Ajker Patrika

মুক্তিযুদ্ধের ৫২ বছর পর ‘শহীদ বুদ্ধিজীবী’ স্বীকৃতি পেলেন শামসুদ্দিন

সাজন আহম্মেদ পাপন, কিশোরগঞ্জ 
মুক্তিযুদ্ধের ৫২ বছর পর ‘শহীদ বুদ্ধিজীবী’ স্বীকৃতি পেলেন শামসুদ্দিন

১৯৭১ সাল। শামসুদ্দিন আহমেদ তখন টগবগে যুবক। ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত রাজশাহী সদরে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সরকারি চাকরিজীবী হয়েও পাকিস্তানবিরোধী আন্দোলনে যোগ দেন। ১৯৭১ সালের ১৪ এপ্রিল তৎকালীন মহকুমা কর্মকর্তা মতিউর রহমানকে নিয়ে তানোর থানায় সরকারি জিপে চড়ে সংগ্রাম কমিটির এক সভায় যোগ দিতে গিয়ে রাস্তায় পাকিস্তানি বাহিনীর হাতে আটক ও শহীদ হন। পরে পাকিস্তানিরা তাঁর রাজশাহীর বাসাটিও পুড়িয়ে দেয়। তাঁর স্ত্রী ও সন্তানেরা তখন কিশোরগঞ্জে ছিলেন। স্বাধীনতার পর টানা ৬ মাস তাঁর লাশটি খোঁজে স্বজনেরা। 

পাকিস্তানি বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হওয়ার পরও শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকায় তাঁর নাম স্থান পায়নি। দেশের জন্য জীবন উৎসর্গকারী শামসুদ্দিন আহমেদের অবসানের কথা সরকারি গেজেটে প্রকাশ করা হলেও পরে কেউ খবর নেয়নি পরিবারটির। 

স্বামী হারিয়ে শামসুদ্দিন আহমেদের স্ত্রী তৎকালীন মহকুমা প্রশাসক রুস্তম আলীর মেয়ে সিদ্দিকা বেগম দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে পড়েন বিপাকে। ১১০ টাকা বেতনে কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চাকরি নেন। স্বামীর শহীদ মর্যাদা পেতে আজীবন সংগ্রাম করে ২০০৬ সালের ৬ মে মৃত্যুবরণ করেন সিদ্দিকা বেগম। দীর্ঘদিন বিভিন্ন দপ্তরে ধরনা দিয়েও তাঁর পরিবার কোনো সাড়া পায়নি। 

মুক্তিযুদ্ধের ৫২ বছর পর অবশেষে শহীদ বুদ্ধিজীবীর স্বীকৃতি পেলেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরের সাচাইল গ্রামের বাসিন্দা শামসুদ্দিন আহমেদ। সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের শহীদ বুদ্ধিজীবীদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তাঁর নাম। গেজেট ৪২৭–এর ৩য় তালিকায় তাঁর ক্রমিক নং ৯২। 

মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীর তালিকায় শামসুদ্দিন আহমেদ স্বীকৃতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বড় ছেলে ক্যাপ্টেন (অব.) সালাহ উদ্দিন আহমেদ সেলু। 

সালাহ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘স্বাধীনতা পরবর্তী টানা ছয় বছর লাশের সন্ধান চলে, আত্মীয়–স্বজন হন্যে হয়ে খুঁজে কোনো হদিস পায়নি। আমি অভিভূত, আপ্লুত! ৫২ বছর পর স্বীকৃতি! নিঃসন্দেহে মন্ত্রী মহোদয় ও মন্ত্রণালয় প্রশংসার দাবিদার; তাঁদের নিবিষ্ট আন্তরিকতার জন্য। এ এক বিরল অভিজ্ঞতা, পরম শান্তির।’ 

মায়ের কথা স্মরণ করে সালাহ উদ্দিন বলেন, ‘১৯৯৭ সালে আমার মা সিদ্দিকা বেগম তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্বামীর শহীদ স্বীকৃতির জন্য একটি হৃদয়স্পর্শী চিঠি লেখেন। তিনি লেখেন, “স্বামীর লাশটিও ওরা ফেরত দেয়নি। আপনজন হারানোর ব্যথাটুকু ভুলে গেছি দেশের স্বাধীন লাল সূর্যটুকু দেখে। কিন্তু শূন্যতাতো পূরণ হওয়ার নয়। অনেক প্রতিকূলতার মাঝে দুই ছেলে ও দুই মেয়েকে লালন–পালন করেছি। কিন্তু রাষ্ট্রীয়ভাবে সাহায্য–সহযোগিতা তো দূরের কথা সামান্যতম সহানুভূতিটুকুও পাইনি।’ ”

শামসুদ্দিন আহমেদের ছেলে সালাহ উদ্দিনের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৭২ সালের ২৭ মার্চ বাংলাদেশ সরকারের গেজেটের সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সেকশন নং ED/J1-77 / 72-396 অংশে শামসুদ্দিন আহমেদের ঘটনাটি স্থান পায়। গেজেটে বলা হয়, ‘Mr. Shamsuddin Ahmed was arrested by the pakistani army on the 14 th april 1971 at Rajshahi and was leter killed by said army on that day. ’

গেজেটের তথ্য অনুযায়ী, শামসুদ্দিন আহমেদ ১৯৬৪ সালে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে চাকরিতে যোগ দেন। তিনি সরকারি বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। 

তৎকালীন সরকারের কেবিনেট সচিব এম এম জামান স্বাক্ষরিত এ গেজেটে শহীদ শামসুদ্দিন আহমেদের পরিবারের প্রতি গভীর শোক এবং সমবেদনা প্রকাশ করা হয়। কিন্তু সরকারিভাবে মুদ্রিত শহীদদের তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়নি। 

এদিকে ২০০৭ সালে তাড়াইল প্রশাসন ‘তাড়াইল উপজেলা স্মারক গ্রন্থ’ প্রকাশ করে। বইটির ৮০ পৃষ্ঠায় মুক্তিযুদ্ধে শামসুদ্দিন আহমেদের আত্মত্যাগের বিষয়টি বিস্তারিত উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছেন শামসুদ্দিন আহমেদের ছেলে সালাহ উদ্দিন আহমেদ। 

জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, ‘অনেক বছর পরে হলেও তিনি স্বীকৃতি পেয়েছেন। এটা আমাদের জন্য গৌরবের বিষয়। আমরা অত্যন্ত আনন্দিত। জেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী শামসুদ্দিন আহমেদের পরিবারকে অভিনন্দন জানাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ১৮: ৪৪
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি: সংগৃহীত
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আজ মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বাংলাদেশি সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামীকাল বুধবার ঢাকায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জানাজায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। বিষয়টিকে বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সৌজন্য ও রাজনৈতিক শ্রদ্ধা প্রদর্শনের অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এর আগে খালেদা জিয়ার জানাজায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার যোগ দেবেন বলে নিশ্চিত করেছে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন। হাইকমিশনের একটি সূত্র জানায়, ইসহাক দার আগামীকাল বুধবার ঢাকায় এসে সরাসরি জানাজায় অংশ নেবেন।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, একাধিক দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতি খালেদা জিয়ার রাজনৈতিক অবস্থান ও দীর্ঘদিনের রাষ্ট্রীয় ভূমিকার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিনিধিত্ব করেন।

এদিকে, জানাজা ঘিরে ঢাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, দেশি-বিদেশি অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোও জানাজা এবং সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতায় ব্যাপক জনসমাগমের জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে।

খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে রাজনৈতিক মতভেদ ছাপিয়ে দেশজুড়ে শোক ও শ্রদ্ধার আবহ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে সংবাদপত্রের মালিকদের সংগঠন, নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সংগঠনটির সভাপতি এ. কে. আজাদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর সংগ্রাম সকল গোষ্ঠী ও মতের ঊর্ধ্বে। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার ও দলের প্রতি গভীর সমবেদনা জানাই।’

আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর থেকে এই হাসপাতালেই ভর্তি ছিলেন বিএনপির চেয়ারপারসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ১৭: ২১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময় আবারও বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে ইসি জানায়, পোস্টাল ভোটের নিবন্ধনের সময়সীমা শেষবারের মতো বাড়িয়ে ৫ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

ইসি জানায়, আজ বিকেল ৪টা পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধিত ভোটারের সংখ্যা ১০ লাখ ৫১ হাজার ছাড়িয়েছে।

এর আগে, ২৪ ডিসেম্বর ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময়সীমা ২৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল, তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ১৭: ২৫
বেগম খালেদা জিয়া। ফাইল ছবি
বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর এক দিন আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে। তিনি যে তিনটি আসনে মনোনয়ন দাখিল করেছিলেন, সেগুলোতে নতুন করে নির্বাচনী তফসিল ঘোষণার প্রয়োজন হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

গতকাল সোমবার ছিল নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, খালেদা জিয়ার পক্ষে বগুড়া–৭, দিনাজপুর–৩ ও ফেনী–১ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। নির্বাচনী আইন অনুযায়ী, একজন প্রার্থী সর্বোচ্চ তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এই তিন আসনেই বিএনপির পক্ষ থেকে একজন করে ‘বিকল্প প্রার্থী’ রাখা হয়েছে, যাঁরা নির্দিষ্ট সময়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর এই প্রয়াণের পর প্রশ্ন উঠেছে, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ওই তিন আসনে নতুন করে নির্বাচনের সময়সূচি বা তফসিল ঘোষণা করতে হবে কি না।

জাতীয় নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশে বলা আছে, প্রার্থিতা প্রত্যাহার করেননি এমন কোনো ‘বৈধভাবে মনোনীত’ প্রার্থীর মৃত্যু হলে সংশ্লিষ্ট আসনে নতুন করে তফসিল ঘোষণা করতে হয়। তবে বর্তমান ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন বলে মনে করছে ইসি।

নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে জানান, মনোনয়নপত্র জমা দিলেই কেউ বৈধ প্রার্থী হয়ে যান না। বাছাইপ্রক্রিয়ায় টিকে যাওয়ার পর চূড়ান্তভাবে প্রার্থী হিসেবে স্বীকৃত হন। খালেদা জিয়ার ক্ষেত্রে মনোনয়নপত্র বাছাইয়ের আগেই তাঁর মৃত্যু হয়েছে, ফলে আইনিভাবে তিনি এখনো ‘বৈধ প্রার্থী’ হিসেবে বিবেচিত হননি। তাঁর মৃত্যুর কারণে সংশ্লিষ্ট তিন আসনে মনোনয়নপত্রটি স্থগিত থাকবে।

ইসি কমিশনার আরও উল্লেখ করেন, যেহেতু ওই তিনটি আসনেই বিএনপির বিকল্প প্রার্থী রয়েছে, তাই নির্বাচনী প্রক্রিয়ায় কোনো বিঘ্ন ঘটবে না। প্রতীক বরাদ্দের আগে দল থেকে যাঁর নামে চিঠি দেওয়া হবে, তিনিই দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত হবেন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরিপ্রেক্ষিতে নির্বাচনী তফসিলে কোনো পরিবর্তন আনার সুযোগ বা প্রয়োজন নেই। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ওই আসনগুলোতে বাছাই ও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বিএনপির বিকল্প প্রার্থীরাই এখন ওই আসনগুলোতে দলের হাল ধরবেন বলে ধারণা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত