংশ নিয়ে জাপার আরেক সংসদ সদস্য রওশন আরা মান্নানের বক্তব্যের সূত্র ধরে তিনি এ প্রস্তাব করেন।
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে রওশন আরা মান্নান বলেন, ‘আমাদের দুই বছর এমনি নষ্ট হয়ে গেছে করোনাভাইরাসের কারণে। অনেক সময় নষ্ট হয়ে গেছে আমরা কাজ করতে পারি নাই।’
এ সময় পাশ থেকে কয়েকজন সংসদ সদস্যকে বলতে শোনা যায় দুই বছরের বেশি। পরে রওশন আরা মান্নান বলেন, ‘প্রায় তিন বছর।’ তিনি বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর যখন সবাই পরিচিতি পাচ্ছিলাম, মালাটালা নিয়ে এক বছর, কাজকর্ম ধরতে ধরতে এক বছর চলে গেল। পরের বছরই করোনা আরম্ভ হলো। তার পরের বছর করোনার কারণে ঘরে বসা। করোনা শেষে ধকল সামলাতে সামলাতে আরও এক বছর। তিন বছর আমরা কোনো কাজ করতে পারি নাই।’
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে রওশন আরা মান্নান বলেন, ‘আমরা যারা এখানে আছি তাদের এ সময়টা নষ্ট হয়ে গেছে, কাজকর্ম করতে পারি নাই। আমাদের কথাটা যেন মনে থাকে। প্রধানমন্ত্রীকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই।’
এ সময় রওশন আরা বলেন, ‘আবার আসতে পারি কি না, হয়তো দেখা হবে। তবে এত বড় জায়গায় আল্লাহর হুকুম ছাড়া এখানে কেউ আসতে পারে না। আবার আসব কি না জানি না। আজকে শেষ সংসদ।’
হাফিজ উদ্দিন আহম্মেদ বলেন, ‘আমাদের সংসদ সদস্য রওশন আরা মান্নান বললেন দুই-তিন বছর নষ্ট হয়ে গেছে। উনি পরোক্ষভাবে সংসদের মেয়াদ দুই বছর বাড়িয়ে দেওয়ার কথা বলতে চাচ্ছেন। আমি যেটা বুঝেছি। উনি পরোক্ষভাবে বলেছেন, আমি সোজা মানুষ তো তাই সোজাভাবে বললাম। একটু বিবেচনা করে দেখতে পারেন।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নগদ ও ব্যাংকে জমা আছে ৩১ লাখ ৫৮ হাজার ৪২৮ টাকা। আয়কর রিটার্নে ১ কোটি ৯৬ লাখ ৮০ হাজার ১৮৫ টাকার সম্পদের হিসাব দিয়েছেন তিনি। পেশায় রাজনীতিবিদ তারেক রহমানের নিজের কোনো বাড়ি, অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক স্থাপনা নেই।
১৪ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফেসবুকসহ সব সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচারে সাতটি বিধি অবশ্যই মেনে চলতে হবে। এসব বিধি লঙ্ঘন করা দণ্ডনীয় অপরাধ। এই অপরাধে দোষী সাব্যস্ত হলে অর্থদণ্ড ও কারাদণ্ডের পাশাপাশি প্রার্থিতাও বাতিল হতে পারে।
৪ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যা মামলার এক অভিযুক্তের ১৭টি সক্রিয় সিম পাওয়া গেছে। তবে ওই অভিযুক্ত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। এর পরিপ্রেক্ষিতে মোবাইল সিমের সংখ্যা কমানোর বিষয়ে বিটিআরসিকে তাগিদ দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো।
৬ ঘণ্টা আগে
সদ্যপ্রয়াত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে কূটনৈতিক বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বিচার না করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সম্পর্কের শীতলতার প্রেক্ষাপটে প্রতিবেশী দেশটির পররাষ্ট্রমন্ত্রীর...
৬ ঘণ্টা আগে