নিজস্ব প্রতিবেদক, সিলেট

মিয়ানমার থেকে বাংলাদেশে পড়া গোলা জঙ্গল এলাকায় পড়েছে এবং সেগুলো বিস্ফোরিত হয়নি। এটিকে ‘গুড নিউজ’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
আজ শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে চা-শ্রমিকদের ভার্চুয়াল মতবিনিময় সভা উপলক্ষে সিলেটের লাক্কাতুরা বাগানে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের আবারও সংঘাত হচ্ছে, তারা আর্মস ব্যবহার করছে। সেগুলো অনেক সময় সীমান্ত এলাকায় চলে যায়। আমরা অসমর্থিত তথ্যে শুনেছি, সেখানে মিয়ানমার সোলজার একটি প্রচারণা চালিয়েছে যে, ওই এলাকার লোকদের সরে যেতে বলা হয়েছে। যার ফলে আমাদের ভয় হয়। ভয় হয় এ জন্যে সেখানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। অত্যাচারিত লোকজনকে ওই এলাকা থেকে সরে যেতে বলা হয়েছে। অত্যাচারিতরা হয়তো আমাদের দেশের দিকে আসতে শুরু করবে। তবে শুনে আশ্বস্ত হয়েছি, তারা আমাদের দিকে আসছে না, অন্যদিকে যাচ্ছে। তবুও আমরা আমাদের বর্ডারে সতর্কতামূলক অবস্থা গ্রহণ করেছি। আমরা আর একটাও মিয়ানমারের নাগরিককে বাংলাদেশে ঢুকতে দেব না। মিয়ানমারের লোক আমাদের দেশে আসতে না পারে সে জন্য বিজিবিসহ সকল ল এনফোর্সমেন্ট এজেন্সিকে সতর্ক করা হয়েছে।’
পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন আরও বলেন, ‘তাদের যে বোম্ব আমাদের এখানে আসছে। গতকাল পর্যন্ত যে উড়োজাহাজ ঘুরেছে, তথ্যমতে, আমাদের এলাকায় এরা ঢোকে নাই। দেখা গেছে, তবে আমাদের বর্ডার লাইনের এরা জানিয়েছেন, প্রবেশ করেনি। তারপরও আমরা সঙ্গে সঙ্গে মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে বিষয়টি বলেছি।’
বাংলাদেশ সীমান্তের ভেতরে ফের এসে পড়েছে মিয়ানমারের গোলা। এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটাল মিয়ানমার। দ্বিতীয় দফায় আজ শনিবার মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা বান্দরবান সীমান্তবর্তী এলাকায় পড়ার প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে এ বিষয়ে আলাপ করেছি। তারা আমাদের আশ্বস্ত করেছে যে, তিনি তাঁর সরকারের সঙ্গে এ নিয়ে আলাপ করবেন এবং এমন দুর্ঘটনা আগামীতে যাতে না ঘটে বিষয়টি তাঁরা দেখবেন। যেগুলো আসছে সেগুলোয় জঙ্গল এলাকায় এবং বিস্ফোরিত হয়নি। এটা গুড নিউজ।’

মিয়ানমার থেকে বাংলাদেশে পড়া গোলা জঙ্গল এলাকায় পড়েছে এবং সেগুলো বিস্ফোরিত হয়নি। এটিকে ‘গুড নিউজ’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
আজ শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে চা-শ্রমিকদের ভার্চুয়াল মতবিনিময় সভা উপলক্ষে সিলেটের লাক্কাতুরা বাগানে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের আবারও সংঘাত হচ্ছে, তারা আর্মস ব্যবহার করছে। সেগুলো অনেক সময় সীমান্ত এলাকায় চলে যায়। আমরা অসমর্থিত তথ্যে শুনেছি, সেখানে মিয়ানমার সোলজার একটি প্রচারণা চালিয়েছে যে, ওই এলাকার লোকদের সরে যেতে বলা হয়েছে। যার ফলে আমাদের ভয় হয়। ভয় হয় এ জন্যে সেখানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। অত্যাচারিত লোকজনকে ওই এলাকা থেকে সরে যেতে বলা হয়েছে। অত্যাচারিতরা হয়তো আমাদের দেশের দিকে আসতে শুরু করবে। তবে শুনে আশ্বস্ত হয়েছি, তারা আমাদের দিকে আসছে না, অন্যদিকে যাচ্ছে। তবুও আমরা আমাদের বর্ডারে সতর্কতামূলক অবস্থা গ্রহণ করেছি। আমরা আর একটাও মিয়ানমারের নাগরিককে বাংলাদেশে ঢুকতে দেব না। মিয়ানমারের লোক আমাদের দেশে আসতে না পারে সে জন্য বিজিবিসহ সকল ল এনফোর্সমেন্ট এজেন্সিকে সতর্ক করা হয়েছে।’
পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন আরও বলেন, ‘তাদের যে বোম্ব আমাদের এখানে আসছে। গতকাল পর্যন্ত যে উড়োজাহাজ ঘুরেছে, তথ্যমতে, আমাদের এলাকায় এরা ঢোকে নাই। দেখা গেছে, তবে আমাদের বর্ডার লাইনের এরা জানিয়েছেন, প্রবেশ করেনি। তারপরও আমরা সঙ্গে সঙ্গে মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে বিষয়টি বলেছি।’
বাংলাদেশ সীমান্তের ভেতরে ফের এসে পড়েছে মিয়ানমারের গোলা। এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটাল মিয়ানমার। দ্বিতীয় দফায় আজ শনিবার মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা বান্দরবান সীমান্তবর্তী এলাকায় পড়ার প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে এ বিষয়ে আলাপ করেছি। তারা আমাদের আশ্বস্ত করেছে যে, তিনি তাঁর সরকারের সঙ্গে এ নিয়ে আলাপ করবেন এবং এমন দুর্ঘটনা আগামীতে যাতে না ঘটে বিষয়টি তাঁরা দেখবেন। যেগুলো আসছে সেগুলোয় জঙ্গল এলাকায় এবং বিস্ফোরিত হয়নি। এটা গুড নিউজ।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কর্মপরিকল্পনা তৈরি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে গত জুলাইয়ে কর্মপরিকল্পনা ঘোষণা করেছিল কমিশন। আগের ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী অনেক কাজ যথাসময়ে শেষ করতে পারেনি ইসি। এর মধ্যে রাজনৈতিক দল নিবন্ধন ও সংসদীয় আসনের সীমানা বিন্যাস ছিল অন্যতম।
১ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সে সঙ্গে তাঁরা পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই জাতীয় সনদের প্রশ্নে গণভোট। সেখানে দেশবাসীকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন...
২ ঘণ্টা আগে
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নের বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগে জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মশিউর রহমান রাঙ্গা ও কুড়িগ্রাম-২ আসনের সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৪ ঘণ্টা আগে