Ajker Patrika

এবার বাড্ডা থানার এক হত্যা মামলায় দীপু মনি ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ২১: ১০
এবার বাড্ডা থানার এক হত্যা মামলায় দীপু মনি ৪ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর বাড্ডা এলাকায় সুমন শিকদার নামে একজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনিকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। 

আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জসিম রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।

সন্ধ্যার পর দীপু মনিকে রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা মুদি দোকানদার আবু সায়েদ হত্যা মামলায় ৪ দিন জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হয়। 

মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ তোফাজ্জল হোসেন তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। ওই মামলায় আদালত দীপু মনিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তবে বাড্ডা থানায় সুমন শিকদার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন বাড্ডা থানা পুলিশ। অন্য এক আবেদনে বাড্ডা থানার তদন্ত কর্মকর্তা ১০দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রথমে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং পরে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৭ জুলাই বাড্ডা প্রগতি সরণিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন সুমন সিকদার।

গত ২০ আগস্ট নিহতের মা মোসাম্মৎ মাসুমা বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গত ১৯ ডা. দীপু মনিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে আটক করা হয়। পরদিন তাকে আদালতে হাজির করে মোহাম্মদপুর থানার আবু সায়েদ হত্যা মামলায় চার দিনের রিমান্ডে নেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত