ঢাবি সংবাদদাতা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রলীগের রাজনীতি ফেরানোর চেষ্টায় জড়িত থাকার কারণে আট শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া বুয়েট ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও ২৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি ২৭ জনকে সতর্ক করেছে বুয়েট প্রশাসন।
আজ মঙ্গলবার তাঁদের বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বুয়েটের ছাত্রকল্যাণের পরিচালক সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ কে এম মাসুদ।
ড. এ কে এম মাসুদ বলেন, শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বুয়েট প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি ৪১টি বৈঠক করেছে। এ ছাড়া ডিসিপ্লিনারি কমিটি আরও সাতটি বৈঠক করে। সেখানে অভিযোগ যাচাই-বাছাই করে দেখা গেছে, অভিযুক্তরা বিশ্ববিদ্যালয়ের যে আইন রয়েছে, সেটি লঙ্ঘন করেছেন। এ জন্য আট শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আরও ১২ জনকে ৪ থেকে ৬ সেমিস্টার/টার্মের জন্য বহিষ্কার করা হয়েছে। তাঁদের সাজা আজ থেকে কার্যকর হচ্ছে।
ড. এ কে এম মাসুদ জানান, আরও ছয়জনকে দুই সেমিস্টার/টার্মের জন্য বহিষ্কার করা হয়েছে। তবে এই ছয়জনের বহিষ্কারাদেশ এখন স্থগিত রয়েছে ৷ যদি তাঁরা ভবিষ্যতে কোনো অপরাধ করেন, তাহলে তাঁদের বহিষ্কার তখন থেকে কার্যকর হবে। এর বাইরে সাতজনকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। আরও ২৭ শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে। সাজাপ্রাপ্তদের চিঠি দিয়ে তাঁদের সাজার বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে অবহিত করা হয়েছে।
ড. মাসুদ সাজাপ্রাপ্তদের পরিচয় সম্পর্কে বলেন, কর্তৃপক্ষ সাজাপ্রাপ্তদের পরিচয় সর্বস্তরে প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে। তবে সাজাপ্রাপ্তদের কাছে চিঠি পাঠিয়ে তাঁদের সাজার ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে।
ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলনরত বুয়েটের সাবেক শিক্ষার্থী বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদের আহ্বায়ক এম ওয়ালি উল্লাহ বলেন, বুয়েটের আইনে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও বিগত সরকারের সময় সাজাপ্রাপ্ত শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি ফেরানোর চেষ্টা করেছেন। এই চেষ্টাকে ঘিরে বুয়েটে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। এ ছাড়া বুয়েটের শিক্ষার্থীদের নানা অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রলীগের রাজনীতি ফেরানোর চেষ্টায় জড়িত থাকার কারণে আট শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া বুয়েট ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও ২৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি ২৭ জনকে সতর্ক করেছে বুয়েট প্রশাসন।
আজ মঙ্গলবার তাঁদের বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বুয়েটের ছাত্রকল্যাণের পরিচালক সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ কে এম মাসুদ।
ড. এ কে এম মাসুদ বলেন, শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বুয়েট প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি ৪১টি বৈঠক করেছে। এ ছাড়া ডিসিপ্লিনারি কমিটি আরও সাতটি বৈঠক করে। সেখানে অভিযোগ যাচাই-বাছাই করে দেখা গেছে, অভিযুক্তরা বিশ্ববিদ্যালয়ের যে আইন রয়েছে, সেটি লঙ্ঘন করেছেন। এ জন্য আট শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আরও ১২ জনকে ৪ থেকে ৬ সেমিস্টার/টার্মের জন্য বহিষ্কার করা হয়েছে। তাঁদের সাজা আজ থেকে কার্যকর হচ্ছে।
ড. এ কে এম মাসুদ জানান, আরও ছয়জনকে দুই সেমিস্টার/টার্মের জন্য বহিষ্কার করা হয়েছে। তবে এই ছয়জনের বহিষ্কারাদেশ এখন স্থগিত রয়েছে ৷ যদি তাঁরা ভবিষ্যতে কোনো অপরাধ করেন, তাহলে তাঁদের বহিষ্কার তখন থেকে কার্যকর হবে। এর বাইরে সাতজনকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। আরও ২৭ শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে। সাজাপ্রাপ্তদের চিঠি দিয়ে তাঁদের সাজার বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে অবহিত করা হয়েছে।
ড. মাসুদ সাজাপ্রাপ্তদের পরিচয় সম্পর্কে বলেন, কর্তৃপক্ষ সাজাপ্রাপ্তদের পরিচয় সর্বস্তরে প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে। তবে সাজাপ্রাপ্তদের কাছে চিঠি পাঠিয়ে তাঁদের সাজার ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে।
ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলনরত বুয়েটের সাবেক শিক্ষার্থী বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদের আহ্বায়ক এম ওয়ালি উল্লাহ বলেন, বুয়েটের আইনে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও বিগত সরকারের সময় সাজাপ্রাপ্ত শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি ফেরানোর চেষ্টা করেছেন। এই চেষ্টাকে ঘিরে বুয়েটে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। এ ছাড়া বুয়েটের শিক্ষার্থীদের নানা অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা ৭২৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। বাছাইয়ের শেষ দিন গতকাল রোববার রাতে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।
৫ ঘণ্টা আগে
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বলপূর্বক গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে গুমসংক্রান্ত তদন্ত কমিশন। কমিশন বলেছে, প্রাপ্ত উপাত্তে প্রমাণিত, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপরাধ। এসব ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহ
৫ ঘণ্টা আগে
আসন্ন গণভোটের বিষয়বস্তু জনগণের কাছে পরিষ্কার করতে এবং জনসচেতনতা বাড়াতে বড় ধরনের প্রচার কার্যক্রম হাতে নিয়েছে সরকার। দেশের প্রতিটি বিভাগে বড় আকারের কর্মশালার মাধ্যমে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের প্রশিক্ষণ দিয়ে তৃণমূল পর্যায়ে ভোটারদের কাছে গণভোটের বার্তা পৌঁছে দেওয়া হবে।
৭ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশন রোববার (৪ জানুয়ারি) তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে—মূলত রাজনৈতিক কারণেই দেশে জোরপূর্বক গুমের ঘটনা ঘটেছে।
৮ ঘণ্টা আগে