
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যার অভিযোগে একের পর এক মামলা করা হচ্ছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। এসব মামলায় বিচারের জন্য ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে এ ঘটনায় ভারত বিব্রতকর অবস্থায় পড়তে পারে বলে মন্তব্য করেছেন তিনি।
রয়টার্স টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা করা হয়েছে। তাই তাঁকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাওয়া হতে পারে। তিনি বলেন, ‘ভারতের দিল্লিতে তাঁর (শেখা হাসিনা) অবস্থান... প্রশ্ন আসছে যে... তাঁর বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, এ কারণে আসতে পারে... তা ছাড়া এ নিয়ে অনেক ধারণাও আছে... আমি অবশ্য এ বিষয়ে উত্তর দেওয়ার যথাযথ ব্যক্তি নই। তবে স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয় থেকে যদি অনুরোধ আসে, তাহলে আমাদের তাঁকে (শেখ হাসিনাকে) বাংলাদেশে ফেরত চাইতে হতে পারে।’
মো. তৌহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হলে ভারত বিব্রতকর অবস্থায় পড়বে। আমি মনে করি, ভারত সরকার এ সম্পর্কে জানে এবং আমি নিশ্চিত—এ বিষয়টি তারা বিবেচনায় রাখবে।’
এ ছাড়া নিজ স্বার্থ বজায় রেখে বাংলাদেশ পৃথিবীর সব দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চায় বলে জানিয়েছেন তৌহিদ হোসেন। তিনি বলেছেন, ‘আমাদের নীতি হলো জাতীয় স্বার্থ সুরক্ষিত রেখে সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখা। কারও সঙ্গে শত্রুতা নয়, আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই।
আমাদের লক্ষ্য হলো, একটি সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক গড়া। আমাদের প্রাথমিক লক্ষ্য হলো, জাতীয় স্বার্থ রক্ষা করা।’
ছাত্র-জনতার তোপের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতের দিল্লিতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগসহ বিভিন্ন জায়গায় শতাধিক হত্যা মামলা করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যার অভিযোগে একের পর এক মামলা করা হচ্ছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। এসব মামলায় বিচারের জন্য ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে এ ঘটনায় ভারত বিব্রতকর অবস্থায় পড়তে পারে বলে মন্তব্য করেছেন তিনি।
রয়টার্স টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা করা হয়েছে। তাই তাঁকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাওয়া হতে পারে। তিনি বলেন, ‘ভারতের দিল্লিতে তাঁর (শেখা হাসিনা) অবস্থান... প্রশ্ন আসছে যে... তাঁর বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, এ কারণে আসতে পারে... তা ছাড়া এ নিয়ে অনেক ধারণাও আছে... আমি অবশ্য এ বিষয়ে উত্তর দেওয়ার যথাযথ ব্যক্তি নই। তবে স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয় থেকে যদি অনুরোধ আসে, তাহলে আমাদের তাঁকে (শেখ হাসিনাকে) বাংলাদেশে ফেরত চাইতে হতে পারে।’
মো. তৌহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হলে ভারত বিব্রতকর অবস্থায় পড়বে। আমি মনে করি, ভারত সরকার এ সম্পর্কে জানে এবং আমি নিশ্চিত—এ বিষয়টি তারা বিবেচনায় রাখবে।’
এ ছাড়া নিজ স্বার্থ বজায় রেখে বাংলাদেশ পৃথিবীর সব দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চায় বলে জানিয়েছেন তৌহিদ হোসেন। তিনি বলেছেন, ‘আমাদের নীতি হলো জাতীয় স্বার্থ সুরক্ষিত রেখে সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখা। কারও সঙ্গে শত্রুতা নয়, আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই।
আমাদের লক্ষ্য হলো, একটি সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক গড়া। আমাদের প্রাথমিক লক্ষ্য হলো, জাতীয় স্বার্থ রক্ষা করা।’
ছাত্র-জনতার তোপের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতের দিল্লিতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগসহ বিভিন্ন জায়গায় শতাধিক হত্যা মামলা করা হয়েছে।

ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে বি১ ও বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি ২০২৬) থেকে বাংলাদেশের নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। তবে এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে শিক্ষার্থীদের জন্য এই বন্ড প্রযোজ্য নয়।
৬ ঘণ্টা আগে
গণভবনে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে জাদুঘরের চিত্রগুলো ঘুরে দেখেন তিনি।
৬ ঘণ্টা আগে
আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে এ বছরও বাংলাদেশকে বাদ দিয়েছেন আয়োজকেরা। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানীর এই বইমেলায় পরপর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্যাভিলিয়ন থাকছে না। তবে সেখানকার কোনো স্টলে বাংলাদেশের বই বিক্রিতে বাধা নেই। যুক্তরাষ্ট্রও এবারের বইমেলায় থাকবে না।
৬ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগে মাঠে প্রচারণা চালানোয় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চারটি দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
৭ ঘণ্টা আগে