
অস্ট্রিয়ার নতুন রেলকার্ডের ট্যাটু করবেন যেসব মানুষ তাঁদের জন্য থাকছে এক বছর বিনা মূল্যে ট্রেন ভ্রমণের সুযোগ। অর্থাৎ চামড়ায় এই ট্যাটু করিয়ে বার্ষিক এক হাজার ইউরোর বেশি রেলকার্ডের খরচ বাঁচিয়ে ফেলতে পরবেন একজন যাত্রী। এ তথ্য জানা গেছে বিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের এক প্রতবেদনে।
ক্লিমাটিকেট বা জলবায়ু টিকিটের জন্য এমন ট্যাটু করার প্রস্তাবটি অস্ট্রিয়ার জলবায়ু মন্ত্রী লিওনো গিভেসলার। তিনি একটি মিউজিক ফেস্টিভ্যাল বা সংগীত উৎসবে তাঁর নিজের হাতের একটি ছবি প্রদর্শনের আগে এই উদ্যোগের কথা বিশদভাবে জানান। যেখানে তাঁর হাতে ‘গিভেসলার নেতৃত্ব দেয়’ এমন একটি কথা লেখা ছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের সূত্রে জানানো হয় প্রতিবেদনটিতে।
অবশ্য মন্ত্রীর হাতের এই ট্যাটু ছিল অস্থায়ী। তবে উৎসবের একটি তাঁবুতে নিজেদের বাহুতে ক্লিমাটিকেট শব্দটি কালি দিয়ে লিখেছেন এমন প্রথম তিনজনকে বিনা মূল্যে রেলকার্ড দেওয়া হয়। ওই ট্যাটু পারলারে একটি ব্যানার ছিল যাতে লেখা, ‘যা আপনার ত্বকের নিচে চলে যায়’। এই গ্রীষ্মে বেশ কয়েকটি ইভেন্টে এই ট্যাটুর তাঁবুটি হাজির হয়েছিল।
জার্মান-ভাষার সংবাদপত্র সালজবার্গা নারিশটানের সূত্রে প্রতিবেদনটিতে জানা যায়, প্রথম সপ্তাহে ছয়জন লোক এ সুবিধা নিয়েছে। গত মাসে ‘ইলেকট্রিক লাভ’ উৎসবে অংশ নেওয়া ৩০ জন মানুষ এটি গ্রহণ করে।
তবে এই পদক্ষেপটির সমালোচনা করেছেন অনেকে। গিভেসলার এই প্রকল্পের পক্ষে সাফাই গেয়ে একটি স্থানীয় টেলিভিশন স্টেশনকে বলেছেন, এটি অত্যন্ত যত্নের সঙ্গে করা হয়। আর শুধুমাত্র দিনের আলোতে করা হয় এবং ১৮ বছরের বেশি বয়সী ব্যক্তিদেরই কেবল দেওয়া হয়।’
দ্য নিউ অস্ট্রিয়া অ্যান্ড লিবারেল ফোরাম পার্টির সংসদ সদস্য হেনরিক ব্র্যানসটোটার মনে করেন, মানুষকে তাদের চামড়ার নিচে বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে অর্থ প্রদান করা সরকার দলের একজন একজন মন্ত্রীর অগ্রহণযোগ্য দৃষ্টিভঙ্গি প্রকাশ করছে। রেলকার্ড অস্ট্রিয়ার ট্রেনের পাশাপাশি বাস ও ট্রামে ব্যবহার করা যায়।
ইনডিপেনডেন্টের প্রতিবেদনটি থেকে জানা যায়, ক্লিমাটিকেট পরিচালনা করা ওয়ান মোবিলিটির পরিচালক জ্যাক ল্যাম্বার্ট সংবাদ সংস্থাকে এপিএকে বলেছেন, ‘উৎসবের প্রতিক্রিয়া অত্যন্ত ইতিবাচক ছিল।’
উল্লেখ্য, ২০২১ সালে ক্লিমাটিকেট বিক্রি শুরু হয় নিজে গাড়ি চালানোর চেয়ে গণপরিবহনকে বেছে নিতে বেশি লোককে উৎসাহী করার লক্ষ্য নিয়ে।

অস্ট্রিয়ার নতুন রেলকার্ডের ট্যাটু করবেন যেসব মানুষ তাঁদের জন্য থাকছে এক বছর বিনা মূল্যে ট্রেন ভ্রমণের সুযোগ। অর্থাৎ চামড়ায় এই ট্যাটু করিয়ে বার্ষিক এক হাজার ইউরোর বেশি রেলকার্ডের খরচ বাঁচিয়ে ফেলতে পরবেন একজন যাত্রী। এ তথ্য জানা গেছে বিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের এক প্রতবেদনে।
ক্লিমাটিকেট বা জলবায়ু টিকিটের জন্য এমন ট্যাটু করার প্রস্তাবটি অস্ট্রিয়ার জলবায়ু মন্ত্রী লিওনো গিভেসলার। তিনি একটি মিউজিক ফেস্টিভ্যাল বা সংগীত উৎসবে তাঁর নিজের হাতের একটি ছবি প্রদর্শনের আগে এই উদ্যোগের কথা বিশদভাবে জানান। যেখানে তাঁর হাতে ‘গিভেসলার নেতৃত্ব দেয়’ এমন একটি কথা লেখা ছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের সূত্রে জানানো হয় প্রতিবেদনটিতে।
অবশ্য মন্ত্রীর হাতের এই ট্যাটু ছিল অস্থায়ী। তবে উৎসবের একটি তাঁবুতে নিজেদের বাহুতে ক্লিমাটিকেট শব্দটি কালি দিয়ে লিখেছেন এমন প্রথম তিনজনকে বিনা মূল্যে রেলকার্ড দেওয়া হয়। ওই ট্যাটু পারলারে একটি ব্যানার ছিল যাতে লেখা, ‘যা আপনার ত্বকের নিচে চলে যায়’। এই গ্রীষ্মে বেশ কয়েকটি ইভেন্টে এই ট্যাটুর তাঁবুটি হাজির হয়েছিল।
জার্মান-ভাষার সংবাদপত্র সালজবার্গা নারিশটানের সূত্রে প্রতিবেদনটিতে জানা যায়, প্রথম সপ্তাহে ছয়জন লোক এ সুবিধা নিয়েছে। গত মাসে ‘ইলেকট্রিক লাভ’ উৎসবে অংশ নেওয়া ৩০ জন মানুষ এটি গ্রহণ করে।
তবে এই পদক্ষেপটির সমালোচনা করেছেন অনেকে। গিভেসলার এই প্রকল্পের পক্ষে সাফাই গেয়ে একটি স্থানীয় টেলিভিশন স্টেশনকে বলেছেন, এটি অত্যন্ত যত্নের সঙ্গে করা হয়। আর শুধুমাত্র দিনের আলোতে করা হয় এবং ১৮ বছরের বেশি বয়সী ব্যক্তিদেরই কেবল দেওয়া হয়।’
দ্য নিউ অস্ট্রিয়া অ্যান্ড লিবারেল ফোরাম পার্টির সংসদ সদস্য হেনরিক ব্র্যানসটোটার মনে করেন, মানুষকে তাদের চামড়ার নিচে বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে অর্থ প্রদান করা সরকার দলের একজন একজন মন্ত্রীর অগ্রহণযোগ্য দৃষ্টিভঙ্গি প্রকাশ করছে। রেলকার্ড অস্ট্রিয়ার ট্রেনের পাশাপাশি বাস ও ট্রামে ব্যবহার করা যায়।
ইনডিপেনডেন্টের প্রতিবেদনটি থেকে জানা যায়, ক্লিমাটিকেট পরিচালনা করা ওয়ান মোবিলিটির পরিচালক জ্যাক ল্যাম্বার্ট সংবাদ সংস্থাকে এপিএকে বলেছেন, ‘উৎসবের প্রতিক্রিয়া অত্যন্ত ইতিবাচক ছিল।’
উল্লেখ্য, ২০২১ সালে ক্লিমাটিকেট বিক্রি শুরু হয় নিজে গাড়ি চালানোর চেয়ে গণপরিবহনকে বেছে নিতে বেশি লোককে উৎসাহী করার লক্ষ্য নিয়ে।

সকালের নাশতায় ডিম অনেকের প্রথম পছন্দ। এটি যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিগুণে ভরপুর। ডিমের হরেক পদের মধ্যে স্ক্র্যাম্বলড এগ বা ডিমের ঝুরি এর স্বাদের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়। স্ক্র্যাম্বলড এগ তৈরি করা খুব কঠিন কিছু নয়। তবে ভালো টেক্সচার পেতে হলে কিছু সহজ ধাপ অনুসরণ করতে হয়।
১ ঘণ্টা আগে
প্রতিদিনের নানামুখী চাপ শরীরের পাশাপাশি মনের ওপরও প্রভাব ফেলে। এসব চাপ থেকে শরীর ও মনকে রেহাই দিতে আধা ঘণ্টা কুসুম গরম পানিতে গোসল করার পরামর্শ দেন অনেকে। এই গরম পানিতে আরামদায়ক গোসল সারা দিনের চাপ এবং উত্তেজনাকে একটু হলেও হালকা করে। চলতি ট্রেন্ডে কেবল কুসুম গরম পানিই নয়, সে পানিতে লবণ যোগ করার...
১১ ঘণ্টা আগে
২০২৫ সালের শেষে ‘ভোগ’ জানিয়েছিল, বয়ফ্রেন্ডরা আর ট্রেন্ডি নয়। তাহলে ২০২৬ সালে ট্রেন্ড কী? অতীতের দিকে তাকালে যেমন নির্দিষ্ট কিছু ফ্যাশন বা খাবার দেখে সেই সময়কালকে চেনা যেত। ২০২৬ সালও তার ব্যতিক্রম হবে না। তবে এই বছরের মূলমন্ত্র হলো—সবকিছুকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলা। বড় ইভেন্ট বা উচ্চ...
১৭ ঘণ্টা আগে
১৯৯৮ সালে ইংল্যান্ডের ইস্ট ইয়র্কশায়ারের হাল শহর থেকে যাত্রা শুরু করেছিলেন বুশবি। তখন বয়স ছিল ২৯। আজ বয়স ৫৬। প্রায় ২৭ বছর তিনি হেঁটে চলেছেন। পাড়ি দিয়েছেন ২৫টি দেশের প্রায় ৫৮ হাজার কিলোমিটার পথ। এই অভিযানের নাম তিনি দিয়েছিলেন গোলিয়াথ অভিযান। যেখানে একমাত্র শর্ত ছিল, কোনো মোটরচালিত যান ব্যবহার করা...
১৯ ঘণ্টা আগে