নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি এবং তার প্রেক্ষিত স্মরণের লক্ষ্যে জুলাই স্মৃতি জাদুঘরের সংগ্রহশালার জন্য শহীদদের স্মারক সংগ্রহ করা শুরু হয়েছে। গতকাল শনিবার থেকে এ কার্যক্রম শুরু হয়।
অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী গতকাল শনিবার জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় শহীদ ওয়াসিম আকরামের গ্রামের বাড়ি কক্সবাজারের পেকুয়ায় গিয়ে তাঁর পরিবারের কাছ থেকে শহীদের স্মারক সংগ্রহের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা করেন।
তিনি এ সময় শহীদ ওয়াসিম আকরাম ও জুলাইয়ের সব শহীদদের জন্য দোয়া ও মোনাজাতে অংশ নেন এবং শহীদের মা-বাবার সঙ্গে একান্তে সময় কাটান। ওয়াসিমের পরিবার উপদেষ্টার কাছে ওয়াসিমের ব্যবহৃত বিভিন্ন স্মৃতিচিহ্ন হস্তান্তর করেন।
এ সময়ে উপদেষ্টা ফারুকীর সঙ্গে জুলাই জাদুঘরের প্রধান কিউরেটর তানজিম ওয়াহাবের নেতৃত্বে হাসান ইনাম এবং মোশফিকুর রহমান জোহানের সমন্বয়ে একটি ভিজুয়াল টিম ঘরজুড়ে শহীদ ওয়াসিমের অনুপস্থিতির হাহাকার ডকুমেন্টেশনের কাজ করে। বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে শহীদ পরিবারের হাহাকার এবং বেদনা তুলে ধরার জন্যই এই উদ্যোগ।
এই কার্যক্রমের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মৃতিকে সংরক্ষণ করার লক্ষ্যে স্মারক ও শূন্যতা সংরক্ষণ কার্যক্রম এর আনুষ্ঠানিক সূচনা হলো। এই কার্যক্রমের অংশ হিসেবে উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আগামীকাল শহীদ ফয়সাল আহমেদ শান্ত, শহীদ ওমর ফারুক ও শহীদ শহীদুলের পরিবারের কাছে যাবেন, তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তাদের স্মৃতি স্মারক সংগ্রহ করবেন।
জুলাই স্মৃতি জাদুঘরের জন্য সারা দেশ থেকে এই স্মারক সংগ্রহ কর্মসূচি বাস্তবায়ন করবে জুলাই স্মৃতি জাদুঘরের আর্কাইভ ও কালেকশন টিম। বাংলাদেশের সব প্রান্ত থেকে জুলাইয়ের স্মৃতি সংগ্রহের জন্য জুলাই আন্দোলনের ছবি, ভিডিও এবং আন্দোলনের নানা উপকরণ, চিঠি ইত্যাদি জুলাই স্মৃতি জাদুঘরে জমাদানের অনুরোধ জানিয়ে একটি বিজ্ঞাপনও নির্মাণাধীন যা অতি শিগগিরই সম্প্রচার করা হবে।
এ ছাড়া, আজ আরেক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জুলাই গণ-অভ্যুত্থান শাখার উদ্যোগে কক্সবাজারের পেকুয়া উপজেলায় জুলাই অভ্যুত্থানের আহতদের জন্য বরাদ্দকৃত চেক বিতরণ করেন মোস্তফা সরয়ার ফারুকী। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সালাহ্উদ্দিন।

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি এবং তার প্রেক্ষিত স্মরণের লক্ষ্যে জুলাই স্মৃতি জাদুঘরের সংগ্রহশালার জন্য শহীদদের স্মারক সংগ্রহ করা শুরু হয়েছে। গতকাল শনিবার থেকে এ কার্যক্রম শুরু হয়।
অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী গতকাল শনিবার জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় শহীদ ওয়াসিম আকরামের গ্রামের বাড়ি কক্সবাজারের পেকুয়ায় গিয়ে তাঁর পরিবারের কাছ থেকে শহীদের স্মারক সংগ্রহের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা করেন।
তিনি এ সময় শহীদ ওয়াসিম আকরাম ও জুলাইয়ের সব শহীদদের জন্য দোয়া ও মোনাজাতে অংশ নেন এবং শহীদের মা-বাবার সঙ্গে একান্তে সময় কাটান। ওয়াসিমের পরিবার উপদেষ্টার কাছে ওয়াসিমের ব্যবহৃত বিভিন্ন স্মৃতিচিহ্ন হস্তান্তর করেন।
এ সময়ে উপদেষ্টা ফারুকীর সঙ্গে জুলাই জাদুঘরের প্রধান কিউরেটর তানজিম ওয়াহাবের নেতৃত্বে হাসান ইনাম এবং মোশফিকুর রহমান জোহানের সমন্বয়ে একটি ভিজুয়াল টিম ঘরজুড়ে শহীদ ওয়াসিমের অনুপস্থিতির হাহাকার ডকুমেন্টেশনের কাজ করে। বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে শহীদ পরিবারের হাহাকার এবং বেদনা তুলে ধরার জন্যই এই উদ্যোগ।
এই কার্যক্রমের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মৃতিকে সংরক্ষণ করার লক্ষ্যে স্মারক ও শূন্যতা সংরক্ষণ কার্যক্রম এর আনুষ্ঠানিক সূচনা হলো। এই কার্যক্রমের অংশ হিসেবে উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আগামীকাল শহীদ ফয়সাল আহমেদ শান্ত, শহীদ ওমর ফারুক ও শহীদ শহীদুলের পরিবারের কাছে যাবেন, তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তাদের স্মৃতি স্মারক সংগ্রহ করবেন।
জুলাই স্মৃতি জাদুঘরের জন্য সারা দেশ থেকে এই স্মারক সংগ্রহ কর্মসূচি বাস্তবায়ন করবে জুলাই স্মৃতি জাদুঘরের আর্কাইভ ও কালেকশন টিম। বাংলাদেশের সব প্রান্ত থেকে জুলাইয়ের স্মৃতি সংগ্রহের জন্য জুলাই আন্দোলনের ছবি, ভিডিও এবং আন্দোলনের নানা উপকরণ, চিঠি ইত্যাদি জুলাই স্মৃতি জাদুঘরে জমাদানের অনুরোধ জানিয়ে একটি বিজ্ঞাপনও নির্মাণাধীন যা অতি শিগগিরই সম্প্রচার করা হবে।
এ ছাড়া, আজ আরেক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জুলাই গণ-অভ্যুত্থান শাখার উদ্যোগে কক্সবাজারের পেকুয়া উপজেলায় জুলাই অভ্যুত্থানের আহতদের জন্য বরাদ্দকৃত চেক বিতরণ করেন মোস্তফা সরয়ার ফারুকী। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সালাহ্উদ্দিন।

আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া বৈধ প্রার্থীদের প্রায় এক-তৃতীয়াংশই বয়সে তরুণ ও যুবক। মোট প্রার্থীর ৩১ দশমিক ৩১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। দলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, শতাংশের হিসাবে তরুণ প্রার্থী সবচেয়ে বেশি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টিতে
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন। তাঁদের প্রায় অর্ধেক প্রবাসী বাংলাদেশি। প্রবাসীরা এবারই প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশন বলেছে, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধনে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে
সারা দেশের জেলা আদালত ও উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস করার সুপারিশ বাস্তবায়ন হয়নি এক বছরেও। বিলুপ্ত বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ইতিমধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় হলেও স্থায়ী অ্যাটর্নি সার্ভিস হয়নি।
২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকুর স্ত্রী রহিমা আক্তারের নামে থাকা একটি ১০ তলা ভবন ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ গজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
৫ ঘণ্টা আগে