
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যার অভিযোগে একের পর এক মামলা করা হচ্ছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। এসব মামলায় বিচারের জন্য ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে এ ঘটনায় ভারত বিব্রতকর অবস্থায় পড়তে পারে বলে মন্তব্য করেছেন তিনি।
রয়টার্স টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা করা হয়েছে। তাই তাঁকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাওয়া হতে পারে। তিনি বলেন, ‘ভারতের দিল্লিতে তাঁর (শেখা হাসিনা) অবস্থান... প্রশ্ন আসছে যে... তাঁর বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, এ কারণে আসতে পারে... তা ছাড়া এ নিয়ে অনেক ধারণাও আছে... আমি অবশ্য এ বিষয়ে উত্তর দেওয়ার যথাযথ ব্যক্তি নই। তবে স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয় থেকে যদি অনুরোধ আসে, তাহলে আমাদের তাঁকে (শেখ হাসিনাকে) বাংলাদেশে ফেরত চাইতে হতে পারে।’
মো. তৌহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হলে ভারত বিব্রতকর অবস্থায় পড়বে। আমি মনে করি, ভারত সরকার এ সম্পর্কে জানে এবং আমি নিশ্চিত—এ বিষয়টি তারা বিবেচনায় রাখবে।’
এ ছাড়া নিজ স্বার্থ বজায় রেখে বাংলাদেশ পৃথিবীর সব দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চায় বলে জানিয়েছেন তৌহিদ হোসেন। তিনি বলেছেন, ‘আমাদের নীতি হলো জাতীয় স্বার্থ সুরক্ষিত রেখে সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখা। কারও সঙ্গে শত্রুতা নয়, আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই।
আমাদের লক্ষ্য হলো, একটি সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক গড়া। আমাদের প্রাথমিক লক্ষ্য হলো, জাতীয় স্বার্থ রক্ষা করা।’
ছাত্র-জনতার তোপের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতের দিল্লিতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগসহ বিভিন্ন জায়গায় শতাধিক হত্যা মামলা করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যার অভিযোগে একের পর এক মামলা করা হচ্ছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। এসব মামলায় বিচারের জন্য ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে এ ঘটনায় ভারত বিব্রতকর অবস্থায় পড়তে পারে বলে মন্তব্য করেছেন তিনি।
রয়টার্স টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা করা হয়েছে। তাই তাঁকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাওয়া হতে পারে। তিনি বলেন, ‘ভারতের দিল্লিতে তাঁর (শেখা হাসিনা) অবস্থান... প্রশ্ন আসছে যে... তাঁর বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, এ কারণে আসতে পারে... তা ছাড়া এ নিয়ে অনেক ধারণাও আছে... আমি অবশ্য এ বিষয়ে উত্তর দেওয়ার যথাযথ ব্যক্তি নই। তবে স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয় থেকে যদি অনুরোধ আসে, তাহলে আমাদের তাঁকে (শেখ হাসিনাকে) বাংলাদেশে ফেরত চাইতে হতে পারে।’
মো. তৌহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হলে ভারত বিব্রতকর অবস্থায় পড়বে। আমি মনে করি, ভারত সরকার এ সম্পর্কে জানে এবং আমি নিশ্চিত—এ বিষয়টি তারা বিবেচনায় রাখবে।’
এ ছাড়া নিজ স্বার্থ বজায় রেখে বাংলাদেশ পৃথিবীর সব দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চায় বলে জানিয়েছেন তৌহিদ হোসেন। তিনি বলেছেন, ‘আমাদের নীতি হলো জাতীয় স্বার্থ সুরক্ষিত রেখে সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখা। কারও সঙ্গে শত্রুতা নয়, আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই।
আমাদের লক্ষ্য হলো, একটি সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক গড়া। আমাদের প্রাথমিক লক্ষ্য হলো, জাতীয় স্বার্থ রক্ষা করা।’
ছাত্র-জনতার তোপের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতের দিল্লিতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগসহ বিভিন্ন জায়গায় শতাধিক হত্যা মামলা করা হয়েছে।

আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া বৈধ প্রার্থীদের প্রায় এক-তৃতীয়াংশই বয়সে তরুণ ও যুবক। মোট প্রার্থীর ৩১ দশমিক ৩১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। দলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, শতাংশের হিসাবে তরুণ প্রার্থী সবচেয়ে বেশি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টিতে
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন। তাঁদের প্রায় অর্ধেক প্রবাসী বাংলাদেশি। প্রবাসীরা এবারই প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশন বলেছে, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধনে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে
সারা দেশের জেলা আদালত ও উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস করার সুপারিশ বাস্তবায়ন হয়নি এক বছরেও। বিলুপ্ত বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ইতিমধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় হলেও স্থায়ী অ্যাটর্নি সার্ভিস হয়নি।
২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকুর স্ত্রী রহিমা আক্তারের নামে থাকা একটি ১০ তলা ভবন ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ গজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
৬ ঘণ্টা আগে