নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাসখানেকের মধ্যে দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, 'স্থানীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো ডেঙ্গু মোকাবিলায় আন্তরিকভাবে কাজ করছে। ডেঙ্গু মোকাবিলায় আমরা সফল হয়েছি। ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে জনগণের সচেতনতা জরুরি।'
আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘ইউ সাপোর্ট টু হেলথ অ্যান্ড নিউট্রিশন টু দ্য পুওর ইন আরবার বাংলাদেশ’ প্রকল্পের সমাপনী কর্মশালার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী।
স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘আশা করি মাসখানেকের মধ্যে আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে পারব। একটা সহনশীল জায়গায় আনতে পারব। তবে জনসচেতনতা প্রয়োজন, এটা থেকে উদ্ধার হতে হলে জনগণের সম্পৃক্ততা লাগবে।'
তাজুল ইসলাম বলেন, 'ডেঙ্গু বৈশ্বিক ইস্যু। ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, থাইল্যান্ডসহ পৃথিবীর অনেক দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব রয়েছে। আমরা ২০১৯ সালে ডেঙ্গু মহামারি থেকে অভিজ্ঞতা অর্জন করেছি। পরের বছর ২০২০ সাল ডেঙ্গু মোকাবিলায় সফল হয়েছি। এবার ২০২১ সালে প্রায় ১৫ হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। আমাদের ডেঙ্গু পরিস্থিতি পৃথিবীর অনেক দেশ থেকেও ভালো অবস্থায় রয়েছে।'
ডেঙ্গু প্রাদুর্ভাবের জন্য লকডাউন ও ঈদের ছুটিকে দায়ী করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, 'লকডাউন ও ঈদের ছুটিতে অনেকে ঘরে তালা দিয়ে গ্রামে চলে গেছেন। আবার অনেক নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে শ্রমিকেরা চলে গেছেন। এসব জায়গায় এডিস মশার প্রজনন হওয়ার সুযোগ হয়েছে। আমি সিটি করপোরেশনের সঙ্গে নিয়মিত তদারক করছি। মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে অনেক মিটিং করেছি। তাঁদের প্রয়োজনীয় সক্ষমতা অর্জনে সহযোগিতা করছি। মশক কর্মীরা সকালে লার্ভিসাইড স্প্রে করে। বিকেলে ফগিং করে মশা নির্মূলে কাজ করা হচ্ছে। সিটি করপোরেশন যথেষ্ট আন্তরিকতার সঙ্গে কাজ করছে। জনগণও আগের চেয়ে সচেতন হচ্ছে।'
উল্লেখ্য, এর আগে গত ১ আগস্ট এক অনুষ্ঠানে মন্ত্রী তাজুল ইসলাম বলেছিলেন, 'আগামী ১৫ আগস্টের মধ্যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। এর জন্য কাউন্সিলরসহ সবাইকে আরও তৎপর হতে হবে।'

মাসখানেকের মধ্যে দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, 'স্থানীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো ডেঙ্গু মোকাবিলায় আন্তরিকভাবে কাজ করছে। ডেঙ্গু মোকাবিলায় আমরা সফল হয়েছি। ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে জনগণের সচেতনতা জরুরি।'
আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘ইউ সাপোর্ট টু হেলথ অ্যান্ড নিউট্রিশন টু দ্য পুওর ইন আরবার বাংলাদেশ’ প্রকল্পের সমাপনী কর্মশালার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী।
স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘আশা করি মাসখানেকের মধ্যে আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে পারব। একটা সহনশীল জায়গায় আনতে পারব। তবে জনসচেতনতা প্রয়োজন, এটা থেকে উদ্ধার হতে হলে জনগণের সম্পৃক্ততা লাগবে।'
তাজুল ইসলাম বলেন, 'ডেঙ্গু বৈশ্বিক ইস্যু। ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, থাইল্যান্ডসহ পৃথিবীর অনেক দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব রয়েছে। আমরা ২০১৯ সালে ডেঙ্গু মহামারি থেকে অভিজ্ঞতা অর্জন করেছি। পরের বছর ২০২০ সাল ডেঙ্গু মোকাবিলায় সফল হয়েছি। এবার ২০২১ সালে প্রায় ১৫ হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। আমাদের ডেঙ্গু পরিস্থিতি পৃথিবীর অনেক দেশ থেকেও ভালো অবস্থায় রয়েছে।'
ডেঙ্গু প্রাদুর্ভাবের জন্য লকডাউন ও ঈদের ছুটিকে দায়ী করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, 'লকডাউন ও ঈদের ছুটিতে অনেকে ঘরে তালা দিয়ে গ্রামে চলে গেছেন। আবার অনেক নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে শ্রমিকেরা চলে গেছেন। এসব জায়গায় এডিস মশার প্রজনন হওয়ার সুযোগ হয়েছে। আমি সিটি করপোরেশনের সঙ্গে নিয়মিত তদারক করছি। মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে অনেক মিটিং করেছি। তাঁদের প্রয়োজনীয় সক্ষমতা অর্জনে সহযোগিতা করছি। মশক কর্মীরা সকালে লার্ভিসাইড স্প্রে করে। বিকেলে ফগিং করে মশা নির্মূলে কাজ করা হচ্ছে। সিটি করপোরেশন যথেষ্ট আন্তরিকতার সঙ্গে কাজ করছে। জনগণও আগের চেয়ে সচেতন হচ্ছে।'
উল্লেখ্য, এর আগে গত ১ আগস্ট এক অনুষ্ঠানে মন্ত্রী তাজুল ইসলাম বলেছিলেন, 'আগামী ১৫ আগস্টের মধ্যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। এর জন্য কাউন্সিলরসহ সবাইকে আরও তৎপর হতে হবে।'

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটের বিষয়ে সারা দেশে প্রচার চালানো হচ্ছে সরকারের পক্ষ থেকে। কিন্তু এই প্রচার যেন নামকাওয়াস্তে। প্রচারকাজে অংশ নেওয়া ভোটের গাড়ি সুপার ক্যারাভান শুধু শহর এলাকাতেই ঘুরছে। প্রত্যন্ত অঞ্চলে এসব গাড়ি না যাওয়ায় বেশির ভাগ ভোটার এই প্রচারণার বাইরে থেকে যাচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনে নির্বাচন কমিশনে (ইসি) ১২২টি আপিল আবেদন জমা পড়েছে। মঙ্গলবার ইসির আইন শাখার সিনিয়র সহকারী সচিব মাইনুল ইসলাম এ তথ্য জানান।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার বড় ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও সামাজিক বিভাজন সৃষ্টি করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বক্তারা। তাঁদের মতে, এই ঝুঁকি মোকাবিলায় নির্বাচন কমিশন ও সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ, সক্ষমতা—এমনকি সদিচ্ছারও ঘাটতি স্পষ্ট।
৬ ঘণ্টা আগে
শুনানি শেষে সালমান এফ রহমান ও আনিসুল হককে অভিযোগ থেকে অব্যাহতি দিতে আবেদন করেন তাঁদের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। অন্যদিকে তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
৭ ঘণ্টা আগে