নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিম-পেঁয়াজের দাম বাড়ানোর পেছনে কারসাজিকারীদের গণধোলাই দেওয়া উচিত। তিনি বলেছেন, জনগণ এর প্রতিকার করলে সবচেয়ে ভালো হয়। তাহলে আর কেউই কিছু বলতে পারবে না। আজ শুক্রবার সকালে গণভবনে জার্মানি সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
দ্রব্যমূল্য বৃদ্ধিতে কারসাজি প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘আপনারাই বললেন, ডিম লুকিয়ে রেখে দাম বাড়ানো। আপনাদের কী মনে হয় না, যারা সরকার উৎখাত করতে চায়—তাদেরও কিছু কারসাজি আছে। এর আগে পেঁয়াজের খুব অভাব দেখ গেল। বস্তা বস্তা পচা পেঁয়াজ পানিতে ফেলে দেওয়া হলো। এই লোকগুলোকে কী করা উচিত? এদের গণধোলাই দেওয়া উচিত। কারণ, সরকার কিছু করলেই বলবে, ওই সরকার করছে। তার থেকে পাবলিক যদি এটার প্রতিকার করে, তাহলে সব থেকে ভালো হয়। কেউ কিছু বলতে পারবে না।’
শেখ হাসিনা আরও বলেন, ‘পেঁয়াজের যথেষ্ট উৎপাদন হয়েছে। সেটা আমরাই শুরু করেছি। আমরা বীজ উৎপাদন করেছি। কোন কোন জায়গায় পেঁয়াজ উৎপাদন হয়, সেটা আমরা খুঁজে বের করেছি। আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে আর বাইরে থেকে আনতে হবে না। আমদানির কথা যখন বলা হয়, তখন এটা নিয়ে নিউজ করলে যারা লুকিয়ে রাখে তারা তাড়াতাড়ি বের করে। আর বাজারে এর একটা প্রভাব পড়ে। এটা বাস্তবতা।’
নির্বাচন ঠেকাতে পারবে না বুঝতে পেরে চক্রান্তকারীরা ভোটের আগে (দ্রব্যমূল্য বৃদ্ধির) ষড়যন্ত্র করেছে বলে প্রধানমন্ত্রী অভিযোগ করেন। তিনি বলেন, ‘সরকার উৎখাত করতেই এ চক্রান্ত।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র আছে। নির্বাচনটা যাতে না হয়, তার জন্য একটা বিরাট চক্রান্ত ছিল। ২৮ অক্টোবরের ঘটনা। এর আগে ২০১৩, ’১৪ ও ’১৫ সালের ঘটনা। এই ঘটনাগুলো তো হঠাৎ করে হয়নি। এগুলো পরিকল্পিত ছিল।’
শেখ হাসিনা বলেন, ‘যারা নির্বাচন বানচালের পক্ষে ছিল, তারা যখন দেখল যে নির্বাচন কিছুতেই আটকাতে পারবে না; কারণ, মানুষের স্বতঃস্ফূর্ততা আছে—তখন চক্রান্ত হলো, জিনিসের দাম বাড়বে। সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হবে। তখন চক্রান্ত করে সরকারকে উৎখাত করবে। এটা তাদের পরিকল্পনার অংশ। এটা কাদের, সেটা আপনারা ভালো বোঝেন। আমি কারও নাম বলতে চাই না। বলার দরকারও নেই আমার। কিন্তু এ চক্রান্তটা আছে।’
এ সময় প্রধানমন্ত্রী গণভবনে নিজের চাষাবাদের বিষয়টি উল্লেখ করে বলেন, ‘আমি গণভবনে উৎপাদন করি। নিজের গ্রাম থেকেও পিছিয়ে নেই। নিজের পাশাপাশি আশপাশের মানুষকে কৃষি উৎপাদনে উৎসাহিত করছি। অনাবাদি জমি পরিষ্কার করে চাষের দিকে মানুষকে আনছি আমরা।’
জার্মানি সফরে পশ্চিমা বিশ্বের একাধিক রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠকসহ সাক্ষাতের সময় বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো কথা উঠেছে কি না—এমন এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচন নিয়ে তাদের সঙ্গে কোনো কথা হয়নি। নির্বাচন নিয়ে তাদের কোনো উদ্বেগও নেই, মন্তব্যও নেই, প্রশ্ন নাই। নির্বাচন নিয়ে কোনো কথা হয় নাই, বেশির ভাগ কথা হয়েছে দ্বিপক্ষীয়।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি সব সময় বলেছি, আমরা ১০০টি অর্থনৈতিক অঞ্চল করেছি। আপনারা সেখানে আসেন, বিনিয়োগ করেন। সেই সঙ্গে নতুন যেসব প্রযুক্তি এসেছে, যে যে বিষয়ে পারদর্শী সে বিষয়েও আলোচনা করেছি।’
বাংলাদেশের ডেলটা বা বদ্বীপ পরিকল্পনায় নেদারল্যান্ডসের সঙ্গে চুক্তির বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘ডেলটা প্ল্যান নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে চুক্তি করা আছে। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী আর থাকছেন না। তিনি নির্বাচন করেননি। আমি যখন ক্ষমতায় এসেছিলাম, তখন তিনিও ক্ষমতায় এসেছিলেন। তিনি বলেছেন, এত দিন হয়ে গেছে। আমার এখানে থাকতে ভালো লাগছে না, আর নির্বাচন করবে না। তখন আমিও বলেছিলাম, আমি যদি পরতাম খুব খুশি হতাম।’
শেখ হাসিনা বলেন, ‘ইউরোপের দেশগুলোর সঙ্গে ভালো বন্ধুত্ব আমাদের আছে। ফ্রান্স জলবায়ু পরিবর্তনের (প্রভাব মোকাবিলার) জন্য এক বিলিয়ন ডলার দেবে। ইউরোপের দেশগুলোর সঙ্গে আমাদের রাষ্ট্রীয় সম্পর্ক আছে, আমার ব্যক্তিগত সম্পর্ক থাকায়ও সুবিধা হয়েছে। নির্বাচন নিয়ে কেউ কোনো কথা বলেনি। তারা নিজেরাই জানত নির্বাচনে আমি জিতে আসব। যারা চায় নাই, তারাই কথা ওঠায়।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিম-পেঁয়াজের দাম বাড়ানোর পেছনে কারসাজিকারীদের গণধোলাই দেওয়া উচিত। তিনি বলেছেন, জনগণ এর প্রতিকার করলে সবচেয়ে ভালো হয়। তাহলে আর কেউই কিছু বলতে পারবে না। আজ শুক্রবার সকালে গণভবনে জার্মানি সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
দ্রব্যমূল্য বৃদ্ধিতে কারসাজি প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘আপনারাই বললেন, ডিম লুকিয়ে রেখে দাম বাড়ানো। আপনাদের কী মনে হয় না, যারা সরকার উৎখাত করতে চায়—তাদেরও কিছু কারসাজি আছে। এর আগে পেঁয়াজের খুব অভাব দেখ গেল। বস্তা বস্তা পচা পেঁয়াজ পানিতে ফেলে দেওয়া হলো। এই লোকগুলোকে কী করা উচিত? এদের গণধোলাই দেওয়া উচিত। কারণ, সরকার কিছু করলেই বলবে, ওই সরকার করছে। তার থেকে পাবলিক যদি এটার প্রতিকার করে, তাহলে সব থেকে ভালো হয়। কেউ কিছু বলতে পারবে না।’
শেখ হাসিনা আরও বলেন, ‘পেঁয়াজের যথেষ্ট উৎপাদন হয়েছে। সেটা আমরাই শুরু করেছি। আমরা বীজ উৎপাদন করেছি। কোন কোন জায়গায় পেঁয়াজ উৎপাদন হয়, সেটা আমরা খুঁজে বের করেছি। আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে আর বাইরে থেকে আনতে হবে না। আমদানির কথা যখন বলা হয়, তখন এটা নিয়ে নিউজ করলে যারা লুকিয়ে রাখে তারা তাড়াতাড়ি বের করে। আর বাজারে এর একটা প্রভাব পড়ে। এটা বাস্তবতা।’
নির্বাচন ঠেকাতে পারবে না বুঝতে পেরে চক্রান্তকারীরা ভোটের আগে (দ্রব্যমূল্য বৃদ্ধির) ষড়যন্ত্র করেছে বলে প্রধানমন্ত্রী অভিযোগ করেন। তিনি বলেন, ‘সরকার উৎখাত করতেই এ চক্রান্ত।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র আছে। নির্বাচনটা যাতে না হয়, তার জন্য একটা বিরাট চক্রান্ত ছিল। ২৮ অক্টোবরের ঘটনা। এর আগে ২০১৩, ’১৪ ও ’১৫ সালের ঘটনা। এই ঘটনাগুলো তো হঠাৎ করে হয়নি। এগুলো পরিকল্পিত ছিল।’
শেখ হাসিনা বলেন, ‘যারা নির্বাচন বানচালের পক্ষে ছিল, তারা যখন দেখল যে নির্বাচন কিছুতেই আটকাতে পারবে না; কারণ, মানুষের স্বতঃস্ফূর্ততা আছে—তখন চক্রান্ত হলো, জিনিসের দাম বাড়বে। সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হবে। তখন চক্রান্ত করে সরকারকে উৎখাত করবে। এটা তাদের পরিকল্পনার অংশ। এটা কাদের, সেটা আপনারা ভালো বোঝেন। আমি কারও নাম বলতে চাই না। বলার দরকারও নেই আমার। কিন্তু এ চক্রান্তটা আছে।’
এ সময় প্রধানমন্ত্রী গণভবনে নিজের চাষাবাদের বিষয়টি উল্লেখ করে বলেন, ‘আমি গণভবনে উৎপাদন করি। নিজের গ্রাম থেকেও পিছিয়ে নেই। নিজের পাশাপাশি আশপাশের মানুষকে কৃষি উৎপাদনে উৎসাহিত করছি। অনাবাদি জমি পরিষ্কার করে চাষের দিকে মানুষকে আনছি আমরা।’
জার্মানি সফরে পশ্চিমা বিশ্বের একাধিক রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠকসহ সাক্ষাতের সময় বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো কথা উঠেছে কি না—এমন এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচন নিয়ে তাদের সঙ্গে কোনো কথা হয়নি। নির্বাচন নিয়ে তাদের কোনো উদ্বেগও নেই, মন্তব্যও নেই, প্রশ্ন নাই। নির্বাচন নিয়ে কোনো কথা হয় নাই, বেশির ভাগ কথা হয়েছে দ্বিপক্ষীয়।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি সব সময় বলেছি, আমরা ১০০টি অর্থনৈতিক অঞ্চল করেছি। আপনারা সেখানে আসেন, বিনিয়োগ করেন। সেই সঙ্গে নতুন যেসব প্রযুক্তি এসেছে, যে যে বিষয়ে পারদর্শী সে বিষয়েও আলোচনা করেছি।’
বাংলাদেশের ডেলটা বা বদ্বীপ পরিকল্পনায় নেদারল্যান্ডসের সঙ্গে চুক্তির বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘ডেলটা প্ল্যান নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে চুক্তি করা আছে। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী আর থাকছেন না। তিনি নির্বাচন করেননি। আমি যখন ক্ষমতায় এসেছিলাম, তখন তিনিও ক্ষমতায় এসেছিলেন। তিনি বলেছেন, এত দিন হয়ে গেছে। আমার এখানে থাকতে ভালো লাগছে না, আর নির্বাচন করবে না। তখন আমিও বলেছিলাম, আমি যদি পরতাম খুব খুশি হতাম।’
শেখ হাসিনা বলেন, ‘ইউরোপের দেশগুলোর সঙ্গে ভালো বন্ধুত্ব আমাদের আছে। ফ্রান্স জলবায়ু পরিবর্তনের (প্রভাব মোকাবিলার) জন্য এক বিলিয়ন ডলার দেবে। ইউরোপের দেশগুলোর সঙ্গে আমাদের রাষ্ট্রীয় সম্পর্ক আছে, আমার ব্যক্তিগত সম্পর্ক থাকায়ও সুবিধা হয়েছে। নির্বাচন নিয়ে কেউ কোনো কথা বলেনি। তারা নিজেরাই জানত নির্বাচনে আমি জিতে আসব। যারা চায় নাই, তারাই কথা ওঠায়।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা রেখে অতীতের বিতর্কিত ভাবমূর্তি কাটিয়ে উঠতে চায় পুলিশ। কিন্তু ভোটের দিন স্বাধীন ও চাপমুক্তভাবে দায়িত্ব পালন করা যাবে কি না, তা নিয়ে বাহিনীর ভেতরে সৃষ্টি হয়েছে এক ধরনের ভীতি-শঙ্কা।
৭ ঘণ্টা আগে
নির্বাচন ডাকাতি যাতে আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল সোমবার জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ এবং ২০২৪) তদন্ত কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার পর এমন মন্তব্য করেন তিনি।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সময়, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থিত যেকোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
৮ ঘণ্টা আগে
ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা রক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি কয়েকটি শর্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি।
৯ ঘণ্টা আগে