নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে পদোন্নতি ও পদায়ন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ উঠেছে, পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে যথাযথ নিয়ম মানা হচ্ছে না। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষা ক্যাডারের ‘বঞ্চিত’ একদল শিক্ষক।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্র জানায়, অধ্যাপক পদে পদোন্নতি ও পদায়ন নিয়ে মাউশি মহাপরিচালকের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন একদল শিক্ষক। গত দুই দিন তাঁরা দফায় দফায় বৈঠকও করেছেন মহাপরিচালকের সঙ্গে।
জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর সহযোগী অধ্যাপক পর্যায়ের ৯২২ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অধ্যাপক করা হয়।
বৈঠকে অংশ নেওয়া শিক্ষক নেতারা জানান, পদ ফাঁকা থাকলেও অনেকেই পদোন্নতি পাননি। আর যারা পদোন্নতি পেয়েছেন তাঁদের পদায়নেও যথাযথ নিয়ম মানা হচ্ছে না।
তাঁরা আরও জানান, দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকা বড় একটি রাজনৈতিক দলের সমর্থকদেরও ঢাকায় ভালো পদায়ন দেওয়া হচ্ছে না। আর বিগত আওয়ামী লীগ সরকারের চিহ্নিত সুবিধাভোগীদের আবারও গুরুত্বপূর্ণ পদে পদায়নের পাঁয়তারা শুরু হয়েছে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক নেতা বলেন, ‘সাবেক শিক্ষামন্ত্রী দীপু মণির মাধ্যমে মাউশির একটি প্রকল্পের পরিচালক হওয়া এক নারী কর্মকর্তার স্বামীকে আবারও মাউশি পরিচালক অথবা প্রকল্প পরিচালক পদে পদায়নের চেষ্টা চলছে।’
তিন আরও বলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অধ্যাপক হিসেবে সদ্য পদোন্নতিপ্রাপ্ত এই কর্মকর্তা বিগত ১৫ বছর ঢাকার বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছিলেন। তাঁর বিরুদ্ধে নানা অভিযোগও রয়েছে।
সার্বিক বিষয়ে মাউশি মহাপরিচালক অধ্যাপক এ বি এম রেজাউল করীম বলেন, যাদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আছে পদায়নের এ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে পদোন্নতি ও পদায়ন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ উঠেছে, পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে যথাযথ নিয়ম মানা হচ্ছে না। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষা ক্যাডারের ‘বঞ্চিত’ একদল শিক্ষক।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্র জানায়, অধ্যাপক পদে পদোন্নতি ও পদায়ন নিয়ে মাউশি মহাপরিচালকের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন একদল শিক্ষক। গত দুই দিন তাঁরা দফায় দফায় বৈঠকও করেছেন মহাপরিচালকের সঙ্গে।
জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর সহযোগী অধ্যাপক পর্যায়ের ৯২২ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অধ্যাপক করা হয়।
বৈঠকে অংশ নেওয়া শিক্ষক নেতারা জানান, পদ ফাঁকা থাকলেও অনেকেই পদোন্নতি পাননি। আর যারা পদোন্নতি পেয়েছেন তাঁদের পদায়নেও যথাযথ নিয়ম মানা হচ্ছে না।
তাঁরা আরও জানান, দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকা বড় একটি রাজনৈতিক দলের সমর্থকদেরও ঢাকায় ভালো পদায়ন দেওয়া হচ্ছে না। আর বিগত আওয়ামী লীগ সরকারের চিহ্নিত সুবিধাভোগীদের আবারও গুরুত্বপূর্ণ পদে পদায়নের পাঁয়তারা শুরু হয়েছে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক নেতা বলেন, ‘সাবেক শিক্ষামন্ত্রী দীপু মণির মাধ্যমে মাউশির একটি প্রকল্পের পরিচালক হওয়া এক নারী কর্মকর্তার স্বামীকে আবারও মাউশি পরিচালক অথবা প্রকল্প পরিচালক পদে পদায়নের চেষ্টা চলছে।’
তিন আরও বলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অধ্যাপক হিসেবে সদ্য পদোন্নতিপ্রাপ্ত এই কর্মকর্তা বিগত ১৫ বছর ঢাকার বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছিলেন। তাঁর বিরুদ্ধে নানা অভিযোগও রয়েছে।
সার্বিক বিষয়ে মাউশি মহাপরিচালক অধ্যাপক এ বি এম রেজাউল করীম বলেন, যাদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আছে পদায়নের এ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।

উত্তরা টঙ্গী ব্রিজের কাছে একটি শিল্প গ্রাহকের সার্ভিস লাইনের ভাল্ভ ফেটে লিকেজ সৃষ্টি হওয়ায় উত্তরাসহ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
১১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও ৫৩ জন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) শুনানির চতুর্থ দিন শেষে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। প্রার্থিতা ফিরে পাওয়া প্রার্থীদের মধ্যে ব
৩৯ মিনিট আগে
সাত দেশে থাকা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবের ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের মোট ৩২৮টি অ্যাপার্টমেন্ট, বাড়ি ও দোকান ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে
২০২৫ সালের মহান বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) এক অনন্য আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশ। সেদিন ঢাকায় অনুষ্ঠিত একটি বিশেষ প্যারাস্যুট জাম্প অভিযানের মাধ্যমে একসঙ্গে সর্বাধিক ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের বিশ্ব রেকর্ড গড়েছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে