
বাংলাদেশে অস্ট্রেলিয়ার নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সুসান রাইল। তিনি বাংলাদেশে নিযুক্ত বর্তমান হাইকমিশনার জেরেমি ব্রুয়ারের স্থলাভিষিক্ত হবেন। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আজ সোমবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এই ঘোষণা দেন।
বিজ্ঞপ্তিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আমি সুসান রাইলকে অস্ট্রেলিয়ার পরবর্তী হাইকমিশনার হিসেবে বাংলাদেশে নিয়োগের ঘোষণা দিচ্ছি।’
এতে আরও বলা হয়, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে, যা আমাদের বর্ধিত বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক, দীর্ঘস্থায়ী উন্নয়ন অংশীদারত্ব, শক্তিশালী ব্যক্তি-ব্যক্তি সংযোগ এবং আমাদের অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতি অভিন্ন প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে উঠেছে। আমরা জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা এবং মানব পাচারের মতো আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জের সমাধানে একসঙ্গে কাজ করছি।
অস্ট্রেলিয়া অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করে সব বাংলাদেশির জন্য একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ নিশ্চিত করতে সহায়তা করছে।
সুসান রাইল পেশাদার কূটনীতিক। তিনি অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছেন। সর্বশেষ তিনি ভারত মহাসাগর প্রোগ্রামের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ভানুয়াতু, পাপুয়া নিউ গিনি এবং জাপানে অস্ট্রেলিয়ার মিশনে কাজ করেছেন।
বিজ্ঞপ্তিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘২০২০ সাল থেকে বাংলাদেশে অস্ট্রেলিয়ার স্বার্থ উন্নয়নে অবদান রাখার জন্য প্রাক্তন হাইকমিশনার জেরেমি ব্রুয়ার এবং কার্যনির্বাহী হাইকমিশনার নার্ডিয়া সিম্পসনের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।’

ক্যারিবীয় অঞ্চলের দেশ গায়ানার রাজধানী জর্জটাউনে চার্জ দ্য অ্যাফেয়ার্স বা ফার্স্ট সেক্রেটারি পর্যায়ের একটি নতুন কূটনৈতিক মিশন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ ক্ষেত্রে বিদ্যমান বাংলাদেশি দূতাবাস ও মিশনসমূহ থেকে প্রয়োজনীয় জনবল
৭ ঘণ্টা আগে
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ে অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। দাবি মানা না হলে আগামী ৬ ফেব্রুয়ারি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ভুখা মিছিল করার ঘোষণা দিয়েছেন তাঁরা। এর আগে ১ থেকে ৩
৯ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে যে কোনো সন্দেহজনক বা অস্বাভাবিক কার্যকলাপ চোখে পড়লে নিকটস্থ সেনা ক্যাম্পে অবহিত করার জন্য সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
৯ ঘণ্টা আগে
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এহছানুল হক বলেন, ‘অতীতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ ধরনের সুনির্দিষ্ট নির্দেশনা না থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গণভোটে “হ্যাঁ” ভোটের পক্ষে প্রচারে অংশ নিয়েছিলেন। তবে বর্তমানে নির্বাচন কমিশন সুস্পষ্ট বিধিনিষেধ আরোপ করায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আর
৯ ঘণ্টা আগে