
১১১ জন যাত্রী নিয়ে উড়াল দিল ফ্লাইট। কিন্তু উড়োজাহাজে কোনো লাগেজ নেই। এমন ঘটনা প্রথম না হলেও ইউরোপের কোনো উন্নত দেশের জন্য বিস্ময়করই বটে। সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের ফ্লাইট এভাবেই সুইজারল্যান্ডের জুরিখ থেকে স্পেনের বিলবাওয়ে গিয়েছে।
বিমান পরিবহন সংস্থাটির একজন মুখপাত্র জানান, গ্রাউন্ড স্টাফের ঘাটতির কারণে ব্যাগগুলো জুরিখে রয়ে যায়। গন্তব্যে পৌঁছে প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করার পর বিষয়টি যাত্রীদের জানানো হয়।
সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের মুখপাত্র কেভিন এমপালাম ই-মেইলে বিজনেস ইনসাইডারকে জানান, গত শনিবার (৯ সেপ্টেম্বর) স্পেনের বিলবাওয়ে পৌঁছায়। গ্রাউন্ড স্টাফের অভাব এবং দায়িত্বরত কর্মীরা না থাকায় লাগেজগুলো তোলা সম্ভব হয়নি।
ফ্লাইট ছাড়তে বিলম্বের জন্য পাইলট ক্ষমা চাইলেও লাগেজ জুরিখে রেখে যাওয়ার তথ্য যাত্রীদের দেননি। বিষয়টি স্প্যানিশ এয়ারলাইন্সের কর্মীরা তাঁদের জানান।
সুইস-জার্মান সংবাদমাধ্যম ব্লিক জানিয়েছে, কনভেয়র বেল্টের পাশে দুই ঘণ্টার বেশি অপেক্ষায় ছিলেন যাত্রীরা। কারস্টেন রেডলিচ নামের এক যাত্রী বলেন, তাঁর ছুটি মাটি হয়ে গেল।
পরে সোমবার সন্ধ্যায় যাত্রীদের সমস্ত ব্যাগ বিলবাওতে পাঠানো হয় বলে এমপালাম ইনসাইডারকে জানান। তিনি আরো বলেন, এ ধরনের ঘটনা যাতে আবার না ঘটে সে জন্য কাজের প্রক্রিয়া পর্যালোচনা করছে।
‘আমরা যাত্রীদের হতাশা এবং ক্ষোভের ব্যাপারটা গভীরভাবে বুঝতে পারছি। বিশেষ করে তাঁদের মধ্যে অনেকেই যেখানে ছুটি কাটাতে যাচ্ছিলেন।’
কোনো উড়োজাহাজ যাত্রীদের ব্যাগ ছাড়াই ছাড়ার এটাই প্রথম ঘটনা নয়। গত জুলাই মাসে গ্রিসের এথেন্স থেকে লাগেজ ছাড়া সিঙ্গাপুরে উড়ে গিয়েছিল দুটি উড়োজাহাজ। তবে সেটা ছিল গরমের কারণে।

১১১ জন যাত্রী নিয়ে উড়াল দিল ফ্লাইট। কিন্তু উড়োজাহাজে কোনো লাগেজ নেই। এমন ঘটনা প্রথম না হলেও ইউরোপের কোনো উন্নত দেশের জন্য বিস্ময়করই বটে। সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের ফ্লাইট এভাবেই সুইজারল্যান্ডের জুরিখ থেকে স্পেনের বিলবাওয়ে গিয়েছে।
বিমান পরিবহন সংস্থাটির একজন মুখপাত্র জানান, গ্রাউন্ড স্টাফের ঘাটতির কারণে ব্যাগগুলো জুরিখে রয়ে যায়। গন্তব্যে পৌঁছে প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করার পর বিষয়টি যাত্রীদের জানানো হয়।
সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের মুখপাত্র কেভিন এমপালাম ই-মেইলে বিজনেস ইনসাইডারকে জানান, গত শনিবার (৯ সেপ্টেম্বর) স্পেনের বিলবাওয়ে পৌঁছায়। গ্রাউন্ড স্টাফের অভাব এবং দায়িত্বরত কর্মীরা না থাকায় লাগেজগুলো তোলা সম্ভব হয়নি।
ফ্লাইট ছাড়তে বিলম্বের জন্য পাইলট ক্ষমা চাইলেও লাগেজ জুরিখে রেখে যাওয়ার তথ্য যাত্রীদের দেননি। বিষয়টি স্প্যানিশ এয়ারলাইন্সের কর্মীরা তাঁদের জানান।
সুইস-জার্মান সংবাদমাধ্যম ব্লিক জানিয়েছে, কনভেয়র বেল্টের পাশে দুই ঘণ্টার বেশি অপেক্ষায় ছিলেন যাত্রীরা। কারস্টেন রেডলিচ নামের এক যাত্রী বলেন, তাঁর ছুটি মাটি হয়ে গেল।
পরে সোমবার সন্ধ্যায় যাত্রীদের সমস্ত ব্যাগ বিলবাওতে পাঠানো হয় বলে এমপালাম ইনসাইডারকে জানান। তিনি আরো বলেন, এ ধরনের ঘটনা যাতে আবার না ঘটে সে জন্য কাজের প্রক্রিয়া পর্যালোচনা করছে।
‘আমরা যাত্রীদের হতাশা এবং ক্ষোভের ব্যাপারটা গভীরভাবে বুঝতে পারছি। বিশেষ করে তাঁদের মধ্যে অনেকেই যেখানে ছুটি কাটাতে যাচ্ছিলেন।’
কোনো উড়োজাহাজ যাত্রীদের ব্যাগ ছাড়াই ছাড়ার এটাই প্রথম ঘটনা নয়। গত জুলাই মাসে গ্রিসের এথেন্স থেকে লাগেজ ছাড়া সিঙ্গাপুরে উড়ে গিয়েছিল দুটি উড়োজাহাজ। তবে সেটা ছিল গরমের কারণে।

বাইরের পৃথিবীতে হাসিমুখে থাকা কিংবা অন্যদের হাসানো আমাদের অনেকের কাছে খুব সহজ মনে হয়। কিন্তু দিন শেষে নিজের আপনজন বা পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানো মাঝে মাঝে বেশ কঠিন কাজ হয়ে দাঁড়ায়। আমরা সাধারণত পরিবারকে এমন একটি নিরাপদ আশ্রয় ভাবি, যেখানে আমাদের সব ধরনের আবেগ, রাগ বা বিরক্তি সরাসরি প্রকাশ করে
১৩ ঘণ্টা আগে
অনেকে মনে করেন, ভাগ্য হঠাৎ আকাশ থেকে নেমে আসে। কিন্তু বাস্তবে ভাগ্য তৈরি হয় আমাদের অভ্যাস, দৃষ্টিভঙ্গি এবং চারপাশের পৃথিবীর সঙ্গে আমাদের আচরণের মাধ্যমে। ১৯৪৫ সালের ৬ আগস্ট। জাপানের হিরোশিমায় কাজ করছিলেন সুতোমু ইয়ামাগুচি। সেদিন ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরিত হয় ঠিক তাঁর সামনেই।
১৪ ঘণ্টা আগে
শীতে বাড়িতে কোনো না কোনো স্য়ুপ তো তৈরি করছেনই। খাওয়ার সময় একটা জিনিসই মিস করছেন, তা হলো অনথন। ইতস্তত না করে বাড়িতে এবার বানিয়ে ফেলুন সুস্বাদু এই খাবার।
১৬ ঘণ্টা আগে
কথাটা সবার সঙ্গে নিশ্চয় মিলে গেল! আমরা যারা ফিট থাকতে চাই, সুস্বাস্থ্যের অধিকারী হতে চাই, বছরের শেষ দিনটিতে প্রায় প্রত্যেকে একটি প্রতিজ্ঞা করি। সেই প্রতিজ্ঞায় থাকে, এই বছর আমরা কোনো অস্বাস্থ্যকর খাবার খাব না, কোনো ধরনের ভাজাপোড়া, অতিরিক্ত শর্করা, মিষ্টিজাতীয় খাবার, চিনি ইত্যাদি এড়িয়ে চলব...
২০ ঘণ্টা আগে