নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সংলাপের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু যে চিঠি দিয়েছেন, তাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় কোনো প্রভাব ফেলবে না। নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম আজ মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু যে চিঠি দিয়েছেন, তাতে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় কোনো প্রভাব পড়বে কি না—এমন এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘অবশ্যই না। কোনো প্রভাব পড়বে না।’
ডোনাল্ড লুর চিঠির বিষয়ে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘প্রথমত, এটি সংলাপের চিঠি কি না, তা কমিশন অবহিত নয়। কমিশন তার নিজস্ব গতিতে, সাংবিধানিক দায়বদ্ধতার আলোকে যেভাবে রোডম্যাপ ঘোষণা করেছে, সেভাবেই অগ্রসর হচ্ছে।’
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে কোনো শর্ত ছাড়াই সংলাপে বসার আহ্বান জানায় ঢাকার মার্কিন দূতাবাস। গতকাল সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আহ্বানের কথা জানিয়েছেন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি।
দূতাবাস বলেছে, নির্বাচন প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করার জন্য রাষ্ট্রদূত পিটার হাস তিন প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছেন। কূটনৈতিক একটি সূত্রে জানা গেছে, দল তিনটি হলো—আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি।
দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। এ ছাড়া নির্বাচনসংশ্লিষ্ট সব পক্ষকে সহিংসতা এড়ানো ও সংযম মেনে চলারও আহ্বান জানানো হয়েছে। নির্বাচনে কোনো দলকেই যুক্তরাষ্ট্র সমর্থন করে না উল্লেখ করে দূতাবাস বলেছে, গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে যে-ই বাধাগ্রস্ত করুক, তাদের ওপর যুক্তরাষ্ট্র সম্প্রতি ঘোষিত ভিসানীতি প্রয়োগ করতে পারে।

বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সংলাপের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু যে চিঠি দিয়েছেন, তাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় কোনো প্রভাব ফেলবে না। নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম আজ মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু যে চিঠি দিয়েছেন, তাতে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় কোনো প্রভাব পড়বে কি না—এমন এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘অবশ্যই না। কোনো প্রভাব পড়বে না।’
ডোনাল্ড লুর চিঠির বিষয়ে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘প্রথমত, এটি সংলাপের চিঠি কি না, তা কমিশন অবহিত নয়। কমিশন তার নিজস্ব গতিতে, সাংবিধানিক দায়বদ্ধতার আলোকে যেভাবে রোডম্যাপ ঘোষণা করেছে, সেভাবেই অগ্রসর হচ্ছে।’
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে কোনো শর্ত ছাড়াই সংলাপে বসার আহ্বান জানায় ঢাকার মার্কিন দূতাবাস। গতকাল সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আহ্বানের কথা জানিয়েছেন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি।
দূতাবাস বলেছে, নির্বাচন প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করার জন্য রাষ্ট্রদূত পিটার হাস তিন প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছেন। কূটনৈতিক একটি সূত্রে জানা গেছে, দল তিনটি হলো—আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি।
দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। এ ছাড়া নির্বাচনসংশ্লিষ্ট সব পক্ষকে সহিংসতা এড়ানো ও সংযম মেনে চলারও আহ্বান জানানো হয়েছে। নির্বাচনে কোনো দলকেই যুক্তরাষ্ট্র সমর্থন করে না উল্লেখ করে দূতাবাস বলেছে, গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে যে-ই বাধাগ্রস্ত করুক, তাদের ওপর যুক্তরাষ্ট্র সম্প্রতি ঘোষিত ভিসানীতি প্রয়োগ করতে পারে।

আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া বৈধ প্রার্থীদের প্রায় এক-তৃতীয়াংশই বয়সে তরুণ ও যুবক। মোট প্রার্থীর ৩১ দশমিক ৩১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। দলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, শতাংশের হিসাবে তরুণ প্রার্থী সবচেয়ে বেশি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টিতে
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন। তাঁদের প্রায় অর্ধেক প্রবাসী বাংলাদেশি। প্রবাসীরা এবারই প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশন বলেছে, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধনে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগে
সারা দেশের জেলা আদালত ও উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস করার সুপারিশ বাস্তবায়ন হয়নি এক বছরেও। বিলুপ্ত বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ইতিমধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় হলেও স্থায়ী অ্যাটর্নি সার্ভিস হয়নি।
৫ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকুর স্ত্রী রহিমা আক্তারের নামে থাকা একটি ১০ তলা ভবন ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ গজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
৮ ঘণ্টা আগে