নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মেট্রোরেল উদ্বোধনের পর এখন পর্যন্ত আয় হয়েছে ৪ কোটি ৭৬ লাখ টাকা। আর এ আয় দিয়ে ব্যয় মেটানো সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন সিদ্দিক।
আজ বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সিদ্দিক বলেন, ‘উদ্বোধনের পর থেকে দুই মাস আট দিনে ৭ লাখ ৯০ হাজার যাত্রী চলাচল করেছে মেট্রোরেলে। এ সময় আয় হয়েছে ৪ কোটি ৭৬ লাখ টাকা। “এমআরটি পাস” বিক্রি হয়েছে ১৬ হাজার ৯১০ টি।’
গত বছর ২৮ ডিসেম্বর আগারগাঁও থেকে উত্তরা (দিয়াবাড়ি) পর্যন্ত চলাচলের জন্য খুলে দেওয়া হয় মেট্রোরেল। শুরুতে দুইটি স্টেশন চালু হলেও পর্যায়ক্রমে চালু হয়েছে আরও পাঁচটি স্টেশন।
আজ এমএএন সিদ্দিক জানান, আগামী ১৫ মার্চ থেকে খুলে দেওয়া হবে মিরপুর-১১ ও কাজীপাড়া মেট্রো স্টেশন।
বর্তমানে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টা চলছে মেট্রোরেল। তবে আগামী জুলাই থেকে সকাল থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেলের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করা হবে বলে জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশে তার স্থাপনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। চলতি মাসে এ কাজ শেষ হবে। এরপর ওই রুটের ট্রায়াল শুরু হবে।’
উল্লেখ্য, ঢাকার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের দৈর্ঘ্য ২১ কিলোমিটার। এটি এমআরটি লাইন-৬ নামে পরিচিত।
গত ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২৯ ডিসেম্বর থেকে মেট্রোরেল জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। সর্বসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার পর প্রথম ১০ দিনে মেট্রোরেলে চড়েছেন প্রায় ৯০ হাজার যাত্রী। এতে মেট্রোরেলের আয় হয় ৮৮ লাখ টাকা।

মেট্রোরেল উদ্বোধনের পর এখন পর্যন্ত আয় হয়েছে ৪ কোটি ৭৬ লাখ টাকা। আর এ আয় দিয়ে ব্যয় মেটানো সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন সিদ্দিক।
আজ বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সিদ্দিক বলেন, ‘উদ্বোধনের পর থেকে দুই মাস আট দিনে ৭ লাখ ৯০ হাজার যাত্রী চলাচল করেছে মেট্রোরেলে। এ সময় আয় হয়েছে ৪ কোটি ৭৬ লাখ টাকা। “এমআরটি পাস” বিক্রি হয়েছে ১৬ হাজার ৯১০ টি।’
গত বছর ২৮ ডিসেম্বর আগারগাঁও থেকে উত্তরা (দিয়াবাড়ি) পর্যন্ত চলাচলের জন্য খুলে দেওয়া হয় মেট্রোরেল। শুরুতে দুইটি স্টেশন চালু হলেও পর্যায়ক্রমে চালু হয়েছে আরও পাঁচটি স্টেশন।
আজ এমএএন সিদ্দিক জানান, আগামী ১৫ মার্চ থেকে খুলে দেওয়া হবে মিরপুর-১১ ও কাজীপাড়া মেট্রো স্টেশন।
বর্তমানে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টা চলছে মেট্রোরেল। তবে আগামী জুলাই থেকে সকাল থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেলের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করা হবে বলে জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশে তার স্থাপনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। চলতি মাসে এ কাজ শেষ হবে। এরপর ওই রুটের ট্রায়াল শুরু হবে।’
উল্লেখ্য, ঢাকার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের দৈর্ঘ্য ২১ কিলোমিটার। এটি এমআরটি লাইন-৬ নামে পরিচিত।
গত ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২৯ ডিসেম্বর থেকে মেট্রোরেল জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। সর্বসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার পর প্রথম ১০ দিনে মেট্রোরেলে চড়েছেন প্রায় ৯০ হাজার যাত্রী। এতে মেট্রোরেলের আয় হয় ৮৮ লাখ টাকা।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও ২ আসনের নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারিতেই ভোট হবে। তবে অন্যান্য বিষয়ের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
১৮ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
৩ ঘণ্টা আগে
আদিলুর রহমান খান বলেন, এত দিন যে অন্যায় হয়েছে, সেই অন্যায় আর হতে দেওয়া হবে না। গণ-অভ্যুত্থানের সরকারের উদ্যোগে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। সেই সনদের বিষয়ে সবার সম্মতি নিতে আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘যাঁরা বাংলাদেশকে বদলাতে চান, বাংলাদেশকে সমৃদ্ধিশালী করতে চান...
৪ ঘণ্টা আগে
গণভোট নিয়ে সমালোচনার বিষয়ে শফিকুল আলম বলেন, ‘যাঁরা গণভোট নিয়ে সমালোচনা করছেন, তাঁদের জানার পরিধি কম। কারণ, পৃথিবীর যে সমস্ত দেশে গণভোট হয়েছে, সেখানে সরকার গণভোটে হ্যাঁ অথবা না-এর পক্ষ নিয়ে থাকে। যেহেতু এই সরকার সংস্কারের পক্ষে, তাই হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে।
৪ ঘণ্টা আগে