তানিম আহমেদ, মিঠামইন (কিশোরগঞ্জ) থেকে

দীর্ঘ দুই যুগ পরে আগামীকাল মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলায় আসবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সফরে তিনি প্রথমবারের মতো রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে আতিথেয়তা গ্রহণ করবেন।
সরকার প্রধানকে নিজ বাড়িতে স্বাগত জানাতে আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে মিঠামইনে আসেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির গ্রামের বাড়িতে প্রধানমন্ত্রীকে হাওরের মাছ, অষ্টগ্রামের পনিরসহ স্থানীয় ঐতিহ্যের খাবার দিয়ে আপ্যায়ন করা হবে।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টার যোগে মিঠামইনে আসেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। হেলিকপ্টার থেকে নেমে রাষ্ট্রপতি তাঁর বাড়ির সামনের সড়কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
প্রধানমন্ত্রী আসার বিষয়ে রাষ্ট্রপতি বলেন, ‘আমাদের পরিবারের সবাই খুব খুশি।’
প্রধানমন্ত্রীর বাড়ি টুঙ্গিপাড়া যাওয়ার স্মৃতি উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘টুঙ্গিপাড়া কতবার গিয়েছি সেটা হিসেব করে বলতে পারব না। যতবারই গিয়েছি ততবারই বঙ্গবন্ধু কন্যা আমাকে রিসিভ করেছেন। আমি তো এখন রাজনীতির মধ্যে নাই। উনি আমার বাড়িতে আসবেন আমি তাঁকে রিসিভ করতে এসেছি।’
শেখ হাসিনা প্রথমবারের মতো কিশোরগঞ্জে তাঁর বাড়িতে আসছেন জানিয়ে আবদুল হামিদ বলেন, ‘৯৮ সালে আমার বাড়িতে আসার কোনো রাস্তা ছিল না। এখন বাড়ির গেটে গাড়ি দিয়ে যাব, আগে এখানে লঞ্চ ভিড়তো।’
রাষ্ট্রপতি বলেন, ‘১৯৯৮ সালে শেখ হাসিনা কিশোরগঞ্জ সফর করার সময় কিছুটা দূর থেকে আমার বাড়ি দেখেছেন, কিন্তু আসেননি। ৭০ এর নির্বাচনে বঙ্গবন্ধু আমার প্রচারণার জন্য এসেছিলেন। তিনিও বাজার থেকে বাড়ি দেখেছেন কিন্তু আসতে পারেননি।’
পরে বিকেলের দিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মিঠামইনের কয়েকটি সড়ক ঘুরে দেখেন। এর আগে এখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রপতির বড় ছেলে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
হাওরের প্রায় সব রকম মাছ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপ্যায়ন করা হবে জানিয়ে রাষ্ট্রপতির ছেলে বলেন, ‘রুই, কাতল, বাইম, চিতল, চিংড়ি, পাবদাসহ হাওরে যত ধরনের মাছ পাওয়া যায় তা দিয়ে প্রধানমন্ত্রীকে আপ্যায়ন করার চেষ্টা করব।’
রাষ্ট্রপতির বাড়িতে আতিথেয়তা গ্রহণের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ির নিকটে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করবেন এবং বিকেলে মিঠামইন হেলিপ্যাড মাঠে আওয়ামী লীগের জনসভায় যোগ দেবেন।

দীর্ঘ দুই যুগ পরে আগামীকাল মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলায় আসবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সফরে তিনি প্রথমবারের মতো রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে আতিথেয়তা গ্রহণ করবেন।
সরকার প্রধানকে নিজ বাড়িতে স্বাগত জানাতে আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে মিঠামইনে আসেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির গ্রামের বাড়িতে প্রধানমন্ত্রীকে হাওরের মাছ, অষ্টগ্রামের পনিরসহ স্থানীয় ঐতিহ্যের খাবার দিয়ে আপ্যায়ন করা হবে।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টার যোগে মিঠামইনে আসেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। হেলিকপ্টার থেকে নেমে রাষ্ট্রপতি তাঁর বাড়ির সামনের সড়কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
প্রধানমন্ত্রী আসার বিষয়ে রাষ্ট্রপতি বলেন, ‘আমাদের পরিবারের সবাই খুব খুশি।’
প্রধানমন্ত্রীর বাড়ি টুঙ্গিপাড়া যাওয়ার স্মৃতি উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘টুঙ্গিপাড়া কতবার গিয়েছি সেটা হিসেব করে বলতে পারব না। যতবারই গিয়েছি ততবারই বঙ্গবন্ধু কন্যা আমাকে রিসিভ করেছেন। আমি তো এখন রাজনীতির মধ্যে নাই। উনি আমার বাড়িতে আসবেন আমি তাঁকে রিসিভ করতে এসেছি।’
শেখ হাসিনা প্রথমবারের মতো কিশোরগঞ্জে তাঁর বাড়িতে আসছেন জানিয়ে আবদুল হামিদ বলেন, ‘৯৮ সালে আমার বাড়িতে আসার কোনো রাস্তা ছিল না। এখন বাড়ির গেটে গাড়ি দিয়ে যাব, আগে এখানে লঞ্চ ভিড়তো।’
রাষ্ট্রপতি বলেন, ‘১৯৯৮ সালে শেখ হাসিনা কিশোরগঞ্জ সফর করার সময় কিছুটা দূর থেকে আমার বাড়ি দেখেছেন, কিন্তু আসেননি। ৭০ এর নির্বাচনে বঙ্গবন্ধু আমার প্রচারণার জন্য এসেছিলেন। তিনিও বাজার থেকে বাড়ি দেখেছেন কিন্তু আসতে পারেননি।’
পরে বিকেলের দিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মিঠামইনের কয়েকটি সড়ক ঘুরে দেখেন। এর আগে এখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রপতির বড় ছেলে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
হাওরের প্রায় সব রকম মাছ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপ্যায়ন করা হবে জানিয়ে রাষ্ট্রপতির ছেলে বলেন, ‘রুই, কাতল, বাইম, চিতল, চিংড়ি, পাবদাসহ হাওরে যত ধরনের মাছ পাওয়া যায় তা দিয়ে প্রধানমন্ত্রীকে আপ্যায়ন করার চেষ্টা করব।’
রাষ্ট্রপতির বাড়িতে আতিথেয়তা গ্রহণের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ির নিকটে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করবেন এবং বিকেলে মিঠামইন হেলিপ্যাড মাঠে আওয়ামী লীগের জনসভায় যোগ দেবেন।

‘ক্যারিয়ার রাজনীতিকদের’ অনেকটা কোণঠাসা করে জাতীয় সংসদে ব্যবসায়ীদের উপস্থিতি বেশ কিছুদিন ধরেই বেড়ে চলেছে। একাধিক চরম বিতর্কিত ভোটের পর হতে যাওয়া বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরও এ চিত্র বহাল থাকতে পারে। কারণ এবারের প্রার্থী তালিকায়ও পেশাজীবীদের মধ্যে ব্যবসায়ীদের জয়জয়কার।
১০ ঘণ্টা আগে
রোড সেফটি ফাউন্ডেশন বলছে, ২০২৫ সালে দেশে ৭ হাজার ৫৮৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ ছাড়া একই বছর ১৩২টি নৌ দুর্ঘটনায় ১৪৯ জন নিহত, ১২৩ জন আহত এবং ৩৪ জন নিখোঁজ হয়। রেলপথে ৫১৯টি দুর্ঘটনায় প্রাণ হারায় ৪৭৮ জন এবং আহত হয় ১৫২ জন।
১৪ ঘণ্টা আগে
ফাহমিদা খাতুন বলেন, ‘বিনিয়োগ না বাড়লে বৈষম্য ও অস্থিরতা বাড়বে। সমাজে যদি ন্যায়সংগত সুযোগ না থাকে, তাহলে একদিকে বৈষম্য তৈরি হয়, অন্যদিকে অস্থিরতা দেখা দেয়। ২০২৪ সালের জুলাইয়ে যে আন্দোলন হয়, তার পেছনেও এই বাস্তবতা কাজ করেছে। বাজারে চাকরি নেই, সরকারি চাকরিই একমাত্র ভরসা, সেখানেও কোটা-সংকট।
১৭ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে বামপন্থী দলগুলোর জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। তবে শাহজাদপুরেই ব্যারিকেড দিয়ে মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
১৮ ঘণ্টা আগে