নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত এক মাসে পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ হয়ে গেছে ৷ কৃষি মন্ত্রণালয়ের অনুমতি না থাকায় পেঁয়াজ আমদানি করা যাচ্ছে না৷ তবে দুদিনের মধ্যে দাম না কমলে কৃষি মন্ত্রণালয় পেঁয়াজ আমদানির অনুমতি দেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন ৷
সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, ‘পেঁয়াজ আমদানিতে কোনো বাধা নেই। কৃষি মন্ত্রণালয় একটা ইমপোর্ট পারমিট (আমদানির অনুমতি) দেয়। তারা এত দিন ধরে সেটা বন্ধ রেখেছিল। আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ে কোনো বাধা নেই। তারা (কৃষি মন্ত্রণালয়) চাইছিল যে আমাদের দেশের কৃষকেরা যেন ন্যায্য দাম পান। গতকাল আমি শুনেছি, আজকে বা কালকের মধ্যে যদি দাম না কমে তাহলে তারা পারমিশনটা (অনুমতি) দিয়ে দেবে।’
চিনির দাম বৃদ্ধি নিয়ে অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী টিপু মুনশি বলেন, ‘আগামী এক-দুই দিনের মধ্যে চিনির দাম কমবে। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চিনি বিক্রি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
তবে চিনির দাম আর বাড়বে না উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমাদের ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন যারা এসব দাম ঠিক করে, তারা সমস্ত রকম ক্রাইটেরিয়া ফুলফিল করে একটি দাম ঠিক করেছে। আমরা যে দাম ঠিক করেছি তার থেকে বেশি দামে বাজারে চিনি বিক্রি হয়, সেটা আমরা জানি। আমরা ভোক্তা অধিকার ও অ্যাডমিনিস্ট্রেশনকে নির্দেশনা দিয়েছি, যাতে করে যারা নির্ধারিত দামের থেকে বেশি দামে চিনি বিক্রি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।’

গত এক মাসে পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ হয়ে গেছে ৷ কৃষি মন্ত্রণালয়ের অনুমতি না থাকায় পেঁয়াজ আমদানি করা যাচ্ছে না৷ তবে দুদিনের মধ্যে দাম না কমলে কৃষি মন্ত্রণালয় পেঁয়াজ আমদানির অনুমতি দেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন ৷
সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, ‘পেঁয়াজ আমদানিতে কোনো বাধা নেই। কৃষি মন্ত্রণালয় একটা ইমপোর্ট পারমিট (আমদানির অনুমতি) দেয়। তারা এত দিন ধরে সেটা বন্ধ রেখেছিল। আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ে কোনো বাধা নেই। তারা (কৃষি মন্ত্রণালয়) চাইছিল যে আমাদের দেশের কৃষকেরা যেন ন্যায্য দাম পান। গতকাল আমি শুনেছি, আজকে বা কালকের মধ্যে যদি দাম না কমে তাহলে তারা পারমিশনটা (অনুমতি) দিয়ে দেবে।’
চিনির দাম বৃদ্ধি নিয়ে অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী টিপু মুনশি বলেন, ‘আগামী এক-দুই দিনের মধ্যে চিনির দাম কমবে। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চিনি বিক্রি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
তবে চিনির দাম আর বাড়বে না উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমাদের ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন যারা এসব দাম ঠিক করে, তারা সমস্ত রকম ক্রাইটেরিয়া ফুলফিল করে একটি দাম ঠিক করেছে। আমরা যে দাম ঠিক করেছি তার থেকে বেশি দামে বাজারে চিনি বিক্রি হয়, সেটা আমরা জানি। আমরা ভোক্তা অধিকার ও অ্যাডমিনিস্ট্রেশনকে নির্দেশনা দিয়েছি, যাতে করে যারা নির্ধারিত দামের থেকে বেশি দামে চিনি বিক্রি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।’

রাজধানী ঢাকার উপকণ্ঠে সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার ও আশপাশ থেকে গত সাতে মাসের মধ্যে ছয়টি লাশ উদ্ধারের ঘটনায় মশিউর রহমান সবুজকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই ঘটনার পর নতুন করে আলোচনায় এসেছেন আরেক সিরিয়াল কিলার রসু খাঁ।
২৩ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ৩০৫ জন প্রার্থী তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে এখন মোট ১ হাজার ৯৬৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
১ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ফুটবল প্রতীক পেয়েছেন। আজ বুধবার দুপুরে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে তিনি প্রতীক সংগ্রহ করেন।
২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করছে সরকার। সারা দেশের ৪২ হাজার ভোটকেন্দ্রের মধ্যে প্রায় অর্ধেকই ‘অতি গুরুত্বপূর্ণ’ ও ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
২ ঘণ্টা আগে