Ajker Patrika

মেট্রোরেল: ১৫ মার্চ চালু আরও দুটি স্টেশন, জুলাইয়ে চলবে মধ্যরাত পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১৮: ০৭
মেট্রোরেল: ১৫ মার্চ চালু আরও দুটি স্টেশন, জুলাইয়ে চলবে মধ্যরাত পর্যন্ত

মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১১ স্টেশন চালু হবে ১৫ মার্চ। আজ বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এ তথ্য জানান। 

এ নিয়ে মেট্রোরেলের ষষ্ঠ ও সপ্তম স্টেশন চালু হতে যাচ্ছে। এর আগে ১ মার্চ মিরপুর-১০ স্টেশন চালু হয়। ১০টি স্টেশনের মধ্যে শুরুতে ২৮ ডিসেম্বর আগারগাঁও ও দিয়াবাড়ি স্টেশন দিয়ে শুরু হয় দেশের সর্ববৃহৎ মেট্রোরেল যাত্রা। এরপর আগারগাঁও, পল্লবী ও উত্তরা সেন্টার স্টেশন চালু হয়। আর বাকি রয়েছে শেওড়াপাড়া ও উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশন। 

আগামী জুলাই মাস থেকে সকাল থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেলের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করা হবেবর্তমানে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টা চলছে মেট্রোরেল। তবে আগামী জুলাই মাস থেকে সকাল থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেলের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করা হবে বলে জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক।

আগারগাঁও থেকে মতিঝিল অংশ এ বছরের শেষ দিকে চালুর পরিকল্পনা আছে কর্তৃপক্ষের। মতিঝিল থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত অংশ চালু হতে পারে ২০২৫ সাল নাগাদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কে এই আতাউর রহমান বিক্রমপুরী

আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

বিএনপিতে রেদোয়ান আহমেদ-ববি হাজ্জাজ, ছেড়ে দিচ্ছে আরও ৮ আসন

ঋণখেলাপির তালিকায় নাম: রিট খারিজ, নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না

এলাকার খবর
Loading...