নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করা হয়েছে। এখন থেকে প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইফুর রহমান খানের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়সমূহকে স্ব স্ব কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।
বিশ্ববিদ্যালয়ে সাপ্তাহিক ছুটির বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ড. ফেরদৌস জামান আজকের পত্রিকাকে বলেন, ‘সাধারণত দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়েই সপ্তাহে দুই দিন ছুটি থাকে। সরকারের নির্দেশনা মোতাবেক সরকারি ও বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ই যেন বিষয়টি অনুসরণ করে সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।’
সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম শিক্ষাপ্রতিষ্ঠান দুই দিন বন্ধ রাখার কথা জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেছিলেন, ‘শিক্ষামন্ত্রীর প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। এখন থেকে সপ্তাহে দুই দিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। তবে কোন দুই দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে তা শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা করবে। এটা ফাইনাল হয়ে গেছে, তারা আদেশ জারি করবেন।’
আগামী বছর থেকে সাপ্তাহিক ছুটি দুই দিন হওয়ার ঘোষণা ছিল। কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এই ছুটি এ বছর থেকেই কার্যকরের কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। সম্প্রতি তিনি ঢাকায় এক অনুষ্ঠানে এই পরিকল্পনার কথা জানান।
এদিকে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মতো প্রাথমিকেও সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানান। তিনি বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শুক্র ও শনিবার এ দুই দিন বন্ধ থাকবে। আর চলমান বৃহস্পতিবার অর্ধদিবস ক্লাসের পরিবর্তে পূর্ণদিবস ক্লাস অনুষ্ঠিত হবে।’

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করা হয়েছে। এখন থেকে প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইফুর রহমান খানের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়সমূহকে স্ব স্ব কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।
বিশ্ববিদ্যালয়ে সাপ্তাহিক ছুটির বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ড. ফেরদৌস জামান আজকের পত্রিকাকে বলেন, ‘সাধারণত দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়েই সপ্তাহে দুই দিন ছুটি থাকে। সরকারের নির্দেশনা মোতাবেক সরকারি ও বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ই যেন বিষয়টি অনুসরণ করে সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।’
সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম শিক্ষাপ্রতিষ্ঠান দুই দিন বন্ধ রাখার কথা জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেছিলেন, ‘শিক্ষামন্ত্রীর প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। এখন থেকে সপ্তাহে দুই দিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। তবে কোন দুই দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে তা শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা করবে। এটা ফাইনাল হয়ে গেছে, তারা আদেশ জারি করবেন।’
আগামী বছর থেকে সাপ্তাহিক ছুটি দুই দিন হওয়ার ঘোষণা ছিল। কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এই ছুটি এ বছর থেকেই কার্যকরের কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। সম্প্রতি তিনি ঢাকায় এক অনুষ্ঠানে এই পরিকল্পনার কথা জানান।
এদিকে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মতো প্রাথমিকেও সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানান। তিনি বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শুক্র ও শনিবার এ দুই দিন বন্ধ থাকবে। আর চলমান বৃহস্পতিবার অর্ধদিবস ক্লাসের পরিবর্তে পূর্ণদিবস ক্লাস অনুষ্ঠিত হবে।’

তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে তাঁর জ্যেষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
৪ ঘণ্টা আগে
পোস্টে প্রেস সচিব লিখেছেন, ‘শহীদ বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর থেকে আমার মনে হচ্ছে তিনি (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) ভীষণ একা হয়ে পড়েছেন। একত্রে এই দুই নেতা আমাদের রাজনৈতিক ইতিহাসের অন্যতম এক সম্মানিত ও নির্ভরযোগ্য অংশীদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সহমর্মিতা এবং নীরবে ধৈর্য ধরার ক্ষমতার...
৫ ঘণ্টা আগে
জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু জানান, রাজধানীতে নিজ বাসায় বর্ষীয়ান এ রাজনীতিকের মৃত্যু হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
৭ ঘণ্টা আগে
সদ্য সমাপ্ত ২০২৫ সালে সারা দেশে অন্তত ৪২৮টি গণপিটুনির ঘটনা ঘটেছে, যা ২০২৪ সালের তুলনায় দ্বিগুণের বেশি। ২০২৪ সালে গণপিটুনির ১৬৯টি ঘটনায় নিহত হয়েছিল ১৪৬ জন এবং আহত ছিল ১২৬ জন। আর ২০২৫ সালে গণপিটুনিতে ১৬৬ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৪৬০ জন। ২২০ জনকে আহতাবস্থায় পুলিশে সোপর্দ করা হয়েছে। গণপিটুনির ঘটনায় আহত
৭ ঘণ্টা আগে