নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কয়েকটি তারিখসংবলিত একটি ছবি ঘুরছে। এটিকে শতভাগ গুজব বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল শুক্রবার রাতে গণমাধ্যমের সঙ্গে এ নিয়ে কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.)।
ইসি আহসান হাবিব সাংবাদিকদের বলেন, ‘এটা শতভাগ গুজব। এই তথ্যের কোনো সত্যতা বা ভিত্তি নেই। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই গুজবে কেউ যাতে বিভ্রান্ত না হয়, আমি সেই অনুরোধ জানাব। কোন উদ্দেশ্যে কে বা কারা এমন ভুল ও বানোয়াট তথ্য প্রচার করছে, সে বিষয়ে আমাদের ধারণা নেই। তবে যথাযথ কর্তৃপক্ষ অবশ্যই তাদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেবে। আমরা নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণা করেছি, সেই লক্ষ্যে কাজ চলছে। রোডম্যাপ অনুযায়ী যথাসময়ে কমিশন তফসিল ঘোষণা করবে এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে বা জানুয়ারির শুরুতে দ্বাদশ সংসদ নির্বাচন হবে বলে আশা করা যায়।’
ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ছবিতে তফসিল ঘোষণা হবে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ, মনোনয়নপত্র বাছাই, প্রত্যাহার, প্রতীক বরাদ্দ ও ভোটের তারিখ উল্লেখ রয়েছে। বিষয়টি ইসির নজরে আসার পর এ নিয়ে কথা বলেন মো. আহসান হাবিব খান।
ইসি আহসান হাবিব আরও জানান, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়ানো সংসদ নির্বাচনের তফসিলটি গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঘোষিত প্রথম তফসিলের সঙ্গে মিল রয়েছে। দুষ্ট চক্র হয়তো বিভ্রান্তি ছড়ানোর জন্য গতবারের তফসিলটি এবারের বলে চালিয়ে দিচ্ছে। কমিশন এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে।’
ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে ফেসবুক ও টিকটকের সঙ্গে বৈঠক করেছে ইসি। এর মধ্যেই তফসিল নিয়ে এই গুজব রটল।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কয়েকটি তারিখসংবলিত একটি ছবি ঘুরছে। এটিকে শতভাগ গুজব বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল শুক্রবার রাতে গণমাধ্যমের সঙ্গে এ নিয়ে কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.)।
ইসি আহসান হাবিব সাংবাদিকদের বলেন, ‘এটা শতভাগ গুজব। এই তথ্যের কোনো সত্যতা বা ভিত্তি নেই। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই গুজবে কেউ যাতে বিভ্রান্ত না হয়, আমি সেই অনুরোধ জানাব। কোন উদ্দেশ্যে কে বা কারা এমন ভুল ও বানোয়াট তথ্য প্রচার করছে, সে বিষয়ে আমাদের ধারণা নেই। তবে যথাযথ কর্তৃপক্ষ অবশ্যই তাদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেবে। আমরা নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণা করেছি, সেই লক্ষ্যে কাজ চলছে। রোডম্যাপ অনুযায়ী যথাসময়ে কমিশন তফসিল ঘোষণা করবে এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে বা জানুয়ারির শুরুতে দ্বাদশ সংসদ নির্বাচন হবে বলে আশা করা যায়।’
ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ছবিতে তফসিল ঘোষণা হবে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ, মনোনয়নপত্র বাছাই, প্রত্যাহার, প্রতীক বরাদ্দ ও ভোটের তারিখ উল্লেখ রয়েছে। বিষয়টি ইসির নজরে আসার পর এ নিয়ে কথা বলেন মো. আহসান হাবিব খান।
ইসি আহসান হাবিব আরও জানান, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়ানো সংসদ নির্বাচনের তফসিলটি গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঘোষিত প্রথম তফসিলের সঙ্গে মিল রয়েছে। দুষ্ট চক্র হয়তো বিভ্রান্তি ছড়ানোর জন্য গতবারের তফসিলটি এবারের বলে চালিয়ে দিচ্ছে। কমিশন এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে।’
ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে ফেসবুক ও টিকটকের সঙ্গে বৈঠক করেছে ইসি। এর মধ্যেই তফসিল নিয়ে এই গুজব রটল।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকুর স্ত্রী রহিমা আক্তারের নামে থাকা একটি ১০ তলা ভবন ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ গজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
২ ঘণ্টা আগে
দুদক জানিয়েছে, সাতজন নিম্ন আয়ের মানুষের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কাগুজে প্রতিষ্ঠান খুলে মোট ৪৬ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকা আত্মসাৎ করে একটি চক্র। সাইফুজ্জামান চৌধুরী ও রুকমিলা জামান ক্ষমতার অপব্যবহার করে এসব ঋণ জালিয়াতিতে সহায়তা করেন। এ ঘটনায় সাইফুজ্জামানের ভাই ও ইউসিবির সাবেক পরিচালক আনিসুজ্জামান
৩ ঘণ্টা আগে
বৈঠক সূত্র জানিয়েছে, নির্বাচনী পরিবেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য কমিশন থেকে সমন্বয় সেল, ভিজিল্যান্স টিম, মনিটরিং টিমসহ রিটার্নিং কর্মকর্তার সমন্বয়ে অনেকগুলো কমিটি রয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তারসহ নানা ধরনের নির্দেশনা আগের আইনশৃঙ্খলাবিষয়ক সভায় দেওয়া হয়েছিল।
৪ ঘণ্টা আগে
সিআইডির অনুসন্ধান অনুযায়ী, চক্রটি ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, গুলশান শাখার মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতি মাসে ১০ লাখ টাকা করে নিয়মিত চাঁদা আদায় করত। অভিযোগসংশ্লিষ্ট মো. কামরুজ্জামান ২০১৫ সালে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেন।
৪ ঘণ্টা আগে