বিশেষ প্রতিনিধি, ঢাকা

আন্তর্জাতিক রুটে চলাচলকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ড্রিমলাইনার উড়োজাহাজে আবারও যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। দুবাই থেকে আসা ফ্লাইট বিজি-১৪৪ আজ বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিটে ২৮৭ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ফ্লাইটটির পরবর্তী গন্তব্য ছিল ঢাকা। তবে উড্ডয়নের কিছুক্ষণ পরই উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটির বিষয়টি ধরা পড়ে। ফলে বিমানের পাইলট ঢাকায় যাওয়ার পরিবর্তে জরুরি সিদ্ধান্ত নিয়ে আবারও চট্টগ্রামে ফিরে আসেন।
ফ্লাইটটি সকাল ৮টা ৩৭ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং যান্ত্রিক ত্রুটির কারণে মাত্র ২১ মিনিট পর সকাল ৮টা ৫৮ মিনিটে শাহ আমানত বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
চট্টগ্রাম বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফ্লাইটটি চট্টগ্রাম থেকে উড্ডয়নের পর ল্যান্ডিং গিয়ারের দরজা বন্ধ হচ্ছিল না। ফলে অতিরিক্ত জ্বালানি খরচ হচ্ছিল। এ অবস্থায় ঢাকা পর্যন্ত ফ্লাইটটি পৌঁছানো সম্ভব হবে না আশঙ্কা করে পাইলট ফ্লাইটটি আবারও চট্টগ্রামে অবতরণের সিদ্ধান্ত নেন।
চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, উড়োজাহাজটি বর্তমানে চট্টগ্রাম বিমানবন্দরের বে নম্বর-৮ এ অবস্থান করছে। ফ্লাইটের সব যাত্রী নিরাপদে রয়েছেন এবং তাদের মধ্যে কেউ আহত হননি। যাত্রীরা বিমানবন্দরে অবস্থান করছেন। তবে সর্বশেষ আপডেটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে সূত্র জানিয়েছে, সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ফ্লাইটটি ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যায়।

আন্তর্জাতিক রুটে চলাচলকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ড্রিমলাইনার উড়োজাহাজে আবারও যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। দুবাই থেকে আসা ফ্লাইট বিজি-১৪৪ আজ বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিটে ২৮৭ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ফ্লাইটটির পরবর্তী গন্তব্য ছিল ঢাকা। তবে উড্ডয়নের কিছুক্ষণ পরই উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটির বিষয়টি ধরা পড়ে। ফলে বিমানের পাইলট ঢাকায় যাওয়ার পরিবর্তে জরুরি সিদ্ধান্ত নিয়ে আবারও চট্টগ্রামে ফিরে আসেন।
ফ্লাইটটি সকাল ৮টা ৩৭ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং যান্ত্রিক ত্রুটির কারণে মাত্র ২১ মিনিট পর সকাল ৮টা ৫৮ মিনিটে শাহ আমানত বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
চট্টগ্রাম বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফ্লাইটটি চট্টগ্রাম থেকে উড্ডয়নের পর ল্যান্ডিং গিয়ারের দরজা বন্ধ হচ্ছিল না। ফলে অতিরিক্ত জ্বালানি খরচ হচ্ছিল। এ অবস্থায় ঢাকা পর্যন্ত ফ্লাইটটি পৌঁছানো সম্ভব হবে না আশঙ্কা করে পাইলট ফ্লাইটটি আবারও চট্টগ্রামে অবতরণের সিদ্ধান্ত নেন।
চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, উড়োজাহাজটি বর্তমানে চট্টগ্রাম বিমানবন্দরের বে নম্বর-৮ এ অবস্থান করছে। ফ্লাইটের সব যাত্রী নিরাপদে রয়েছেন এবং তাদের মধ্যে কেউ আহত হননি। যাত্রীরা বিমানবন্দরে অবস্থান করছেন। তবে সর্বশেষ আপডেটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে সূত্র জানিয়েছে, সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ফ্লাইটটি ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে শেষ দিনের আপিল শুনানি চলছে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ রোববার সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে আপিল শুনানি শুরু হয়।
২ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আজ রোববার। পাশাপাশি এদিন দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়েও সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
১২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগ নষ্ট করার অভিযোগ তুলেছে রাজনৈতিক দলগুলো। দলগুলোর এই অভিযোগের কাঠগড়ায় নির্বাচন কমিশন (ইসি)। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন দল ইসির বিরুদ্ধে অভিযোগ এনেছে।
১২ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আগামীকাল রোববার। পাশাপাশি এদিন দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়েও সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
১৫ ঘণ্টা আগে