বিশেষ প্রতিনিধি, ঢাকা

আন্তর্জাতিক রুটে চলাচলকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ড্রিমলাইনার উড়োজাহাজে আবারও যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। দুবাই থেকে আসা ফ্লাইট বিজি-১৪৪ আজ বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিটে ২৮৭ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ফ্লাইটটির পরবর্তী গন্তব্য ছিল ঢাকা। তবে উড্ডয়নের কিছুক্ষণ পরই উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটির বিষয়টি ধরা পড়ে। ফলে বিমানের পাইলট ঢাকায় যাওয়ার পরিবর্তে জরুরি সিদ্ধান্ত নিয়ে আবারও চট্টগ্রামে ফিরে আসেন।
ফ্লাইটটি সকাল ৮টা ৩৭ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং যান্ত্রিক ত্রুটির কারণে মাত্র ২১ মিনিট পর সকাল ৮টা ৫৮ মিনিটে শাহ আমানত বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
চট্টগ্রাম বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফ্লাইটটি চট্টগ্রাম থেকে উড্ডয়নের পর ল্যান্ডিং গিয়ারের দরজা বন্ধ হচ্ছিল না। ফলে অতিরিক্ত জ্বালানি খরচ হচ্ছিল। এ অবস্থায় ঢাকা পর্যন্ত ফ্লাইটটি পৌঁছানো সম্ভব হবে না আশঙ্কা করে পাইলট ফ্লাইটটি আবারও চট্টগ্রামে অবতরণের সিদ্ধান্ত নেন।
চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, উড়োজাহাজটি বর্তমানে চট্টগ্রাম বিমানবন্দরের বে নম্বর-৮ এ অবস্থান করছে। ফ্লাইটের সব যাত্রী নিরাপদে রয়েছেন এবং তাদের মধ্যে কেউ আহত হননি। যাত্রীরা বিমানবন্দরে অবস্থান করছেন। তবে সর্বশেষ আপডেটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে সূত্র জানিয়েছে, সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ফ্লাইটটি ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যায়।

আন্তর্জাতিক রুটে চলাচলকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ড্রিমলাইনার উড়োজাহাজে আবারও যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। দুবাই থেকে আসা ফ্লাইট বিজি-১৪৪ আজ বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিটে ২৮৭ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ফ্লাইটটির পরবর্তী গন্তব্য ছিল ঢাকা। তবে উড্ডয়নের কিছুক্ষণ পরই উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটির বিষয়টি ধরা পড়ে। ফলে বিমানের পাইলট ঢাকায় যাওয়ার পরিবর্তে জরুরি সিদ্ধান্ত নিয়ে আবারও চট্টগ্রামে ফিরে আসেন।
ফ্লাইটটি সকাল ৮টা ৩৭ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং যান্ত্রিক ত্রুটির কারণে মাত্র ২১ মিনিট পর সকাল ৮টা ৫৮ মিনিটে শাহ আমানত বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
চট্টগ্রাম বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফ্লাইটটি চট্টগ্রাম থেকে উড্ডয়নের পর ল্যান্ডিং গিয়ারের দরজা বন্ধ হচ্ছিল না। ফলে অতিরিক্ত জ্বালানি খরচ হচ্ছিল। এ অবস্থায় ঢাকা পর্যন্ত ফ্লাইটটি পৌঁছানো সম্ভব হবে না আশঙ্কা করে পাইলট ফ্লাইটটি আবারও চট্টগ্রামে অবতরণের সিদ্ধান্ত নেন।
চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, উড়োজাহাজটি বর্তমানে চট্টগ্রাম বিমানবন্দরের বে নম্বর-৮ এ অবস্থান করছে। ফ্লাইটের সব যাত্রী নিরাপদে রয়েছেন এবং তাদের মধ্যে কেউ আহত হননি। যাত্রীরা বিমানবন্দরে অবস্থান করছেন। তবে সর্বশেষ আপডেটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে সূত্র জানিয়েছে, সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ফ্লাইটটি ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে প্রার্থীতা ফিরে পেয়েছেন আরও ৫৩ জন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) শুনানির চতুর্থ দিন শেষে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। তাঁদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা
৪ মিনিট আগে
সাত দেশে থাকা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবের ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের মোট ৩২৮টি অ্যাপার্টমেন্ট, বাড়ি ও দোকান ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
২৫ মিনিট আগে
২০২৫ সালের মহান বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) এক অনন্য আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশ। সেদিন ঢাকায় অনুষ্ঠিত একটি বিশেষ প্যারাস্যুট জাম্প অভিযানের মাধ্যমে একসঙ্গে সর্বাধিক ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের বিশ্ব রেকর্ড গড়েছে বাংলাদেশ।
৩৫ মিনিট আগে
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের বিদেশে থাকা অ্যাপার্টমেন্ট, বাড়ি, দোকানসহ মোট ১৮২৪ কোটি ৯ লাখ ৯৯ হাজার ৯০৫ টাকার সম্পদ ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে