নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৮টা থেকে স্টেশনের কাউন্টারে এবং অনলাইনে অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে। আজ আগামী ২৭ এপ্রিলের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে। ঢাকার পাঁচটি স্টেশন থেকে ট্রেনের টিকিট বিক্রির কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।
এদিকে অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনেই যাত্রীর ঢল নেমেছে কমলাপুরে। যাত্রীরা কেউ ভোররাত বা কেউ তার আগে থেকেই স্টেশনে এসে বসে ছিলেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের লাইন আরও দীর্ঘ হচ্ছে।
রাজধানীর কমলাপুর স্টেশন থেকে সমগ্র পশ্চিমাঞ্চলগামী ও খুলনাগামী স্পেশাল ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে। বিমানবন্দর স্টেশন থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তনগর ট্রেনের টিকিট, তেজগাঁও স্টেশন থেকে ময়মনসিংহ, জামালপুরগামী ও দেওয়ানগঞ্জ স্পেশালসহ সকল আন্তনগর ট্রেনের টিকিট, ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ ও হাওড়া এক্সপ্রেস ট্রেনের টিকিট এবং ফুলবাড়িয়া স্টেশন (পুরোনো রেলওয়ে স্টেশন) থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি করা হবে। ঈদে ছয়টি বিশেষ ট্রেন চলবে। বিশেষ ট্রেনের টিকিট অনলাইনে দেওয়া হবে না।
কমলাপুরে অগ্রিম টিকিট কাটতে আসা জানে আলম নামের এক যাত্রীর সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘সাহরি খেয়েই কমলাপুরে চলে আসি। এসে দেখি তখনো অনেক মানুষ আগে থেকে লাইন দিয়ে আছে টিকিট কাটার জন্য। আমি ২৭ তারিখের টিকিট কাটার জন্য এসেছি। কিন্তু যে পরিমাণ মানুষ, টিকিট পাব কি না, সেটা বুঝতে পারছি না। এদিকে অনলাইনেও টিকিট শেষ।’
তবে এবার স্টেশনের কাউন্টারে অগ্রিম টিকিট কাটার সময় যাত্রীদের এনআইডি বা জন্ম সনদের ফটোকপি দেখাতে হচ্ছে। একজন যাত্রী চারজনের টিকিট কাটতে পারছেন।
সার্বিক বিষয়ে কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ‘টিকিটের তুলনায় যাত্রী অনেক বেশি। সবাই টিকিট পাবেন না এটাই স্বাভাবিক। তা ছাড়া টিকিট কালোবাজারির কোনো সুযোগ নেই। তবে কষ্ট করে যারা লাইনে দাঁড়িয়ে আছেন, তারাই টিকিট পাবেন। আজ ২৭ তারিখের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে। কাল ২৮ তারিখের অগ্রিম টিকিট দেওয়া হবে।’

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৮টা থেকে স্টেশনের কাউন্টারে এবং অনলাইনে অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে। আজ আগামী ২৭ এপ্রিলের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে। ঢাকার পাঁচটি স্টেশন থেকে ট্রেনের টিকিট বিক্রির কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।
এদিকে অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনেই যাত্রীর ঢল নেমেছে কমলাপুরে। যাত্রীরা কেউ ভোররাত বা কেউ তার আগে থেকেই স্টেশনে এসে বসে ছিলেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের লাইন আরও দীর্ঘ হচ্ছে।
রাজধানীর কমলাপুর স্টেশন থেকে সমগ্র পশ্চিমাঞ্চলগামী ও খুলনাগামী স্পেশাল ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে। বিমানবন্দর স্টেশন থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তনগর ট্রেনের টিকিট, তেজগাঁও স্টেশন থেকে ময়মনসিংহ, জামালপুরগামী ও দেওয়ানগঞ্জ স্পেশালসহ সকল আন্তনগর ট্রেনের টিকিট, ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ ও হাওড়া এক্সপ্রেস ট্রেনের টিকিট এবং ফুলবাড়িয়া স্টেশন (পুরোনো রেলওয়ে স্টেশন) থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি করা হবে। ঈদে ছয়টি বিশেষ ট্রেন চলবে। বিশেষ ট্রেনের টিকিট অনলাইনে দেওয়া হবে না।
কমলাপুরে অগ্রিম টিকিট কাটতে আসা জানে আলম নামের এক যাত্রীর সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘সাহরি খেয়েই কমলাপুরে চলে আসি। এসে দেখি তখনো অনেক মানুষ আগে থেকে লাইন দিয়ে আছে টিকিট কাটার জন্য। আমি ২৭ তারিখের টিকিট কাটার জন্য এসেছি। কিন্তু যে পরিমাণ মানুষ, টিকিট পাব কি না, সেটা বুঝতে পারছি না। এদিকে অনলাইনেও টিকিট শেষ।’
তবে এবার স্টেশনের কাউন্টারে অগ্রিম টিকিট কাটার সময় যাত্রীদের এনআইডি বা জন্ম সনদের ফটোকপি দেখাতে হচ্ছে। একজন যাত্রী চারজনের টিকিট কাটতে পারছেন।
সার্বিক বিষয়ে কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ‘টিকিটের তুলনায় যাত্রী অনেক বেশি। সবাই টিকিট পাবেন না এটাই স্বাভাবিক। তা ছাড়া টিকিট কালোবাজারির কোনো সুযোগ নেই। তবে কষ্ট করে যারা লাইনে দাঁড়িয়ে আছেন, তারাই টিকিট পাবেন। আজ ২৭ তারিখের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে। কাল ২৮ তারিখের অগ্রিম টিকিট দেওয়া হবে।’

ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে বি১ ও বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি ২০২৬) থেকে বাংলাদেশের নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। তবে এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে শিক্ষার্থীদের জন্য এই বন্ড প্রযোজ্য নয়।
৪ ঘণ্টা আগে
গণভবনে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে জাদুঘরের চিত্রগুলো ঘুরে দেখেন তিনি।
৪ ঘণ্টা আগে
আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে এ বছরও বাংলাদেশকে বাদ দিয়েছেন আয়োজকেরা। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানীর এই বইমেলায় পরপর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্যাভিলিয়ন থাকছে না। তবে সেখানকার কোনো স্টলে বাংলাদেশের বই বিক্রিতে বাধা নেই। যুক্তরাষ্ট্রও এবারের বইমেলায় থাকবে না।
৫ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগে মাঠে প্রচারণা চালানোয় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চারটি দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
৬ ঘণ্টা আগে