নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও কলকাতা সংবাদদাতা
কলকাতা নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছেন ২২০ জন বাংলাদেশি যাত্রী। গতকাল রোববার গভীর রাত থেকে সেখানে তাঁরা চরম উৎকণ্ঠায় রয়েছেন। যাত্রীদের অভিযোগ, আজ সোমবার দুপুর পর্যন্ত তাঁদের পানি পর্যন্ত দেওয়া হয়নি। এমনকি কখন তাদের ঢাকায় ফেরানো হবে—সে বিষয়ে নেই কোনো সঠিক উত্তর। এতে যাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়ছে।
গতকাল রোববার রাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা মালিন্দ এয়ারের (ফ্লাইট নম্বর ওডি-১৬২) একটি বিমান ঘন কুয়াশার কারণে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
তবে প্রায় ১৫ ঘণ্টা অতিক্রম হলেও আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত সংশ্লিষ্ট বিমান পরিবহন সংস্থার পক্ষ থেকে আটকে পড়া বাংলাদেশি যাত্রীদের ঢাকা পৌঁছানোর কোনো ব্যবস্থা করেনি। ফলে সেখানে নারী-শিশু ও বেশ কয়েকজন মুমূর্ষু রোগীসহ প্রায় ২২০ জন যাত্রী উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।
কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ ঘটনার সত্যতা স্বীকার করলেও এ বিষয়ে কোনো কোনো মন্তব্য করতে রাজি হয়নি। কর্তৃপক্ষের দাবি, এটি সংশ্লিষ্ট বিমান পরিবহন সংস্থার নিজস্ব বিষয়।
মালিন্দ এয়ারের ভারতের আবাসিক অফিস এবং কুয়ালালামপুর অফিসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁদের পাওয়া যায়নি। এদিকে মালিন্দ এয়ারের ঢাকার স্টেশন ম্যানেজার প্রদীপ কুমার দে আজকের পত্রিকাকে বলেছেন, ‘ঘন কুয়াশার কারণে গতকাল ফ্লাইটটি ঢাকায় নামতে পারেনি। আজ ৬ জানুয়ারি দিবাগত রাত ২টা ৩০ মিনিটে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করবে।
কলকাতায় আটক পড়া মালিন্দ এয়ারের একজন যাত্রী রিয়াজ ফাহাদী সময় টেলিভিশনকে জানান, কুয়ালালামপুর বিমানবন্দর থেকেই রাত ১০টায় বিমানটি ছাড়ার কথা থাকলেও সেখানে ১ ঘণ্টা দেরিতে ছাড়ে। বিমানটি সঠিকভাবে চললে ভোর ৩টায় ঢাকা পৌঁছানোর কথা। কিন্তু ঘন কুয়াশার কারণে বিমানটি ২২০ জন যাত্রী নিয়ে কলকাতায় অবতরণ করে। ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত যাত্রীদের বিমানে অপেক্ষা করতে হয়। পরে তাদের কলকাতা বিমানবন্দরে ‘অপেক্ষালয়’-এ নিয়ে যাওয়া হয়। সকাল থেকে কোনো যাত্রীকে এক বোতল পানি পর্যন্ত দেওয়া হয়নি। যদিও দুপুরে খাবার দেওয়া হয়েছে। তাঁদের কখন ঢাকায় নিয়ে যাওয়া হবে— সে বিষয়ে মালিন্দ এয়ারের কেউ কোনো নিশ্চয়তা দিতে পারছেন না।
ওই বিমানে গুরুতর অসুস্থ যাত্রী রয়েছেন প্রায় ৫ জন। যাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা প্রয়োজন, সেটার ব্যবস্থা করা হয়নি। সোমবার সন্ধ্যা পর্যন্ত আটকে থাকায় যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
অন্য একজন যাত্রী বলছেন, আগামীকাল সকালে তাঁর পরিবারের সঙ্গে বিদেশ বেড়াতে যাওয়ার কথা। কিন্তু এখনো পর্যন্ত কলকাতা থেকে তাদের নিয়ে যাওয়া হচ্ছে না।
২২০ জন বাংলাদেশি যাত্রী কলকাতা বিমান বন্দর থেকে কখন নিজের দেশে ফিরতে পারবেন—সে বিষয়ে জানা নেই কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের।
কলকাতা নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছেন ২২০ জন বাংলাদেশি যাত্রী। গতকাল রোববার গভীর রাত থেকে সেখানে তাঁরা চরম উৎকণ্ঠায় রয়েছেন। যাত্রীদের অভিযোগ, আজ সোমবার দুপুর পর্যন্ত তাঁদের পানি পর্যন্ত দেওয়া হয়নি। এমনকি কখন তাদের ঢাকায় ফেরানো হবে—সে বিষয়ে নেই কোনো সঠিক উত্তর। এতে যাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়ছে।
গতকাল রোববার রাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা মালিন্দ এয়ারের (ফ্লাইট নম্বর ওডি-১৬২) একটি বিমান ঘন কুয়াশার কারণে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
তবে প্রায় ১৫ ঘণ্টা অতিক্রম হলেও আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত সংশ্লিষ্ট বিমান পরিবহন সংস্থার পক্ষ থেকে আটকে পড়া বাংলাদেশি যাত্রীদের ঢাকা পৌঁছানোর কোনো ব্যবস্থা করেনি। ফলে সেখানে নারী-শিশু ও বেশ কয়েকজন মুমূর্ষু রোগীসহ প্রায় ২২০ জন যাত্রী উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।
কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ ঘটনার সত্যতা স্বীকার করলেও এ বিষয়ে কোনো কোনো মন্তব্য করতে রাজি হয়নি। কর্তৃপক্ষের দাবি, এটি সংশ্লিষ্ট বিমান পরিবহন সংস্থার নিজস্ব বিষয়।
মালিন্দ এয়ারের ভারতের আবাসিক অফিস এবং কুয়ালালামপুর অফিসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁদের পাওয়া যায়নি। এদিকে মালিন্দ এয়ারের ঢাকার স্টেশন ম্যানেজার প্রদীপ কুমার দে আজকের পত্রিকাকে বলেছেন, ‘ঘন কুয়াশার কারণে গতকাল ফ্লাইটটি ঢাকায় নামতে পারেনি। আজ ৬ জানুয়ারি দিবাগত রাত ২টা ৩০ মিনিটে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করবে।
কলকাতায় আটক পড়া মালিন্দ এয়ারের একজন যাত্রী রিয়াজ ফাহাদী সময় টেলিভিশনকে জানান, কুয়ালালামপুর বিমানবন্দর থেকেই রাত ১০টায় বিমানটি ছাড়ার কথা থাকলেও সেখানে ১ ঘণ্টা দেরিতে ছাড়ে। বিমানটি সঠিকভাবে চললে ভোর ৩টায় ঢাকা পৌঁছানোর কথা। কিন্তু ঘন কুয়াশার কারণে বিমানটি ২২০ জন যাত্রী নিয়ে কলকাতায় অবতরণ করে। ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত যাত্রীদের বিমানে অপেক্ষা করতে হয়। পরে তাদের কলকাতা বিমানবন্দরে ‘অপেক্ষালয়’-এ নিয়ে যাওয়া হয়। সকাল থেকে কোনো যাত্রীকে এক বোতল পানি পর্যন্ত দেওয়া হয়নি। যদিও দুপুরে খাবার দেওয়া হয়েছে। তাঁদের কখন ঢাকায় নিয়ে যাওয়া হবে— সে বিষয়ে মালিন্দ এয়ারের কেউ কোনো নিশ্চয়তা দিতে পারছেন না।
ওই বিমানে গুরুতর অসুস্থ যাত্রী রয়েছেন প্রায় ৫ জন। যাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা প্রয়োজন, সেটার ব্যবস্থা করা হয়নি। সোমবার সন্ধ্যা পর্যন্ত আটকে থাকায় যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
অন্য একজন যাত্রী বলছেন, আগামীকাল সকালে তাঁর পরিবারের সঙ্গে বিদেশ বেড়াতে যাওয়ার কথা। কিন্তু এখনো পর্যন্ত কলকাতা থেকে তাদের নিয়ে যাওয়া হচ্ছে না।
২২০ জন বাংলাদেশি যাত্রী কলকাতা বিমান বন্দর থেকে কখন নিজের দেশে ফিরতে পারবেন—সে বিষয়ে জানা নেই কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের।
কুকুর পরিচালনা শিখতে ও প্রাক্-জাহাজীকরণের সম্ভাব্যতা যাচাইয়ে ইতালি যাচ্ছেন বাংলাদেশ পুলিশের সাতজনসহ আটজন। তাঁদের মধ্যে পাঁচজনের গতকাল ১৪ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত ১৪ দিন এবং তিনজনের সাত দিন দেশটিতে অবস্থানের কথা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত সোমবার এ-সংক্রান্ত একটি সরকারি আদেশ (জিও) জারি করেছে।
৩৪ মিনিট আগেছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অর্থ পাচার রোধে ব্যাপক সক্রিয় হয়ে উঠেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। মাত্র ৫ মাসে ১৮ হাজারের বেশি ব্যাংক হিসাব তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থাটি। অবরুদ্ধ (ফ্রিজ) করা হয়েছে বিগত সরকারের আমলের প্রভাবশালী অনেকের ব্যাংক ও বিও
৪১ মিনিট আগেসুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এফ এম আব্দুর রহমান বলেছেন, ‘পৃথিবীর সব দেশে বিপ্লবের পর বিপ্লবী পরিষদ হয়। সেই বিপ্লবী পরিষদ তার ক্ষমতা নেয় একটি প্রোক্লেমেশনের মাধ্যমে। বিপ্লব কিন্তু সংবিধান মেনে হয় না। পৃথিবীতে যত বিপ্লব হয়েছে, সেই বিপ্লব একটি নতুন লিগ্যাল অর্ডার তৈরি করেছে।
১১ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টার দেওয়া সময়সীমার ভেতর জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।
১১ ঘণ্টা আগে