ট্রাইব্যুনাল–২ এর যাত্রা শুরু
নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, ‘গুলি করে, বোমা মেরে, সন্ত্রাস তৈরি করে ভয় দেখিয়ে আমাদের এই বিচারকাজ থেকে দূরে রাখা যাবে না। আমি আল্লাহর ওপর ভরসা করে পথ চলি। আমার ভয়ের কোনো কারণ নেই। আমি কবরের পাশে দাঁড়ানো, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। ভয়ের কিছু নেই।’
আজ মঙ্গলবার (১৭ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর এজলাস কক্ষে দেওয়া সংবর্ধনায় এসব কথা বলেন তিনি। অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয় এ সংবর্ধনার আয়োজন করে। এ সময় ট্রাইব্যুনাল–২ এর সদস্য বিচারক মো. মনজুরুল বাসিত ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির উপস্থিত ছিলেন।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমাদেরকে এখানে বসানো হয়েছে জাতীয় দায়িত্ব পালন করতে। ন্যায় বিচার করতে বসেছি। ভয়ভীতির ঊর্ধ্বে থেকে পক্ষপাতিত্বহীন ভাবে আন্তর্জাতিক মান বজায় রেখে এই বিচার করতে সচেষ্ট থাকব। কোনো ভয়ভীতি দেখিয়ে বিচারককে কাজ থেকে দূরে রাখা যাবে না। শত শত ছাত্র-জনতা জীবন দিয়ে মানুষকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ করে দিয়েছেন। অনেকে আহত হয়েছেন। তাদের অনেকে এখনো যথাযথ চিকিৎসা পাননি।’
ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বলেন, ‘আমরা আন্তর্জাতিক নিয়ম ও প্রক্রিয়া এবং মানবাধিকারের বিষয়গুলো মেনে চলব। সকলের সহযোগিতা পেলে আমরা এই তরি বেয়ে নিয়ে যাব তীরে। কিছু লোক গত ১৫ বছর ক্ষমতা দখল করে রেখেছিল। তারা নিষ্ঠুরভাবে দেশ শাসন করেছে। তাদের বিরুদ্ধে কেউ কিছু বলার সাহস করেনি। মানুষ নিজেদের কথা বলতে পারেনি। সেই ফ্যাসিস্টরা এখনো ফিরে আসার চেষ্টা করছে।’
সংবর্ধনার সময় অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ছাড়াও প্রসিকিউশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা শেষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘সাড়ে ১৫ বছরে দেশের মানুষের ওপর অত্যাচার ও অনাচার হয়েছে। এসবের বিচার করতে হবে। তবে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কোনো ধরনের প্রশ্নবোধক চিহ্ন না থাকে, সেটা আমাদের নিশ্চিত করতে হবে। বিচার যেন আন্তর্জাতিক মানের হয় সেদিকে খেয়াল রেখে বিচারক কাজ পরিচালনা করা হবে।’
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘সংবর্ধনার মধ্য দিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল-২ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়ে গেল। একটা ট্রাইব্যুনালের পক্ষে এতগুলো মামলা পরিচালনা করা সম্ভব নয়। তাই আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। জুলাই-আগস্টে সারা দেশে চালানো গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার দ্রুত নিষ্পত্তির জন্য গত ৮ মে ট্রাইব্যুনাল-২ গঠন করা হয়। এই সংবর্ধনার মধ্য দিয়ে ট্রাইব্যুনাল–২ এর যাত্রা শুরু হলো।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, ‘গুলি করে, বোমা মেরে, সন্ত্রাস তৈরি করে ভয় দেখিয়ে আমাদের এই বিচারকাজ থেকে দূরে রাখা যাবে না। আমি আল্লাহর ওপর ভরসা করে পথ চলি। আমার ভয়ের কোনো কারণ নেই। আমি কবরের পাশে দাঁড়ানো, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। ভয়ের কিছু নেই।’
আজ মঙ্গলবার (১৭ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর এজলাস কক্ষে দেওয়া সংবর্ধনায় এসব কথা বলেন তিনি। অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয় এ সংবর্ধনার আয়োজন করে। এ সময় ট্রাইব্যুনাল–২ এর সদস্য বিচারক মো. মনজুরুল বাসিত ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির উপস্থিত ছিলেন।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমাদেরকে এখানে বসানো হয়েছে জাতীয় দায়িত্ব পালন করতে। ন্যায় বিচার করতে বসেছি। ভয়ভীতির ঊর্ধ্বে থেকে পক্ষপাতিত্বহীন ভাবে আন্তর্জাতিক মান বজায় রেখে এই বিচার করতে সচেষ্ট থাকব। কোনো ভয়ভীতি দেখিয়ে বিচারককে কাজ থেকে দূরে রাখা যাবে না। শত শত ছাত্র-জনতা জীবন দিয়ে মানুষকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ করে দিয়েছেন। অনেকে আহত হয়েছেন। তাদের অনেকে এখনো যথাযথ চিকিৎসা পাননি।’
ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বলেন, ‘আমরা আন্তর্জাতিক নিয়ম ও প্রক্রিয়া এবং মানবাধিকারের বিষয়গুলো মেনে চলব। সকলের সহযোগিতা পেলে আমরা এই তরি বেয়ে নিয়ে যাব তীরে। কিছু লোক গত ১৫ বছর ক্ষমতা দখল করে রেখেছিল। তারা নিষ্ঠুরভাবে দেশ শাসন করেছে। তাদের বিরুদ্ধে কেউ কিছু বলার সাহস করেনি। মানুষ নিজেদের কথা বলতে পারেনি। সেই ফ্যাসিস্টরা এখনো ফিরে আসার চেষ্টা করছে।’
সংবর্ধনার সময় অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ছাড়াও প্রসিকিউশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা শেষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘সাড়ে ১৫ বছরে দেশের মানুষের ওপর অত্যাচার ও অনাচার হয়েছে। এসবের বিচার করতে হবে। তবে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কোনো ধরনের প্রশ্নবোধক চিহ্ন না থাকে, সেটা আমাদের নিশ্চিত করতে হবে। বিচার যেন আন্তর্জাতিক মানের হয় সেদিকে খেয়াল রেখে বিচারক কাজ পরিচালনা করা হবে।’
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘সংবর্ধনার মধ্য দিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল-২ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়ে গেল। একটা ট্রাইব্যুনালের পক্ষে এতগুলো মামলা পরিচালনা করা সম্ভব নয়। তাই আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। জুলাই-আগস্টে সারা দেশে চালানো গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার দ্রুত নিষ্পত্তির জন্য গত ৮ মে ট্রাইব্যুনাল-২ গঠন করা হয়। এই সংবর্ধনার মধ্য দিয়ে ট্রাইব্যুনাল–২ এর যাত্রা শুরু হলো।’

ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে বি১ ও বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি ২০২৬) থেকে বাংলাদেশের নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। তবে এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে শিক্ষার্থীদের জন্য এই বন্ড প্রযোজ্য নয়।
১৩ ঘণ্টা আগে
গণভবনে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে জাদুঘরের চিত্রগুলো ঘুরে দেখেন তিনি।
১৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে এ বছরও বাংলাদেশকে বাদ দিয়েছেন আয়োজকেরা। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানীর এই বইমেলায় পরপর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্যাভিলিয়ন থাকছে না। তবে সেখানকার কোনো স্টলে বাংলাদেশের বই বিক্রিতে বাধা নেই। যুক্তরাষ্ট্রও এবারের বইমেলায় থাকবে না।
১৪ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগে মাঠে প্রচারণা চালানোয় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চারটি দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
১৫ ঘণ্টা আগে