মুহাম্মদ শফিকুর রহমান

বিভিন্ন দেশের দর্শনীয় জায়গা ঘুরে চমৎকার সব ভিডিও করেন ট্রাভেল ভ্লগার মুহাম্মদ রবিন। ডাকনাম রোহান। অল্প কদিনেই সেসব ভিডিও মানুষের মন জয় করেছে। পেশাদার ট্রাভেল ভ্লগার তিনি। স্ত্রী, সন্তান, মা, বাবাসহ থাকেন কিশোরগঞ্জ জেলার ভৈরবে। লিখেছেন মুহাম্মদ শফিকুর রহমান।
শুরুর গল্প
এক বন্ধু একবার ক্যামেরা তাক করে বলেছিল, কিছু একটা বল। ‘হ্যালো গাইস কেমন আছেন? ইটস মি, রোহান’। মজার ছলে এমনই বলেছিলেন রোহান। বলার ধরনটা বন্ধুর খুব পছন্দ হয়েছিল বলে তাঁকে ভ্লগ করতে উৎসাহিত করেছিলেন। কিছুটা কৌতূহল নিয়ে ওই দিনই রোহান একটি ভ্লগ তৈরি করেন। এভাবেই তাঁর শুরু। আর এখন তো পেশাদার ট্রাভেল ভ্লগার হয়ে গেছেন তিনি। এ পর্যন্ত রোহান ৩০টি দেশ ভ্রমণ করেছেন। আর ভ্লগ বানিয়েছেন ২৫টি দেশে গিয়ে। দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া, জর্জিয়া, উজবেকিস্তান, আজারবাইজান উল্লেখযোগ্য।
সামাজিক যোগাযোগমাধ্যমে
রোহানের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নাম রোহান ভ্লগ। ফেসবুকে ৫ লাখ ২০ হাজারের বেশি অনুসারী রয়েছে তাঁর। আর ইউটিউবে সাবস্ক্রাইবার আছে প্রায় ৩৪ হাজার। প্রতি মাসে তাঁর ফেসবুক প্ল্যাটফর্মে ৩০ মিলিয়নের বেশি ভিউ হয়। ফেসবুক ও ইউটিউব থেকে মাসে তাঁর আয় ৩ হাজার থেকে ৪ হাজার ডলার। অনেক সময় তা ৫ হাজার ডলারও ছাড়িয়ে যায়।
শিখেছেন যেভাবে
ভ্লগ করতে করতেই এর কলাকৌশল শিখেছেন রোহান। বলা যায়, ভুল থেকে শিখেছেন তিনি। কখনো গুগল, কখনোবা ইউটিউবের সাহায্য নিয়েছেন। অনেকে ভিডিও দেখে ভুল ধরিয়ে দিয়েছেন। পরে সেগুলো শুধরে নিয়েছেন তিনি। সাধারণ বাচনভঙ্গি এবং যেকোনো বিষয় সম্পর্কে সরল কথাবার্তাই তাঁকে জনপ্রিয় করে তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সেরা তিন
রোহানের ভাইরাল হওয়া তিনটি ভিডিও হলো, উজবেকিস্তানের চেরিবাগান, ইন্দোনেশিয়ার গ্রাম এবং উজবেকিস্তানের এক বন্ধুর সঙ্গে যৌথ ভ্লগ। রোহানের তৈরি রিলস দেখে উজবেকিস্তানের সেই তরুণী যোগাযোগ করেন তাঁর সঙ্গে। পরে তাঁদের দেখা হয় ইন্দোনেশিয়ায়। দেশের বাইরে রোহানের পছন্দের তিনটি দেশ হলো উজবেকিস্তান, ইন্দোনেশিয়া ও আজারবাইজান।
ভাষা কোনো সমস্যা নয়
অনেকে রোহানের ইংরেজি উচ্চারণ নিয়ে অনেক তুচ্ছতাচ্ছিল্য করেন। তবে এসব একদমই পাত্তা দেন না তিনি। রোহান বলেন, ‘আমি বিদেশে ঘুরে একটি বিষয় খেয়াল করলাম, তা হলো গরিব দেশগুলোতে ইংরেজি চর্চা বেশি। উন্নত দেশগুলোতে ইংরেজি নিয়ে তেমন মাথাব্যথা নেই। তারা নিজেদের ভাষা ও সংস্কৃতির প্রতি বেশ সংবেদনশীল।’
বাংলাদেশ হোক পর্যটনবান্ধব
দেশের পর্যটনশিল্পের কথা বলতে গিয়ে বেশ উচ্ছ্বসিত হয়ে ওঠেন রোহান। নিজের দেখা বিভিন্ন দেশের অভিজ্ঞতা ভাগাভাগি করে নেন আমাদের সঙ্গে। তিনি জানান, দেশকে পর্যটনবান্ধব করতে প্রথম দরকার দেশে বিদেশি পর্যটকদের উপযোগী পরিবেশ তৈরি করা। তারপর নিজেদের মানসিকতা এবং রুচির উন্নতি করা প্রয়োজন। বিদেশি পর্যটকদের নিরাপদ পরিবেশ উপহার দিতে হবে। এর সঙ্গে কমাতে হবে বিভিন্ন ধরনের চার্জ।

বিভিন্ন দেশের দর্শনীয় জায়গা ঘুরে চমৎকার সব ভিডিও করেন ট্রাভেল ভ্লগার মুহাম্মদ রবিন। ডাকনাম রোহান। অল্প কদিনেই সেসব ভিডিও মানুষের মন জয় করেছে। পেশাদার ট্রাভেল ভ্লগার তিনি। স্ত্রী, সন্তান, মা, বাবাসহ থাকেন কিশোরগঞ্জ জেলার ভৈরবে। লিখেছেন মুহাম্মদ শফিকুর রহমান।
শুরুর গল্প
এক বন্ধু একবার ক্যামেরা তাক করে বলেছিল, কিছু একটা বল। ‘হ্যালো গাইস কেমন আছেন? ইটস মি, রোহান’। মজার ছলে এমনই বলেছিলেন রোহান। বলার ধরনটা বন্ধুর খুব পছন্দ হয়েছিল বলে তাঁকে ভ্লগ করতে উৎসাহিত করেছিলেন। কিছুটা কৌতূহল নিয়ে ওই দিনই রোহান একটি ভ্লগ তৈরি করেন। এভাবেই তাঁর শুরু। আর এখন তো পেশাদার ট্রাভেল ভ্লগার হয়ে গেছেন তিনি। এ পর্যন্ত রোহান ৩০টি দেশ ভ্রমণ করেছেন। আর ভ্লগ বানিয়েছেন ২৫টি দেশে গিয়ে। দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া, জর্জিয়া, উজবেকিস্তান, আজারবাইজান উল্লেখযোগ্য।
সামাজিক যোগাযোগমাধ্যমে
রোহানের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নাম রোহান ভ্লগ। ফেসবুকে ৫ লাখ ২০ হাজারের বেশি অনুসারী রয়েছে তাঁর। আর ইউটিউবে সাবস্ক্রাইবার আছে প্রায় ৩৪ হাজার। প্রতি মাসে তাঁর ফেসবুক প্ল্যাটফর্মে ৩০ মিলিয়নের বেশি ভিউ হয়। ফেসবুক ও ইউটিউব থেকে মাসে তাঁর আয় ৩ হাজার থেকে ৪ হাজার ডলার। অনেক সময় তা ৫ হাজার ডলারও ছাড়িয়ে যায়।
শিখেছেন যেভাবে
ভ্লগ করতে করতেই এর কলাকৌশল শিখেছেন রোহান। বলা যায়, ভুল থেকে শিখেছেন তিনি। কখনো গুগল, কখনোবা ইউটিউবের সাহায্য নিয়েছেন। অনেকে ভিডিও দেখে ভুল ধরিয়ে দিয়েছেন। পরে সেগুলো শুধরে নিয়েছেন তিনি। সাধারণ বাচনভঙ্গি এবং যেকোনো বিষয় সম্পর্কে সরল কথাবার্তাই তাঁকে জনপ্রিয় করে তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সেরা তিন
রোহানের ভাইরাল হওয়া তিনটি ভিডিও হলো, উজবেকিস্তানের চেরিবাগান, ইন্দোনেশিয়ার গ্রাম এবং উজবেকিস্তানের এক বন্ধুর সঙ্গে যৌথ ভ্লগ। রোহানের তৈরি রিলস দেখে উজবেকিস্তানের সেই তরুণী যোগাযোগ করেন তাঁর সঙ্গে। পরে তাঁদের দেখা হয় ইন্দোনেশিয়ায়। দেশের বাইরে রোহানের পছন্দের তিনটি দেশ হলো উজবেকিস্তান, ইন্দোনেশিয়া ও আজারবাইজান।
ভাষা কোনো সমস্যা নয়
অনেকে রোহানের ইংরেজি উচ্চারণ নিয়ে অনেক তুচ্ছতাচ্ছিল্য করেন। তবে এসব একদমই পাত্তা দেন না তিনি। রোহান বলেন, ‘আমি বিদেশে ঘুরে একটি বিষয় খেয়াল করলাম, তা হলো গরিব দেশগুলোতে ইংরেজি চর্চা বেশি। উন্নত দেশগুলোতে ইংরেজি নিয়ে তেমন মাথাব্যথা নেই। তারা নিজেদের ভাষা ও সংস্কৃতির প্রতি বেশ সংবেদনশীল।’
বাংলাদেশ হোক পর্যটনবান্ধব
দেশের পর্যটনশিল্পের কথা বলতে গিয়ে বেশ উচ্ছ্বসিত হয়ে ওঠেন রোহান। নিজের দেখা বিভিন্ন দেশের অভিজ্ঞতা ভাগাভাগি করে নেন আমাদের সঙ্গে। তিনি জানান, দেশকে পর্যটনবান্ধব করতে প্রথম দরকার দেশে বিদেশি পর্যটকদের উপযোগী পরিবেশ তৈরি করা। তারপর নিজেদের মানসিকতা এবং রুচির উন্নতি করা প্রয়োজন। বিদেশি পর্যটকদের নিরাপদ পরিবেশ উপহার দিতে হবে। এর সঙ্গে কমাতে হবে বিভিন্ন ধরনের চার্জ।

ভ্রমণ জগতে কত রকমের যে গন্তব্য বা ডেস্টিনেশনের তালিকা হয় বছর ভর, তার হিসাব রাখা সত্যি অসম্ভব। পৃথিবীর সেরা ১০ গন্তব্য কিংবা পৃথিবীর সেরা নিরাপদ শহর বা দেশ অথবা পৃথিবীর সেরা পরিচ্ছন্ন দেশ ইত্যাদির তালিকা হালনাগাদ হতে থাকে বছরভর। বড় বড় প্রতিষ্ঠান এবং পত্রপত্রিকা কিংবা ম্যাগাজিন এসব তালিকা করে থাকে...
৮ ঘণ্টা আগে
বারো মাসই উত্তরবঙ্গের যেকোনো জেলা ভ্রমণের উপযুক্ত সময়। তবে শীতে উত্তরবঙ্গ ভ্রমণে আলাদা অভিজ্ঞতা নেওয়া যায়। যাঁরা শীত উপভোগ করতে চান, তাঁরা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত যেতে পারেন। হিমালয়ের কাছাকাছি হওয়ায় পুরো রংপুর বিভাগ অর্থাৎ উত্তরবঙ্গে শীতের প্রকোপ বেশি থাকে।...
১০ ঘণ্টা আগে
পাখিদের কলরবে মুখরিত চারপাশ। মূল সড়ক থেকেই দেখা যাচ্ছিল পাখিদের। আমরা গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে দেখতে লাগলাম পাখিদের কর্ম তৎপরতা। বেশ ভালোই লাগছিল। পকেট থেকে স্মার্টফোন বের করে ছবি তোলার চেষ্টা করলাম। কিন্তু মনমতো ছবি তোলা হলো না। ড্রাইভার বললেন, আরেকটু সামনে গেলে হয়তো আরও পাখির দেখা পাওয়া যাবে...
১২ ঘণ্টা আগে
পৃথিবী এখন আর দুই বছর আগের মতো নেই। বিভিন্ন দেশে নানা মেরুকরণ চলছে। সেই সঙ্গে একদিকে চলছে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক উত্তেজনা; অন্যদিকে বিভিন্ন দেশে চলছে ভ্রমণ থেকে রাজস্ব আয় বাড়ানোর বিপুল আয়োজন। সে জন্য নতুন করে ভিসা শিথিলসহ বিভিন্ন প্রক্রিয়া চালু করেছে তারা। ফলে নতুন বছরে বিশ্বজুড়ে আন্তর্জাতিক...
১৪ ঘণ্টা আগে