মো. হুমায়ূন কবীর, ঢাকা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সংসদ সদস্যদের (এমপি) প্রভাবমুক্ত রাখতে সম্প্রতি আইনশৃঙ্খলা বৈঠকে মাঠ প্রশাসন থেকে নির্বাচন কমিশনের (ইসি) কাছে দাবি জানানো হয়েছে। কয়েকজন এমপি ও তাঁদের স্বজনদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও উঠেছে। তাই এবার এ বিষয়ে ব্যবস্থা নিতে যাচ্ছে নির্বাচন কমিশন।
এরই অংশ হিসেবে উপজেলা নির্বাচনে সংসদ সদস্যরা যাতে আচরণবিধি মেনে চলেন সে জন্য স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দিতে পারে কমিশন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সংসদ সদস্যদের আচরণবিধি মানাতে স্পিকারকে চিঠি দেওয়া হবে কিনা জানতে চাইলে ইসি সচিব মো. জাহাংগীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আগামীকাল (আজ মঙ্গলবার) জানাতে পারব।’
জানা যায়, এর আগেও কমিশনের পক্ষ থেকে বিভিন্ন নির্বাচনে এমপিদের আচরণবিধি স্মরণ করিয়ে দিতে স্পিকারকে চিঠি দেওয়ার নজির রয়েছে।
সূত্র জানায়, গত ২৫ এপ্রিল অনুষ্ঠিত আইনশৃঙ্খলার ওই সভায় নির্বাচনে মন্ত্রী–এমপিদের প্রভাব খাটানোর ইস্যুতে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। কারণ দলীয় প্রধানদের নির্দেশ উপেক্ষা করে অনেকেই নিজ সন্তান–ভাই কিংবা আত্মীয়–স্বজনকে প্রার্থী করেছেন। প্রত্যাহার না করে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে মাঠে ক্ষমতার অপব্যবহার করছেন। সঙ্গে প্রশাসনকে পরিবারের প্রার্থীদের পক্ষে কাজ করার জন্য চাপ দিচ্ছেন। মন্ত্রী–এমপিদের পক্ষে কাজ না করলে অনেক সময় বদলির হুমকি আসে। পদোন্নতিসহ সুযোগ–সুবিধার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা তৈরি করতে পারে এমন আশঙ্কার কথাও উঠে আসে।
ওই সময় সিইসিসহ সব কমিশনার এ বিষয়ে আশ্বস্ত করে বলেন, বদলি কোনো শাস্তি নয়। এটা চাকরির অংশ। আপনাদের বিরুদ্ধে কোনো মহল থেকে বদলি করার জন্য কমিশনে অনুরোধ এলে আমরা সেটি খতিয়ে দেখব। কারও কথায় আপনাদের বদলি করা হবে না। কমিশন নিজস্ব উৎস থেকে তদন্ত করবে। যদি কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়া যায় তাহলে বদলি করা হবে না। আপনারা কারও কাছে মাথানত করবেন না। দায়িত্বে অটুট থাকুন। আমরা আপনাদের সব ধরনের সহায়তা দেব।
এ সময় এমপিরা নির্বাচনের প্রচারে যেন অংশ নিতে না পারেন সে জন্য সবাইকে সতর্ক থেকে দায়িত্ব পালন করার জন্য কমিশনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়। কেউ প্রভাব বিস্তারের চেষ্টা করলে কমিশনকে জানালে তাৎক্ষণিক সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও মাঠ প্রশাসনকে আশ্বাস দেওয়া হয়।
এদিকে দ্বিতীয় ধাপে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার (৩০ এপ্রিল)। দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলা পরিষদে ২ হাজার ৫৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৭৩০, ভাইস চেয়ারম্যান ৭৬৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৬২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। বাছাই শেষে চেয়ারম্যান পদে ৬১৬, ভাইস চেয়ারম্যান পদে ৬৩৮ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৯৬ জনের মনোনয়ন বৈধ হয়েছে। এই ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২১ মে।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ৮ মে, তৃতীয় ধাপে ২৯ মে এবং চতুর্থ ধাপে ৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সংসদ সদস্যদের (এমপি) প্রভাবমুক্ত রাখতে সম্প্রতি আইনশৃঙ্খলা বৈঠকে মাঠ প্রশাসন থেকে নির্বাচন কমিশনের (ইসি) কাছে দাবি জানানো হয়েছে। কয়েকজন এমপি ও তাঁদের স্বজনদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও উঠেছে। তাই এবার এ বিষয়ে ব্যবস্থা নিতে যাচ্ছে নির্বাচন কমিশন।
এরই অংশ হিসেবে উপজেলা নির্বাচনে সংসদ সদস্যরা যাতে আচরণবিধি মেনে চলেন সে জন্য স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দিতে পারে কমিশন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সংসদ সদস্যদের আচরণবিধি মানাতে স্পিকারকে চিঠি দেওয়া হবে কিনা জানতে চাইলে ইসি সচিব মো. জাহাংগীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আগামীকাল (আজ মঙ্গলবার) জানাতে পারব।’
জানা যায়, এর আগেও কমিশনের পক্ষ থেকে বিভিন্ন নির্বাচনে এমপিদের আচরণবিধি স্মরণ করিয়ে দিতে স্পিকারকে চিঠি দেওয়ার নজির রয়েছে।
সূত্র জানায়, গত ২৫ এপ্রিল অনুষ্ঠিত আইনশৃঙ্খলার ওই সভায় নির্বাচনে মন্ত্রী–এমপিদের প্রভাব খাটানোর ইস্যুতে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। কারণ দলীয় প্রধানদের নির্দেশ উপেক্ষা করে অনেকেই নিজ সন্তান–ভাই কিংবা আত্মীয়–স্বজনকে প্রার্থী করেছেন। প্রত্যাহার না করে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে মাঠে ক্ষমতার অপব্যবহার করছেন। সঙ্গে প্রশাসনকে পরিবারের প্রার্থীদের পক্ষে কাজ করার জন্য চাপ দিচ্ছেন। মন্ত্রী–এমপিদের পক্ষে কাজ না করলে অনেক সময় বদলির হুমকি আসে। পদোন্নতিসহ সুযোগ–সুবিধার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা তৈরি করতে পারে এমন আশঙ্কার কথাও উঠে আসে।
ওই সময় সিইসিসহ সব কমিশনার এ বিষয়ে আশ্বস্ত করে বলেন, বদলি কোনো শাস্তি নয়। এটা চাকরির অংশ। আপনাদের বিরুদ্ধে কোনো মহল থেকে বদলি করার জন্য কমিশনে অনুরোধ এলে আমরা সেটি খতিয়ে দেখব। কারও কথায় আপনাদের বদলি করা হবে না। কমিশন নিজস্ব উৎস থেকে তদন্ত করবে। যদি কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়া যায় তাহলে বদলি করা হবে না। আপনারা কারও কাছে মাথানত করবেন না। দায়িত্বে অটুট থাকুন। আমরা আপনাদের সব ধরনের সহায়তা দেব।
এ সময় এমপিরা নির্বাচনের প্রচারে যেন অংশ নিতে না পারেন সে জন্য সবাইকে সতর্ক থেকে দায়িত্ব পালন করার জন্য কমিশনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়। কেউ প্রভাব বিস্তারের চেষ্টা করলে কমিশনকে জানালে তাৎক্ষণিক সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও মাঠ প্রশাসনকে আশ্বাস দেওয়া হয়।
এদিকে দ্বিতীয় ধাপে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার (৩০ এপ্রিল)। দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলা পরিষদে ২ হাজার ৫৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৭৩০, ভাইস চেয়ারম্যান ৭৬৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৬২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। বাছাই শেষে চেয়ারম্যান পদে ৬১৬, ভাইস চেয়ারম্যান পদে ৬৩৮ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৯৬ জনের মনোনয়ন বৈধ হয়েছে। এই ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২১ মে।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ৮ মে, তৃতীয় ধাপে ২৯ মে এবং চতুর্থ ধাপে ৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে তাঁর জ্যেষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
৪ ঘণ্টা আগে
পোস্টে প্রেস সচিব লিখেছেন, ‘শহীদ বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর থেকে আমার মনে হচ্ছে তিনি (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) ভীষণ একা হয়ে পড়েছেন। একত্রে এই দুই নেতা আমাদের রাজনৈতিক ইতিহাসের অন্যতম এক সম্মানিত ও নির্ভরযোগ্য অংশীদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সহমর্মিতা এবং নীরবে ধৈর্য ধরার ক্ষমতার...
৫ ঘণ্টা আগে
জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু জানান, রাজধানীতে নিজ বাসায় বর্ষীয়ান এ রাজনীতিকের মৃত্যু হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
৭ ঘণ্টা আগে
সদ্য সমাপ্ত ২০২৫ সালে সারা দেশে অন্তত ৪২৮টি গণপিটুনির ঘটনা ঘটেছে, যা ২০২৪ সালের তুলনায় দ্বিগুণের বেশি। ২০২৪ সালে গণপিটুনির ১৬৯টি ঘটনায় নিহত হয়েছিল ১৪৬ জন এবং আহত ছিল ১২৬ জন। আর ২০২৫ সালে গণপিটুনিতে ১৬৬ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৪৬০ জন। ২২০ জনকে আহতাবস্থায় পুলিশে সোপর্দ করা হয়েছে। গণপিটুনির ঘটনায় আহত
৭ ঘণ্টা আগে