নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিজের প্রার্থিতা ফেরত পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন কিশোরগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাসিরুল ইসলাম খান আওলাদ। পাশাপাশি তিনি জাতীয় পার্টির মহাসচিব এবং একই আসনে দলটির মনোনীত প্রার্থী মো. মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল চেয়েও আপিল করেছেন।
আজ শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নাসিরুল হক নিজের প্রার্থিতা ফিরে পাওয়ার আপিল করার সময় চুন্নুর প্রার্থিতা বাতিলের আপিলও করেন। আজ চতুর্থ দিনের মতো আপিল গ্রহণ চলছে।
নাসিরুল ইসলাম খান আপিলে উল্লেখ করেন, ‘রাজধানীর পুরানা পল্টনে রূপালী ব্যাংকের করপোরেট শাখা থেকে ৫ কোটি ৭০ লাখ টাকা ঋণের বিপরীতে গ্যারান্টার মো. মজিবুল হক দীর্ঘদিন ঋণখেলাপি হিসেবে আছেন। অতএব, তিনি কীভাবে এমপি মনোনয়নের জন্য আবেদন করতে পারেন? তাঁর মনোনয়ন আইন মোতাবেক বাতিলযোগ্য।’
আপিলে নাসিরুল ইসলাম আরও উল্লেখ করেন, ‘তিনি (মুজিবুল হক চুন্নু) বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট গোপন করে মনোনয়নের জন্য কাগজপত্র দাখিল করেছেন’ অভিযোগে জরুরি ভিত্তিতে বিষয়টির তদন্ত হওয়া দরকার বলেও দাবি করেন এই নৌকার প্রার্থী।
এর আগে গত ও ডিসেম্বর কিশোরগঞ্জ-৩ আসনে (করিমগঞ্জ-তাড়াইল) হলফনামায় মামলার তথ্য গোপন করায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাসিরুল ইসলাম খান আওলাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। সেদিন বিকেল ৪টার দিকে মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।
নিজের প্রার্থিতা ফেরত পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন কিশোরগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাসিরুল ইসলাম খান আওলাদ। পাশাপাশি তিনি জাতীয় পার্টির মহাসচিব এবং একই আসনে দলটির মনোনীত প্রার্থী মো. মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল চেয়েও আপিল করেছেন।
আজ শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নাসিরুল হক নিজের প্রার্থিতা ফিরে পাওয়ার আপিল করার সময় চুন্নুর প্রার্থিতা বাতিলের আপিলও করেন। আজ চতুর্থ দিনের মতো আপিল গ্রহণ চলছে।
নাসিরুল ইসলাম খান আপিলে উল্লেখ করেন, ‘রাজধানীর পুরানা পল্টনে রূপালী ব্যাংকের করপোরেট শাখা থেকে ৫ কোটি ৭০ লাখ টাকা ঋণের বিপরীতে গ্যারান্টার মো. মজিবুল হক দীর্ঘদিন ঋণখেলাপি হিসেবে আছেন। অতএব, তিনি কীভাবে এমপি মনোনয়নের জন্য আবেদন করতে পারেন? তাঁর মনোনয়ন আইন মোতাবেক বাতিলযোগ্য।’
আপিলে নাসিরুল ইসলাম আরও উল্লেখ করেন, ‘তিনি (মুজিবুল হক চুন্নু) বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট গোপন করে মনোনয়নের জন্য কাগজপত্র দাখিল করেছেন’ অভিযোগে জরুরি ভিত্তিতে বিষয়টির তদন্ত হওয়া দরকার বলেও দাবি করেন এই নৌকার প্রার্থী।
এর আগে গত ও ডিসেম্বর কিশোরগঞ্জ-৩ আসনে (করিমগঞ্জ-তাড়াইল) হলফনামায় মামলার তথ্য গোপন করায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাসিরুল ইসলাম খান আওলাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। সেদিন বিকেল ৪টার দিকে মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।
এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ৪০৭ কোটি টাকা দামের ১৫৯ একর জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
১ মিনিট আগেবাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) আমদানি করা ৫৮১ কোটি টাকা মূল্যের প্রায় ৭১ হাজার টন সার আত্মসাতের মামলায় এবার নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটনসহ অভিযুক্ত পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দিতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১ মিনিট আগেদেশের টাকা যাঁরা বাইরে পাচার করেন এবং করছেন, তাঁদের শয়তানের সঙ্গে তুলনা করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। তিনি বলেন, ‘টাকা পাচারকারীরা হচ্ছে শয়তানের মতো, তাদের ধরা খুব মুশকিল।’
১৪ মিনিট আগেবাংলাদেশ থেকে বিভিন্ন দেশে অর্থ পাচার ও সেকেন্ড হোম করার অভিযোগে ৭০ জনের আয়কর নথিসহ বিভিন্ন তথ্য চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের চিঠিতে তাঁদের ভিআইপি ও বিভিন্নভাবে প্রভাবশালী ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।
৪০ মিনিট আগে