Ajker Patrika

পদোন্নতি-পদায়ন নিয়ে মাউশিতে ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পদোন্নতি-পদায়ন নিয়ে মাউশিতে ক্ষোভ

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে পদোন্নতি ও পদায়ন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ উঠেছে, পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে যথাযথ নিয়ম মানা হচ্ছে না। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষা ক্যাডারের ‘বঞ্চিত’ একদল শিক্ষক। 

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্র জানায়, অধ্যাপক পদে পদোন্নতি ও পদায়ন নিয়ে মাউশি মহাপরিচালকের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন একদল শিক্ষক। গত দুই দিন তাঁরা দফায় দফায় বৈঠকও করেছেন মহাপরিচালকের সঙ্গে। 

জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর সহযোগী অধ্যাপক পর্যায়ের ৯২২ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অধ্যাপক করা হয়। 

বৈঠকে অংশ নেওয়া শিক্ষক নেতারা জানান, পদ ফাঁকা থাকলেও অনেকেই পদোন্নতি পাননি। আর যারা পদোন্নতি পেয়েছেন তাঁদের পদায়নেও যথাযথ নিয়ম মানা হচ্ছে না।

তাঁরা আরও জানান, দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকা বড় একটি রাজনৈতিক দলের সমর্থকদেরও ঢাকায় ভালো পদায়ন দেওয়া হচ্ছে না। আর বিগত আওয়ামী লীগ সরকারের চিহ্নিত সুবিধাভোগীদের আবারও গুরুত্বপূর্ণ পদে পদায়নের পাঁয়তারা শুরু হয়েছে। 

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক নেতা বলেন, ‘সাবেক শিক্ষামন্ত্রী দীপু মণির মাধ্যমে মাউশির একটি প্রকল্পের পরিচালক হওয়া এক নারী কর্মকর্তার স্বামীকে আবারও মাউশি পরিচালক অথবা প্রকল্প পরিচালক পদে পদায়নের চেষ্টা চলছে।’ 

তিন আরও বলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অধ্যাপক হিসেবে সদ্য পদোন্নতিপ্রাপ্ত এই কর্মকর্তা বিগত ১৫ বছর ঢাকার বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছিলেন। তাঁর বিরুদ্ধে নানা অভিযোগও রয়েছে। 

সার্বিক বিষয়ে মাউশি মহাপরিচালক অধ্যাপক এ বি এম রেজাউল করীম বলেন, যাদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আছে পদায়নের এ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত