নিজস্ব প্রতিবেদক, ঢাকা

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ভালো কাজ করলেও তাদের বিরুদ্ধে শুধু অপপ্রচার করা হচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সব দোষ এই এলিট বাহিনীর ঘাড়ে চাপিয়ে তাদের প্রতি অবিচার করা হচ্ছে বলেও মনে করছেন তিনি।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিন আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
র্যাবকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ১২টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। সংস্থাগুলো এমন দাবি জানিয়ে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ পিয়েরে ল্যাকরোইক্সকে চিঠি দিয়েছে। বিষয়টি বৃহস্পতিবার হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে এক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি পেছনের দিকে তাকান র্যাব কখন তৈরি হয়েছিল? র্যাব যারা তৈরি করেছিলেন এখন তারা র্যাবকে অপছন্দ করছেন। র্যাবের বিরুদ্ধে নানান ধরনের অপপ্রচার করছেন। র্যাব যে ভালো কাজগুলো করছে সেগুলো তারা তুলে ধরছেন না। র্যাব যে মাদকের বিরুদ্ধে কাজ করছে, ভেজাল দ্রব্য নিয়ন্ত্রণের জন্য কাজ করছে, জলদস্যুমুক্ত করল, চরমপন্থীদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে, তারা যে সব সময় জঙ্গি-সন্ত্রাস দমনের জন্য কাজ করছে সে কথাগুলো তারা কখনো তুলে ধরে না। তারা নানান ধরনের মানবাধিকারের কথা বলে।’
মন্ত্রী বলেন, ‘আমরা তো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এমন কোনো দেশ নেই যেখানে এনকাউন্টার বা এ ধরনের ঘটনা ঘটে না। পুলিশ বাহিনীর সঙ্গে কেউ যদি অস্ত্র তুলে কথা বলে পুলিশ বাহিনী তো তখন নিশ্চুপ হয়ে বসে থাকে না। তখনই এ সমস্ত ফায়ারিংয়ের ঘটনা ঘটে। এগুলো যদি সবই এলিট ফোর্স র্যাবের ঘাড়ে দিয়ে দেওয়া হয়, তাহলে আমি মনে করি এটা তাদের প্রতি অবিচার হচ্ছে।’
তাহলে র্যাব রাজনৈতিক বিরোধের মুখে কিনা এ প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারাই বিচার করবেন, এই প্রশ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম।’
ডিসি সম্মেলনে আলোচনার বিষয়বস্তু তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডিসিদের আমরা আমাদের সফলতার কথা বলেছি, আগামীতে কোন জায়গায় যাব সেই কথা বলেছি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি পুলিশকে যে জায়গায় দেখতে চেয়েছিলেন আমরা সেই জায়গায় কাছাকাছি চলে এসেছি। আমরা বিশ্বমানের পুলিশ তৈরির জন্য এগিয়ে চলছি। আমাদের কোস্টগার্ড, বিজিবিকে শক্তিশালী করছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যেসব দপ্তর-অধিদপ্তর আছে, সেগুলোকে এগিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে চলছি।’
আসাদুজ্জামান বলেন, ‘যে গতিতে দেশ চলছে সেটা ধরে রাখতে সুরক্ষা ও নিরাপত্তা জোরদার করতে হবে, আমরা সেটা ডিসিদের জানিয়েছি। আমরা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে পেরেছি। আইনশৃঙ্খলা বাহিনীগুলোর দক্ষতা, সক্ষমতা বৃদ্ধির জন্য যা যা প্রয়োজন আমরা সেগুলো করছি। আমরা চাচ্ছি বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সিকিউরিটি বাহিনী বিশ্বমানের হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফায়ার জোন, ফাঁড়ি করা, নৌ পুলিশ বাড়ানো, কোস্ট গার্ডের ঘাঁটি করার বিষয়ে ডিসিরা কথা বলেছেন। তারা জুয়া আইনে সাজার মেয়াদ বাড়ানোর দাবি করেছেন। ব্রিটিশ আমলের এই আইন আমরা অনুসরণ করছি, এটাকে হালনাগাদ করার ব্যবস্থা নেব। ডিসি-এসপিসহ প্রশাসনের কাজে যারা নিয়োজিত আছেন তাদের একসঙ্গে মিলেমিশে কাজ করতে বলা হয়েছে।’

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ভালো কাজ করলেও তাদের বিরুদ্ধে শুধু অপপ্রচার করা হচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সব দোষ এই এলিট বাহিনীর ঘাড়ে চাপিয়ে তাদের প্রতি অবিচার করা হচ্ছে বলেও মনে করছেন তিনি।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিন আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
র্যাবকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ১২টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। সংস্থাগুলো এমন দাবি জানিয়ে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ পিয়েরে ল্যাকরোইক্সকে চিঠি দিয়েছে। বিষয়টি বৃহস্পতিবার হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে এক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি পেছনের দিকে তাকান র্যাব কখন তৈরি হয়েছিল? র্যাব যারা তৈরি করেছিলেন এখন তারা র্যাবকে অপছন্দ করছেন। র্যাবের বিরুদ্ধে নানান ধরনের অপপ্রচার করছেন। র্যাব যে ভালো কাজগুলো করছে সেগুলো তারা তুলে ধরছেন না। র্যাব যে মাদকের বিরুদ্ধে কাজ করছে, ভেজাল দ্রব্য নিয়ন্ত্রণের জন্য কাজ করছে, জলদস্যুমুক্ত করল, চরমপন্থীদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে, তারা যে সব সময় জঙ্গি-সন্ত্রাস দমনের জন্য কাজ করছে সে কথাগুলো তারা কখনো তুলে ধরে না। তারা নানান ধরনের মানবাধিকারের কথা বলে।’
মন্ত্রী বলেন, ‘আমরা তো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এমন কোনো দেশ নেই যেখানে এনকাউন্টার বা এ ধরনের ঘটনা ঘটে না। পুলিশ বাহিনীর সঙ্গে কেউ যদি অস্ত্র তুলে কথা বলে পুলিশ বাহিনী তো তখন নিশ্চুপ হয়ে বসে থাকে না। তখনই এ সমস্ত ফায়ারিংয়ের ঘটনা ঘটে। এগুলো যদি সবই এলিট ফোর্স র্যাবের ঘাড়ে দিয়ে দেওয়া হয়, তাহলে আমি মনে করি এটা তাদের প্রতি অবিচার হচ্ছে।’
তাহলে র্যাব রাজনৈতিক বিরোধের মুখে কিনা এ প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারাই বিচার করবেন, এই প্রশ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম।’
ডিসি সম্মেলনে আলোচনার বিষয়বস্তু তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডিসিদের আমরা আমাদের সফলতার কথা বলেছি, আগামীতে কোন জায়গায় যাব সেই কথা বলেছি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি পুলিশকে যে জায়গায় দেখতে চেয়েছিলেন আমরা সেই জায়গায় কাছাকাছি চলে এসেছি। আমরা বিশ্বমানের পুলিশ তৈরির জন্য এগিয়ে চলছি। আমাদের কোস্টগার্ড, বিজিবিকে শক্তিশালী করছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যেসব দপ্তর-অধিদপ্তর আছে, সেগুলোকে এগিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে চলছি।’
আসাদুজ্জামান বলেন, ‘যে গতিতে দেশ চলছে সেটা ধরে রাখতে সুরক্ষা ও নিরাপত্তা জোরদার করতে হবে, আমরা সেটা ডিসিদের জানিয়েছি। আমরা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে পেরেছি। আইনশৃঙ্খলা বাহিনীগুলোর দক্ষতা, সক্ষমতা বৃদ্ধির জন্য যা যা প্রয়োজন আমরা সেগুলো করছি। আমরা চাচ্ছি বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সিকিউরিটি বাহিনী বিশ্বমানের হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফায়ার জোন, ফাঁড়ি করা, নৌ পুলিশ বাড়ানো, কোস্ট গার্ডের ঘাঁটি করার বিষয়ে ডিসিরা কথা বলেছেন। তারা জুয়া আইনে সাজার মেয়াদ বাড়ানোর দাবি করেছেন। ব্রিটিশ আমলের এই আইন আমরা অনুসরণ করছি, এটাকে হালনাগাদ করার ব্যবস্থা নেব। ডিসি-এসপিসহ প্রশাসনের কাজে যারা নিয়োজিত আছেন তাদের একসঙ্গে মিলেমিশে কাজ করতে বলা হয়েছে।’

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অপপ্রচার ও ভুয়া তথ্য ঠেকাতে বাংলাদেশকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করবে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। আজ মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ফোনালাপে এ বিষয়ে আলোচনা হয়।
২২ মিনিট আগে
ব্যক্তিগত নিরাপত্তার জন্য সরকারের পক্ষ থেকে গানম্যান (অস্ত্রধারী দেহরক্ষী) পাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। একই সঙ্গে তাঁর বাসভবনের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হবে।
১ ঘণ্টা আগে
২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনায় ১ মাস থেকে ১৭ বছর বয়সী মোট ১০০৮ জন শিশু নিহত হয়েছে। সড়ক ও সড়ক পরিবহন ব্যবস্থার দুর্বলতা এবং ট্রাফিক আইন বিষয়ে সচেতনতার অভাবকে এই মৃত্যুর প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।
২ ঘণ্টা আগে
উত্তরা টঙ্গী ব্রিজের কাছে একটি শিল্প গ্রাহকের সার্ভিস লাইনের ভালভ ফেটে লিকেজ সৃষ্টি হওয়ায় উত্তরাসহ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে