
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি আগামী সোমবার (৯ ডিসেম্বর) ঢাকা আসছেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক স্বার্থ–সম্পর্কিত নানাবিধ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রসচিবের সঙ্গে তাঁর আলোচনা হবে। আজ শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
ভারত–বাংলাদেশের ‘ফরেন অফিস কনসালটেশন’ (এফওসি) আলোচনায় যোগ দিতে ভারতের পররাষ্ট্রসচিব ঢাকা সফর করবেন। তিনি বাংলাদেশের পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করবেন।
মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এফওসির বৈঠক ‘স্ট্রাকচার্ড’ বা কাঠামোগত। সেখানে দুই দেশের পররাষ্ট্রসচিব পারস্পরিক স্বার্থ–সম্পর্কিত নানান বিষয় নিয়ে কথা বলবেন। ঢাকা থাকাকালীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিক্রম মিশ্রির বৈঠক হবে কি না, সে বিষয়ে স্পষ্ট করে তিনি কিছু জানাননি। জয়সওয়াল বলেন, এফওসির বৈঠক ছাড়াও আরও অনেকের সঙ্গে পররাষ্ট্রসচিবের আলোচনা হবে। সেই সব বৈঠক চূড়ান্ত করা হচ্ছে।
পররাষ্ট্রসচিব হওয়ার পর বিক্রম মিশ্রির এটাই হতে চলেছে প্রথম বাংলাদেশ সফর। এমন একটা সময়ে তিনি সে দেশে যাচ্ছেন, যখন দুই দেশের সম্পর্ক অন্য খাতে বইছে। রাজনৈতিক পালাবদলের পর সে দেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ঘিরে দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি ঘটেছে। বাংলাদেশ মনে করে, হিন্দুদের প্রতি অত্যাচারের অভিযোগ অতিরঞ্জিত। ভারতের গণমাধ্যম ও রাজনৈতিক দল তা নিয়ে অপপ্রচার চালাচ্ছে।
ব্রিফিংয়ে ইসকন থেকে বিতাড়িত চিন্ময় কৃষ্ণ দাসের কারাবাস সম্পর্কে করা এক প্রশ্নের উত্তরে জয়সওয়াল বলেন, ভারত আগেও আইনি অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কথা বলেছে। এখনো তাই বলছে। ভারত আশা করে বিচার যথার্থ হবে। স্বচ্ছ হবে। তিনি সুবিচার পাবেন।

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি আগামী সোমবার (৯ ডিসেম্বর) ঢাকা আসছেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক স্বার্থ–সম্পর্কিত নানাবিধ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রসচিবের সঙ্গে তাঁর আলোচনা হবে। আজ শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
ভারত–বাংলাদেশের ‘ফরেন অফিস কনসালটেশন’ (এফওসি) আলোচনায় যোগ দিতে ভারতের পররাষ্ট্রসচিব ঢাকা সফর করবেন। তিনি বাংলাদেশের পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করবেন।
মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এফওসির বৈঠক ‘স্ট্রাকচার্ড’ বা কাঠামোগত। সেখানে দুই দেশের পররাষ্ট্রসচিব পারস্পরিক স্বার্থ–সম্পর্কিত নানান বিষয় নিয়ে কথা বলবেন। ঢাকা থাকাকালীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিক্রম মিশ্রির বৈঠক হবে কি না, সে বিষয়ে স্পষ্ট করে তিনি কিছু জানাননি। জয়সওয়াল বলেন, এফওসির বৈঠক ছাড়াও আরও অনেকের সঙ্গে পররাষ্ট্রসচিবের আলোচনা হবে। সেই সব বৈঠক চূড়ান্ত করা হচ্ছে।
পররাষ্ট্রসচিব হওয়ার পর বিক্রম মিশ্রির এটাই হতে চলেছে প্রথম বাংলাদেশ সফর। এমন একটা সময়ে তিনি সে দেশে যাচ্ছেন, যখন দুই দেশের সম্পর্ক অন্য খাতে বইছে। রাজনৈতিক পালাবদলের পর সে দেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ঘিরে দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি ঘটেছে। বাংলাদেশ মনে করে, হিন্দুদের প্রতি অত্যাচারের অভিযোগ অতিরঞ্জিত। ভারতের গণমাধ্যম ও রাজনৈতিক দল তা নিয়ে অপপ্রচার চালাচ্ছে।
ব্রিফিংয়ে ইসকন থেকে বিতাড়িত চিন্ময় কৃষ্ণ দাসের কারাবাস সম্পর্কে করা এক প্রশ্নের উত্তরে জয়সওয়াল বলেন, ভারত আগেও আইনি অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কথা বলেছে। এখনো তাই বলছে। ভারত আশা করে বিচার যথার্থ হবে। স্বচ্ছ হবে। তিনি সুবিচার পাবেন।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
৩৩ মিনিট আগে
আদিলুর রহমান খান বলেন, এত দিন যে অন্যায় হয়েছে, সেই অন্যায় আর হতে দেওয়া হবে না। গণ-অভ্যুত্থানের সরকারের উদ্যোগে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। সেই সনদের বিষয়ে সবার সম্মতি নিতে আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘যাঁরা বাংলাদেশকে বদলাতে চান, বাংলাদেশকে সমৃদ্ধিশালী করতে চান...
১ ঘণ্টা আগে
গণভোট নিয়ে সমালোচনার বিষয়ে শফিকুল আলম বলেন, ‘যাঁরা গণভোট নিয়ে সমালোচনা করছেন, তাঁদের জানার পরিধি কম। কারণ, পৃথিবীর যে সমস্ত দেশে গণভোট হয়েছে, সেখানে সরকার গণভোটে হ্যাঁ অথবা না-এর পক্ষ নিয়ে থাকে। যেহেতু এই সরকার সংস্কারের পক্ষে, তাই হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে।
১ ঘণ্টা আগে
হিজরি সালের রজব মাসের ২৬ তারিখ রাতে আল্লাহর প্রিয় হাবিব নবী ও রসুল হজরত মুহাম্মদ (সা.) আল্লাহ রব্বুল আলামিনের দিদার লাভ করেছিলেন। মহান আল্লাহর মেহমান হিসেবে আরশে আজিমে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে তিনি দুনিয়াতে ফিরে এসেছিলেন।
৪ ঘণ্টা আগে