
বাংলাদেশে অস্ট্রেলিয়ার নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সুসান রাইল। তিনি বাংলাদেশে নিযুক্ত বর্তমান হাইকমিশনার জেরেমি ব্রুয়ারের স্থলাভিষিক্ত হবেন। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আজ সোমবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এই ঘোষণা দেন।
বিজ্ঞপ্তিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আমি সুসান রাইলকে অস্ট্রেলিয়ার পরবর্তী হাইকমিশনার হিসেবে বাংলাদেশে নিয়োগের ঘোষণা দিচ্ছি।’
এতে আরও বলা হয়, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে, যা আমাদের বর্ধিত বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক, দীর্ঘস্থায়ী উন্নয়ন অংশীদারত্ব, শক্তিশালী ব্যক্তি-ব্যক্তি সংযোগ এবং আমাদের অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতি অভিন্ন প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে উঠেছে। আমরা জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা এবং মানব পাচারের মতো আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জের সমাধানে একসঙ্গে কাজ করছি।
অস্ট্রেলিয়া অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করে সব বাংলাদেশির জন্য একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ নিশ্চিত করতে সহায়তা করছে।
সুসান রাইল পেশাদার কূটনীতিক। তিনি অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছেন। সর্বশেষ তিনি ভারত মহাসাগর প্রোগ্রামের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ভানুয়াতু, পাপুয়া নিউ গিনি এবং জাপানে অস্ট্রেলিয়ার মিশনে কাজ করেছেন।
বিজ্ঞপ্তিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘২০২০ সাল থেকে বাংলাদেশে অস্ট্রেলিয়ার স্বার্থ উন্নয়নে অবদান রাখার জন্য প্রাক্তন হাইকমিশনার জেরেমি ব্রুয়ার এবং কার্যনির্বাহী হাইকমিশনার নার্ডিয়া সিম্পসনের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।’

বাংলাদেশে অস্ট্রেলিয়ার নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সুসান রাইল। তিনি বাংলাদেশে নিযুক্ত বর্তমান হাইকমিশনার জেরেমি ব্রুয়ারের স্থলাভিষিক্ত হবেন। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আজ সোমবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এই ঘোষণা দেন।
বিজ্ঞপ্তিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আমি সুসান রাইলকে অস্ট্রেলিয়ার পরবর্তী হাইকমিশনার হিসেবে বাংলাদেশে নিয়োগের ঘোষণা দিচ্ছি।’
এতে আরও বলা হয়, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে, যা আমাদের বর্ধিত বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক, দীর্ঘস্থায়ী উন্নয়ন অংশীদারত্ব, শক্তিশালী ব্যক্তি-ব্যক্তি সংযোগ এবং আমাদের অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতি অভিন্ন প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে উঠেছে। আমরা জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা এবং মানব পাচারের মতো আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জের সমাধানে একসঙ্গে কাজ করছি।
অস্ট্রেলিয়া অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করে সব বাংলাদেশির জন্য একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ নিশ্চিত করতে সহায়তা করছে।
সুসান রাইল পেশাদার কূটনীতিক। তিনি অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছেন। সর্বশেষ তিনি ভারত মহাসাগর প্রোগ্রামের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ভানুয়াতু, পাপুয়া নিউ গিনি এবং জাপানে অস্ট্রেলিয়ার মিশনে কাজ করেছেন।
বিজ্ঞপ্তিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘২০২০ সাল থেকে বাংলাদেশে অস্ট্রেলিয়ার স্বার্থ উন্নয়নে অবদান রাখার জন্য প্রাক্তন হাইকমিশনার জেরেমি ব্রুয়ার এবং কার্যনির্বাহী হাইকমিশনার নার্ডিয়া সিম্পসনের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।’

দীর্ঘদিন ধরে জমে থাকা অনুসন্ধান ও তদন্ত কার্যক্রমের জট কমাতে এবং গুরুত্বপূর্ণ অনুসন্ধান দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ১৫টি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব টাস্কফোর্সের মাধ্যমে কমিশনের চলমান অনুসন্ধান কার্যক্রমে গতি আসবে বলে আশা করা হচ্ছে।
৮ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অপপ্রচার ও ভুয়া তথ্য ঠেকাতে বাংলাদেশকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করবে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। আজ মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ফোনালাপে এ বিষয়ে আলোচনা হয়।
৮ ঘণ্টা আগে
ব্যক্তিগত নিরাপত্তার জন্য সরকারের পক্ষ থেকে গানম্যান (অস্ত্রধারী দেহরক্ষী) পাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। একই সঙ্গে তাঁর বাসভবনের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হবে।
৯ ঘণ্টা আগে
২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনায় ১ মাস থেকে ১৭ বছর বয়সী মোট ১০০৮ জন শিশু নিহত হয়েছে। সড়ক ও সড়ক পরিবহন ব্যবস্থার দুর্বলতা এবং ট্রাফিক আইন বিষয়ে সচেতনতার অভাবকে এই মৃত্যুর প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।
১০ ঘণ্টা আগে